নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসবো

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

আমি বার বার তোমার কাছে ফিরে আসবো।
যদি ঢেউয়ের গর্জন শুনতে শুনতে সমুদ্রের বিশালতায় হারিয়ে যাই,তবু ফিরে আসবো;
তোমার হৃদয় সমুদ্রের গর্জন আমি কিভাবে উপেক্ষা করতে পারি বলো?
যদি আকাশের নীলিমায় মন হারিয়ে ফেলি,
বিহঙ্গ হয়ে বাধন ছাড়া হয়ে উড়তে উড়তেও থেমে যাবো;
বিশ্বাস করো,আমি ফিরে আসবো।
পাখিরো যে নীড়ে ফিরতে হয়।
রাজপ্রাসাদ হীরে মানিকের মোহে যদি এক পাও আগাই,
আমি দ্বিতীয় পায়ে পেছনে ফিরে তাকাবো।
তোমার বক্ষ কুটির ছাড়া আর কোথায় শান্তি পাবো?
আমি যেখানেই যাই আমি যতটুকুই হারাই,
আমি সকল মায়া কাটিয়ে তবু ফিরে আসবো।
আমি আরো বেশি করে শুধু তোমাকেই চাইবো।
আমার সমস্ত অভিমানে
আমার সমস্ত অনুরাগে
আমার উত্থান পতনে
শুধু তোমাকেই চাইবো।
আমি কিকরে বলো কিকরে এই অভিসার ছেড়ে পালাবো?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৪

সোবুজ বলেছেন: কেনইবা যাবেন কেনইবা ফিরে আসবেন কিছুই বুঝি নাই।

২| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩১

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর লিখেছেন।ফিরে আসতেই হবে। আসবেন

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: আপনার কবিতা সকালে পড়েই গান ঘুরতে লাগলো মাথার মধ্যে 'আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আবার ভাল বাসব', শ্যামল মিত্র । পি সি তে ইউ টিউব চালিয়ে শ্যামলের গান শুনছিলাম , এখনো শুনছি------------------------------




চমৎকার কবিতা আপনার ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: কবিতায় আকুতি করা হয়েছে। বিশেষ একজনের জন্য। ইহা ভুল।

৬| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৭| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৬

মাসুদ রানা শাহীন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.