![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা হয়ে এলো। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে হলে ফিরতে ফিরতে হঠাৎ রাস্তায় হোচট খেলাম, নাহ তোমাকে পেলাম না আমাকে ধরে ফেলার জন্য। দিনের শেষে ঘর গোছাতে গোছাতে মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে উঠলাম, কই তুমিতো আসলেনা ব্যথা মুছে দিতে;
হলের পাশে কার যেন গান শুনে জানালা দিয়ে তাকালাম, নাহ কোথাও তোমাকে দেখতে পেলাম না।
অগোছালো একটা খাটে আমি মাথার যন্ত্রণা নিয়ে ডুব দিলাম। কি আশ্চর্য! এখানেও তুমি নেই।
আমার হাত, যেখানে সর্বশেষ তোমার স্পর্শ,মনে হলো ছুঁয়ে আছো আমায়, চোখ মেলে দেখি সব ফাকা, শুন্যতার হাহাকার। কই এখানেও তো তুমি নেই।
সবখানে সবসময় তোমাকে খুঁজতে খুঁজতে অবশেষে টের পেলাম, তোমার অস্তিত্ব নাতো আমার শরীরে নাতো আমার জীবনে।
তুমি শুধু রয়ে গেছো আমার স্মৃতিতে; দৌড়ে বেড়াচ্ছ আমার নিউরনে নিউরনে।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:২২
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: খুব সুন্দর করে লিখলেন কবিতাটি
২| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:২৩
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: একদম সহজ ভাষা,
৩| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এটা কি কবিতা নাকি গল্প?
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:২২
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: অনুগল্প বলা যায়। শুধু কয়েকটি লাইনের মাধ্যমে মনের ভাব প্রকাশ মাত্র
৪| ০৫ ই জুন, ২০২২ ভোর ৪:৫৯
বেবিফেস বলেছেন: ভালো লাগা রেখে গেলাম
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:২৪
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই জুন, ২০২২ সকাল ৯:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেমে পড়লে মানুষ যেমন সাহিত্যিক হয়ে যায় ঠিক তেমনি একটা লেখা।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:২৩
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: হ্যাঁ মানুষের জীবন আর প্রেম তো একিসাথেই জড়িয়ে আছে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২২ রাত ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু নেই এর মাঝেও আছে
কিছুর আভাস;
শূণ্য গগন মাঝে
যেমন বাতাস!
একে দেখা যায় না
ছোঁয়া যায়না,
শুধু অনুভব করা যায়