| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানো কি?
এই পাথরেরও প্রাণ ছিলো,হাসি ছিলো গান ছিলো
ছিলো কত মধুর কলরব।
রঙিন জীবন ছিলো,যাদু ছিলো মায়া ছিলো
ছিলো কত না দেখা অনুভব।
এই পাথরেও ফুল ফুটত,ঝর্ণার জলে স্নান জুটত
চারপাশে ছিলো সবুজ সঙ্গী।
আকাশ ঝেপে বর্ষা হত,সূর্যের আলোয় গা শুকাত
উড়ে আসত ব্যাঙ্গমা ব্যাঙ্গমী।
ভাগ্যাকাশের সুখতারা,হঠাৎ হলো দিশেহারা
পাথর সইল শুধুই আঘাত।
অনন্তকাল কেটে যায়,ক্ষতের পরে ক্ষত হয়ে যায়
পাথর গুণে যায় প্রমাদ।
যেমন করে বর্ষা এলে,প্রাণ ফোটে মরা ডালে
নতুন করে জাগে পত্র-পল্লব।
সেই বর্ষা আসবে কবে,প্রাণহীনে প্রাণ জাগাবে
ফিরে আসবে হারানো বৈভব। 
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ
২|
২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কতদিন হলো কবিতা লেখেন?
২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৩
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ৯/১০ বছর বয়েস থেকে হবে। শুধুই শখের থেকে লেখা হয় যখন যা মাথায় আসে।
৩|
২৪ শে মে, ২০২২ বিকাল ৩:০২
মিষ্টি লবণ বলেছেন: কবিতায় নিখাত প্রাঞ্জলতা আছে। ভাবনাও নির্মল সুন্দর। একটু ব্যতিক্রম তাই পরতে ক্লান্তি আসেনি। চালিয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর।