নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

আমিই পৃথিবী

২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৬

আমিই সেই মহাসমুদ্র
যার গর্ভে লুকানো হাজারো রতন
যার কান্নার জলেই ওঠে ঢেউ
যার যন্ত্রণার চিৎকারে ওঠে গর্জন।
চন্দ্রপক্ষে যার বুকে আসে খুশির জোয়ার
আবার ভাটির টানে নেমে আসে স্তব্ধতা
ফুরায় না সেখানে লোনা অশ্রু
যার রূপে হয়ত অনেক মুগ্ধতা।

আমিই সেই পাহাড়
যার প্রতিটি পরতে পরতে পাথর
সীমাহীন যার বেদনার ভার
যার বুকে দাড়িয়ে আছে সভ্যতা
বইতে পারে যন্ত্রণা সে হাজার।

আমিই সেই জল ঝর্ণা
পাহাড়ের বুক চিরে নেমে আসা দুখ-নদী
মোহনায় সন্ধানে মিলনের প্রতীক্ষায়
ছুটে চলি সাগরে নিরবধি।

আমিই সেই মেঘ
ব্যথা জমিয়ে নিরুদ্দেশে ছুটি
আমিই সেই বৃষ্টি
মেঘের কান্না বজ্রের ভ্রুকুটি।
আমিই সেই আকাশ
ব্যথা আর বিষাদের নীলিমা
আঘাতের লোহিত বহিঃপ্রকাশ
গোধুলি বেলার রক্তিম লালিমা।
আমিই সবুজ শ্যামলিমা
আমিই মাটি ফলাই স্বর্ণ শস্য
আমিই রিক্ততা,ফেটে চৌচির
কখনো বন্যা কখনো রোদের হাস্য।

আমি আমাকেই বার বার খুঁজে পাই এই ধরণীর প্রতিটি আঁকে বাঁকে,
তারা যেন আমার মতই বাইরে কোমল সুন্দর
আর বুকের ভেতর ব্যথা জমিয়ে রাখে।
এই জগতে এত এত সুখ,এত এত রূপ
এত এত পরিপূর্ণতা
আবার এই পৃথিবীর শিরায় শিরায়
ভীষণ পীড়ন, অসহ্য দহন, তৃষ্ণার হাহাকার
অসীম শুন্যতা।

#আমার_জীবন_কাব্য

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিত।

২| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩৮

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: এটাই জীবন

৩| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৮

গেঁয়ো ভূত বলেছেন: শ্বাশত সুন্দর!

৪| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.