নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

বাবা মা খারাপ পরিস্থিতি তেও সন্তানের পাশে থাকে

২৮ শে মে, ২০২২ দুপুর ১:০০

পোকায় ধরা বৃক্ষ আমি, ঘূণে খাওয়া রিক্তপ্রায় শাখা নিয়ে তবুও দাঁড়িয়ে আছি ফলবতী হওয়ার আশায়। মাঝে মাঝে ইচ্ছে হয় শেকড় গুলোকে গুটিয়ে নিই, মরে শুকিয়ে কাঠ হয়ে যাই। পথিকের নিত্য তাচ্ছিল্য এই গাছ না দিতে পারে ছায়া, না ফুলফলাদি। আমিযে মহীরুহ। ঠায় দাঁড়িয়ে সয়ে যাই সব।
কিন্তু কারা যেন বন্ধ্যা এই গাছের গোড়ায় এখনো পরম মমতায় জল ঢালে। তাই আর মরা হয়না আমার। মাটিতে আরো শেকড় গেড়ে বসি, গভীরে যাই খাদ্যের সন্ধানে। আশার পুষ্প যে বার বার ঝরে যায়, এই গাছে ফল ধরবে কবে?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৩৪

চার্বাক বিপ্লব বলেছেন: যারা এখনো পরম মমতায় পানি ঢেলে যাচ্ছে গাছের গোড়ায় তাদের কথা ভেবেই আরেকটু চেষ্টা চালিয়ে যান না? শীতের শেষে বসন্ত আসবেই। আপনার জন্য শুভ কামনা।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৫২

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: হ্যাঁ সেই আশাতেই চেষ্টা ছাড়ছিনা

২| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: এজন্যই দুনিয়াতে সবচেয়ে আপন বাবা মা।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৫২

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: অবশ্যই।

৩| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৫৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বাবা-মা ছাড়া দুনিয়ায় আপন আর কেউ নেই।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৫২

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: একদম

৪| ২৮ শে মে, ২০২২ রাত ৮:১০

প্রতিদিন বাংলা বলেছেন: কঠিন ,
বাস্তব

২৮ শে মে, ২০২২ রাত ১০:৫৩

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: সবাই সবার বাবা মা কে নিয়ে ভালো থাকুক

৫| ২৯ শে মে, ২০২২ রাত ১২:২২

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: পথিকের কথা ভাবছেনই বা কেন? যাদের প্রয়োজন না মিটলে দূর ছাই দূর ছাই করে, তাদের কথা গোনায় না ধরাই ভালো। যারা পরম ভালোবাসায় মহীরুহের গায়ে জল দিচ্ছে তারা তো আশা ছাড়েনি। এই বৃক্ষে অজস্র ফুল আসুক, এই বৃক্ষের কোন এক ডালে কোকিল বসে গান ধরুক। আপনার জন্য একরাশ ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.