![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রতিটি বিকেল জানে
কে ছিলি তুই,কি ছিলি আমার
এখনো আছিস একই রকম।
আমিতো ছিলাম ব্যথার গানে
তুই এসে সুর বদলে দিলি
এখন আবার নতুন জখম।
মায়ার ঘরে বন্দী হয়ে
তাসের দেওয়াল ভাঙবে বলে
দরজা ভেঙেই চলে গেলি।
এতই যখন ভয় ছিলো তোর
তাহলে বুঝি মায়াও ছিলো
তাইতো তুই ছুটে পালালি।
যাচ্ছিস যা ভালো থাকিস
ইট কাঠের ঘর হোক তোর
সেই ঘরেই জ্বলুক আলো।
আমিতো পুড়ছি কবে থেকেই
এসব আর নতুন কথা কি
আমারো যে সময় ফুরালো।
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৭
জিনাত নাজিয়া বলেছেন: বিরহের কবিতা, খুব ভালো লেগেছে। কবির জন্য শুভকামনা।
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ আপু
৩| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫
সাগর কলা বলেছেন: - মনে হচ্ছে আপু জীবনের কবিতা লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: জীবন থেকেই নেওয়া
৪| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: আসুন আমরা সবাই মিলে ভালো থাকি।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।