![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ধরিত্রী মাতা,
তোমার বুকে তুমি দিয়েছিলে আশ্রয়
ঝড় ঝঞ্ঝা সকল প্রতিকূলতায়।
বিনিময়ে তোমাকে করেছি ক্ষতবিক্ষত
একবার দুবার নয়, প্রতিদিন প্রতিনিয়ত।
তোমাকে দিয়েছি বিষাক্ত কালো ধোঁয়া
উপড়ে নিয়েছি সবুজ বনানী, শ্যামল ছায়া।
কেটেছি পাহাড় ভরেছি নদী গড়েছি বর্জ্যের আধার
তাইত আজ উত্তপ্ত বাতাস বিক্ষুব্ধ পারাবার।
উত্তাপে আজ প্রবাহিত হিম, গলছে হিমালয়
সিন্ধুতটে বাড়ছে বারি নেই কোন সংশয়।
ধরণী মাতার উপহারের হচ্ছে অপব্যাবহার
প্রকৃতি তো যায়নি ভুলে মানবের অত্যাচার।
বসুন্ধরা দেবীর বুক ব্যথায় বিদীর্ণ
ঘূর্ণিপাক জলোচ্ছ্বাসে সব ছিন্নভিন্ন।
রোগে শোকে মহামারী তে পৃথিবী জরাগ্রস্ত
কে নেবে এই দায়ভার,
বসুমতী মাতাকে কে করবে সুস্থ?
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ আপু
২| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ব্লগিং জীবন একেবারেই আশাপ্রদ নয়। আপনার লেখনীর গুনে পূর্ববর্তী বেশ কয়েকটি কবিতা পড়ে এলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি সেই সমস্ত পোষ্টের ব্লগারদের কমেন্টের প্রতিমন্তব্য দেওয়ার ন্যূনতম সৌজন্য দেখাননি। কবিতা ভালো হচ্ছে কিন্তু প্রতিমন্তব্য দেওয়াটা সমীচিন।
২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ। প্রতিমন্তব্য দেওয়ার চেষ্টা করবো।
৩| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৭
বিজন রয় বলেছেন: এই কবিতাটি আরো আধুনিক করে লেখা যেত।
৪| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: তন্দ্রাবতী এনাক্ষী,
মানুষের বুদ্ধি বিবেচনা এখন তন্দ্রাচ্ছন্ন। তাই ধরিত্রীও যত্নের অভাবে ধুঁকছে। তাকে সুস্থ্য করা এখন বড্ড কষ্টকর হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩১
শায়মা বলেছেন: এমন করে ভাবে কয়জনা?
অনেক সুন্দর করবিতা আপুনি।