![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই তোমার আর আমার আবার দেখা হোক
যেমন করে আকাশ ঝেপে বার বার বৃষ্টি ঝরে
তেমন করে মাঝে মাঝে ভিজিয়ে দিয়ে যেও।
যেমন করে বছর শেষে আবার নতুন বছর আসে
তেমন করেই নাহয় আমার ভুবনে ফিরে এসো।
আমি চাই তোমার আর আমার আবার দেখা হোক।
যেমন করে শুন্য গাছে জল পেলে ফুল ফোটে
তেমন করেই পাঁপড়ি মেলে আবার ফুটলে ক্ষতি কি?
যেমন করে রাতের শেষে সূর্য ওঠে রোজ সকালে
তেমন করে বার বার দেখা হতে পারেনা কি?
আমি চাই তোমার আর আমার আবার দেখা হোক।
সেই যে বিকেল,সেই ঠিকানায় পরিচিত সেই রাস্তার মোড়ে
গোধুলি বেলায় তোমার দেখা মিলতে কি পারেনা আর?
কুয়াশা ঘেরা শীতের ভোরে হারিয়ে ফেলা সেই হাতটি
ঝাপসা স্মৃতির পাতা থেকে খুঁজে পেতে পারিনা একবার?
আমি চাই তোমার আর আমার দেখা হোক আবার, বার বার।
২| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০
রেজাউল৯৬ বলেছেন: অসাধারণ।
৩| ১০ ই মে, ২০২২ রাত ৮:০১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবির বাসনা পূর্ণ হোক।
৪| ১০ ই মে, ২০২২ রাত ১১:৩১
জ্যাকেল বলেছেন: ওকে, দেখা হলেই মঙ্গল। আশা করি দেখা হইবে।
৫| ১১ ই মে, ২০২২ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৬| ১১ ই মে, ২০২২ সকাল ১১:৫২
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ নিজেদের মন্তব্য প্রকাশ করার জন্য
৭| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: ....................
কতবার দেখা হলে বলবে তারে সাক্ষাৎ?
কতবার দেখা হলে মিঠবে তোমার সাধ?
কতবার দেখা হলে ভরবে তোমার প্রাণ?
আপনি ঠিকমতো ঠিক যায়গায় প্রতিউত্তর করেন না কেন?
উত্তর করার জন্য তো অপশন রয়েছে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩
অধীতি বলেছেন: এই বৃষ্টিতে দেখা হোক।