![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে রাখে খোঁজ কাহারো আঁখিতে
কত জলধর রহিছে লুকায়ে,
কে জানে কত বরিষ যামিনী
সহিছে তৃণসম সে কামিনী
আঁধার বক্ষ চিরিয়া দামিনী
জ্বলিয়া পুড়িয়া যায়।
হায়! কেন সকল উদ্যোগ মিলিছে ব্যর্থতায়?
আমি বিষাদবিলাসিনী
আমি দুঃখ রচিয়া পাই সুখ
আনন্দেরে কে কবে রাখিয়াছে মনে
ব্যথাই আমার চিরস্থায়ী অসুখ।
আমার এ ব্যথায় দিতেছি মলম
এই ভাঙা হাত ধরিছে কলম
লেখনী যাহার তাহারি প্রাণ সে
এভাবেই কাটিয়া যাক এ জনম।
রিক্ত হস্ত ভরিবে কবে পরিপূর্ণতায়
হায়! কেন সকল উদ্যোগ মিলিছে ব্যর্থতায়?
১৬ ই মে, ২০২২ রাত ১১:০৪
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: যে যেভাবে সুখ পায় সেটাই করুক, শুধু তাতে অন্য কারো ক্ষতি না হলেই হলো
২| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
জগতারন বলেছেন:
খুব সুন্দর কবিতা।
কবির প্রতি ভালোবাসা র'ল।
১৬ ই মে, ২০২২ রাত ১১:০৪
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: পুরানো রীতি কবিতা লিখলেন।
এই সময়ে এমন করে লেখা অনেক কঠিন।
আপনি ভাল লিখেছেন।
১৬ ই মে, ২০২২ রাত ১১:০৫
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
৪| ১৫ ই মে, ২০২২ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৬ ই মে, ২০২২ রাত ১১:০৫
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ গ্রহণ করুন
৫| ১৬ ই মে, ২০২২ দুপুর ১২:৫৮
সেজুতি_শিপু বলেছেন: বাঃ, সুন্দর কবিতা।
১৬ ই মে, ২০২২ রাত ১১:০৬
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য
৬| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫৮
মিষ্টি লবণ বলেছেন: একালে সেকাল। সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২২ বিকাল ৫:৫২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি নিশাচর
রাত্রি জেগে পাই সুখ।
সুন্দর কবিতা।