![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাইনি কিছুই- মনের মতন
দিইনি কিছুই? ব্যর্থ স্বপন।
একটা দিন, একটা রাত,প্রববহমান মূহুর্ত, মিথ্যে আশা
বৃথা জাগরণ, অযাচিত অনুরোধ, নিরুপায় ভালোবাসা।
স্বপ্নভঙ্গ, বাকশক্তিহীন, শ্বাসরুদ্ধকর, হতবিহব্বল।
অন্ধকার, নীরবতা, নিস্তব্ধতা, নেই কোলাহল।
পাইনি কিছুই - যা চেয়েছি
তবুও আমি রয়ে গেছি
একটু একটু করে গড়ে তুলি ঘর
একটু ঝড়েই নড়ে, আপন হয় পর।
এক সমুদ্র ভালোবেসে কেন অতৃপ্তি নিয়ে ফিরতে হবে?
এক জনম অপেক্ষার পরেও কেন তৃষ্ণার্ত রয়ে যেতে হবে?
যার সাথে আকাশ গঙ্গা পাড়ি দেওয়ার কথা ছিলো
সে কেন আমায় আকাশসম দু:খ দেবে?
পাইনি কিছুই- যখন প্রয়োজন
সময় গেলে, হয়না সাধন।
একটা জীবন নষ্ট হলে কি আসে যায়!
একদিন নিভবে পিদিম, জ্বলবো চিতায়।
একটা ঘর একটা সংসার- মনের মত
পরজন্মে? গতজন্মে? এই জন্মে কেন নয়?
আর কত সময়ের অপচয়?
১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫৯
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১২
আহমেদ জী এস বলেছেন: তন্দ্রাবতী এনাক্ষী,
খুব আক্ষেপের কবিতা।
মনের মতোন সবই যদি পাওয়া যেতো তবে "দুঃখ" নামের শব্দটাই থাকতো না! জীবনের সব চাওয়া-পাওয়াই অস্থায়ী। যদি ঠিকঠাক থাকে তাকে উপভোগ করুন কারন তা চিরস্থায়ী নয়। আর যদি ঠিকঠাক না -ই থাকে, হাহাকার করার কিছু নেই কারন তাও বেশীদিন টিকবেনা।
৩| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:৪০
[email protected] বলেছেন: কবিতাই ছিল সেই মাধ্যম যার মাধ্যমে তিনি তাঁর সমস্ত দুঃখ ও অনুশোচনা প্রকাশ করতেন। https://geometrydashbreeze.net
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০১
MaynardStrong বলেছেন: এই লেখাটি আবেগ এবং ক্ষতির অনুভূতিতে পূর্ণ, বস্তুগত এবং মানসিক উভয়ভাবেই। তিনি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন যা সম্ভবত জীবনের নির্দিষ্ট মুহুর্তে প্রতিটি ব্যক্তিকে চিন্তিত করে। https://bigtowertinysquaregame.com
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
নিজের সমস্ত হাহাকার আর আক্ষেপ তুলে ধরেছেন কবিতায়।