নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

আমার জীবন

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০২

অনেক খুঁজেছি, একটুখানি স্বস্তি
পাহাড় বনাঞ্চল সমুদ্র পেরিয়ে মরুভূমি
কোথাও পাইনি, একটুখানি আশা
যা নিয়ে বেঁচে থাকা যায়।
বিধস্ত হৃদয়, সহস্র শব্দ
আটকে গেলাম, যদি পাই, একটুখানি শান্তি।
এখন বিষাদ লুকিয়ে রাখতে হয়।
একটা মুখোস, একক অভিনয় - জীবনব্যাপী।
একটা জন্ম, লক্ষ পরিহাস - আমৃত্যু।
দাবানল, ছারখার, জ্বলজ্বল হুতাশন
দু:স্বপ্ন, তাড়িয়ে নিয়ে বেড়ায়।
ঘূর্ণায়মান দুর্ভাগ্য, বিভীষিকা ভীষণ,
সৌহার্দ্য সুখ স্বাচ্ছন্দ্য হারায়।
কখনো বুঝিনি, প্রবহমান সময়- এতটা কঠিন
কখনো ভাবিনি, জীবন এমন- অবর্ণনাতীত।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে। আগামীকাল আবার আসবো।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৩

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: একটা কঠিন সময়ের বর্ণনা এসেছে কবিতায়, বেশ কাব্যিক ভাষায়। বর্ণনাটা ভয়ঙ্কর, ভাষাটা মনোমুগ্ধকর।
ভাললাগা কিছু পংক্তিঃ
কবিতার ৫, ৮, ১৪-১৫ নং পংক্তি। দুঃখিত, কপি-পেস্ট করা যায়না বলে এভাবে লিখতে হলো।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ঠিকই ধরেছেন। বড্ড অসময় এখন। সবার জীবনের কঠিন সময় পার হয়ে যাক সেই কামনা করছি। ধন্যবাদ।

৩| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৮

বনজোসনা বলেছেন: বিধ্বস্ত হৃদয়ে দুর্ধর্ষ কবিতা লিখলেন।+

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৬

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ নিবেন

৪| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১১

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ গ্রহণ করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.