![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিযোগ রেখে গেলাম,
বৃষ্টিস্নাত রাত্রির শেষে আমার একটা রৌদ্রজ্বল দিন পাওয়ার কথা ছিলো,
তার বদলে পেলাম প্রগাঢ় কুয়াশাচ্ছন্ন সকাল।
আমি অনেক চেষ্টা করলাম,
কিন্তু এক হাতের মাঝেও কাওকে দেখতে পেলাম না ;
এক হাত দূরেও হয়ত কেউ ছিলোনা।
অভিমান রেখে গেলাম,
চব্বিশ ঘন্টার ১৪৪০ মিনিট, ৮৬৪০০ সেকেন্ড,
কিছু মুহূর্ত অন্তত সুন্দর হতে পারত,
কিন্তু আমার হলো অবহেলা, অনাদর,
দায়ভার, দোষ, বিরক্তি আর তাচ্ছিল্য!
আফসোস রেখে গেলাম,
বাগানের সকালের প্রস্ফুটিত লাল গোলাপ টা আমি হতে পারতাম,
কিন্তু ঝরে পড়লাম জীর্ণ শীর্ণ মলিন অসাড় শুষ্ক হয়ে;
একটু জলের যে খুব অভাব ছিলো।
আমি অভিযোগ রেখে গেলাম,
আমার তো একটু মলম প্রয়োজন ছিলো,
অথচ পেলাম বিবাদ, সংঘাত, রক্তক্ষরণ
অথবা পিন পতন নীরবতা, দূরত্ব।
বরফের মত জমে যাচ্ছি ব্যথায়,
ঠিক যেভাবে গলে যেতাম যন্ত্রণায়,
এভাবেই কি কাটবে জীবন একটা সত্যিকারের বসন্তের প্রতীক্ষায়?
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৩
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন...
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: হমম.... অভিযোগ করতে নেই, সব মুখ বুঝে সহ্য করে যান। এই দুনিয়াডা বড্ড নিষ্ঠুর।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ অভিযোগের ঢালী বাড়তেই থাকে, সুদীর্ঘ অন্ধকার ফেলে বসন্তের অনন্ত অপেক্ষায়।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: তন্দ্রাবতী এনাক্ষী,
একটু জলের অভাবে মলিন হয়ে যাওয়া গোলাপ সম্পর্কে লেখা স্তবকটিতে সুন্দর অভিব্যক্তি তুলে ধরেছেন।
আসলে মানুষ অনেক অভিযোগ নিয়েই এক একটি বসন্ত পার করে দেয় - অভিযোগের শেষ হয়না !
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ঠিক বলেছেন
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: এতদিন কোথায় ছিলেন?
ভাল আছেন নিশ্চয়ই।
অভিযোগ
অভিমান
আফসোস
এসব নিয়েই তো জীবন
আপনার কবিতায় এগুলো ভিন্নরূপে দেখতে পেলাম।
থাকুন নিয়মিত
শুভকামনা।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ রইলো।
৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
খায়রুল আহসান বলেছেন: অভিযোগ সুদৃষ্টি না পেলে তা অভিমানে পর্যবসিত হয়। অভিযোগকে তো রেখে যাওয়া যায়, অভিমানকে যায় না। অভিমানকে বহন করতে করতে এক সময় মানুষ তা হারিয়ে ফেলে।
৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন
৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ ভালো কবিতা।
১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ রেখে গেলাম
১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০
মাজহার পিন্টু বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১১
জাহিদ অনিক বলেছেন: বরফ তবু হয়ে যান, জমে যান।
যেন পাথর হয়ে না যায় মানুষ।
অভিযোগ সব জমা থেকেই যায়। ভাল লিখেছেন