নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

মা

০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

এই পৃথিবী এই মাটি পরে
এত আলো সবই তোমার তরে
দিলাম সপে মাগো।
তুমি ছাড়া এত রস রূপ
পৃথিবীর আলোছায়া ধূপ
কখনো পেতাম নাকো।
একটু যদি চোখের আড়ালল হও
একটু যদি দূরে কোথাও রও
তোমায় ছাড়া ভালো লাগে নাতো।
যত আবদার যত অভিমান
সবই পূর্ণ করো স্নেহের ছায়ায়
যত সুখ আর যত পিছুটান
তোমার জন্য অদৃশ্য মায়ায়।
ধন বলো রত্ন বলো
মায়ের চেয়ে দামি
কিছুই নেই এই জগতে
জানেন অন্তর্যামী।
মাগো এমন করে সারাজীবন
মমতার বাধনে বেধে রেখো
আদর শাসন আর আনন্দে
আমাদের জীবন জড়িয়ে রেখো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় ধুম ধুম করে পরাপর দুটি পোস্ট সাধারণত কেউ করেন না।
প্রথম পাতায় একটি পোস্ট থাকাই বাঞ্চনিয় মনে করেন সকলে।
আপনার জন্য শুভকামনা।
কবিতা ভালো হয়েছে।

২| ০৮ ই মে, ২০২২ রাত ৮:০৭

শায়মা বলেছেন: তন্দ্রাবতী আপুনি

অনেক সুন্দর মা নিয়ে কাব্য।

৩| ০৮ ই মে, ২০২২ রাত ৯:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মা দিবসের শুভেচ্ছা।

৪| ১০ ই মে, ২০২২ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.