![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও একদিন গৃহত্যাগী হবো।
মায়ের মমতা বাবার স্নেহ, ভাই বোনের সান্নিধ্য,
সন্তান -স্বামী সংসার ছেড়ে বিবাগী হবো।
আমাকে ছুঁতে পারবেনা চিকেন বিরিয়ানীর স্বাদ,
মখমলের সেই লাল শাড়িটি,
প্রিয়র দেওয়া হীরের নাকফুল,
দক্ষিণের ঝুল বারান্দার মিষ্টি রৌদ্র বাতাস,
কিংবা নিশিথ চন্দ্র রাতের হাজারো সুখময় স্মৃতি।
আমাকে আর কাঁদাতে পারবেনা অসুস্থ শরীর,
বড় চাকুরি না পাওয়ার আক্ষেপ,
দুর্নীতির জালে হারানো যোগ্যতা
মধ্যবিত্তের সকল না পাওয়া হতাশা
কিংবা সমাজের মানুষের ভ্রুক্ষেপ।
পৃথিবীর যাবতীয় সুখ দুঃখের অনূভুতি ফেলে
আমি মনে প্রাণে সন্ন্যাসী হবো,
সেদিন আমি দেহত্যাগী হবো
নশ্বর এই জীবন থেকে মুক্তি পাবো।
২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
Younncis বলেছেন: Poem is great. I offer my deepest sympathies and prayers that the poet's spirit may rest in peace. https://doodle-jump.co
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২২ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।