নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

বিনা শর্তে ভালোবেসে গেলাম

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪১

সবকিছু শূন্য লাগে
আমি ভোতা সুঁইয়ের মত আছি পড়ে,
আমাকে আর ফোঁড়ানো যায়না দুঃখের স্তরে স্তরে।
সুতোর ভাজে কতনা বাঁধন গিয়েছি জুড়ে,
সব বুঝি থেকে থেকে গেল ছিড়ে।
যাকিছু আমার নয় তাই বোধহয় গেলো সরে,
স্মৃতির পাতায় কত কাছে আছি, যদিও দূরে।

সবকিছু শূন্য লাগে
বন্ধুর পথে চলতে চলতে আমি এক ক্লান্তপ্রাণ,
বন্ধুর মুখে শত্রুর ছায়া, অবাক প্রতিদান।
যাকিছু ছিলো সুখের কারণ একদিন জীবনে,
অসময়ের ফোঁড়ে নিমজ্জিত দুঃখের কারনে।
এই বিচ্ছেদ মানেই তো চিরবিচ্ছেদ নয়,
মানুষগুলোর মনের মাঝে মানুষ বেঁচে রয়।

সবকিছু শূন্য লাগে
কিছু হৃদ্যতা বাড়াতে গিয়ে চির তিক্ততা ফিরে পেলাম,
কিছু সখ্যতা যত্ন করে বুকে আঁকড়ে রেখে গেলাম।
বেলা ফুরানোর আগেই বুঝি আমিও ফুরালাম
জানিনা কি পেলাম আর কি হারালাম!
বুক ভরে শ্বাস নেওয়ার আশা করেছিলাম
আমি যে শুধুই বিনা শর্তে ভালোবেসে গেলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৬

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:১৭

জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ!
প্রিয় কবি সাহেবা ভালো থাকুন কামনা করি।

২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৫৩

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
কোনো ভান নেই। ভনিতা নেই।
ভাষা সহজ সরল।

২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৫৪

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ, আমিও সহজ সরল মানুষ

৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও সবকিছু শূন্য শূন্য লাগে। শুধু একটা প্রশ্নই মনে মানুষ এত ছোটোলোক কেন?

২৫ শে মে, ২০২২ সকাল ১০:০৮

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: সেটাই, মানুষ মানুষের জন্য ক্ষতিকর না হোক। ধন্যবাদ

৫| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যিকার ভালোবাসা বিনা শর্তেই হয়।
তবে ভালো বাসা পেতে হলে অনেক শর্ত
মানতে হবে।

২৫ শে মে, ২০২২ সকাল ১০:০৮

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: হ্যা তাতো অবশ্যই। ধন্যবাদ

৬| ২৪ শে মে, ২০২২ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে মে, ২০২২ সকাল ১০:০৮

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, আমিও সহজ সরল মানুষ

বাহ দারুন। সহজ সরলই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.