![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন মাঝিরে তোর বৈঠা বেয়ে
যাস কোন উজানে,
মোরে কি নিবি তোর সনে?
যদি ভাটির সময় আসিস ফিরে
নিয়ে যাস সঙ্গে করে,
নইলে আর খুঁজে পাবিনা মোরে, ও মাঝিরে।
বাঁকা হাসির মত পাল ধরিস ভালো করে হাল
মৎসকন্যা হয়ে ডুব দিলে তুলতে মোরে ফেলিস জাল,
নইলে ভেসে যাব নাগাল পাবিনারে, ও মাঝিরে।
স্বপ্নপুরীর কল্পলোকে পথ চিনিয়ে নেব তোকে
যদি যাই হারিয়ে অচিনপুরে কাঁদিস না আমার শোকে,
নতুন করে সাজাস জীবন টা রে, ও মাঝিরে।
২| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
রোজা রমযানের দিনে এসব কি? গজল মজল নেই?
৩| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: মন মাঝি ঠিক আছে। রে শব্দটা বাদ দিলে সুন্দর হতো।
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৫
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ। পরামর্শ সাদরে গৃহীত হলো।
৪| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১১
দোয়েল২ বলেছেন: খুব সুন্দর। সপ্নপুরীর কল্পলোক মানে ঠিক বুজিনি অবশ্য।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২০
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: সাধারণত ধারণা করা হয় স্বপ্নপুরী অনেক সুন্দর সুখময় একটি স্থান। ভালোবেসে দুইজন মানুষ একসাথে থাকলে সেখানে বোধহয় কল্পলোকের মতই অসাধারণ সুখশান্তি বিরাজ করে, এই ভেবেই লেখা।
৫| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।
৬| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর গান।