![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্নের ঘুড়ি বানাই, আসেন না একত্রে সে ঘুড়ি উড়াই, তাহলে ধরেন নাটাইটা আমি আসছি একটু পরে, এসে একসাথে উড়াব সে ঘুড়ি আজীবনের তরে!
[ বঙ্গানুবাদ শুধুমাত্র শিক্ষামন্ত্রীর প্রতি উৎসর্গকৃত ]
( জীবনে একবারের জন্যে হলেও চলমান শিক্ষাব্যবস্থার
সকল ছাত্রের গানটা শোনা ফরজ!
ﻣﻴﻦ ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻡ ﻓﻲ ﺑﻼﺩﻧﺎ ﻗﺪﻳﻢ
ﻻ ﺩﺍﺣﻨﺎ ﺗﻤﺎﻡ
ﺍﻩ ﻭﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻈﻴﻢ
ﻣﻴﻦ ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻡ ﻓﻲ ﺑﻼﺩﻧﺎ ﻗﺪﻳﻢ
ﻻ ﺩﺍﺣﻨﺎ ﺗﻤﺎﻡ
ﺍﻩ ﻭﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻈﻴﻢ
কে বলেছে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা পুরাতন
ঢঙের। আমরা ঠিকই আছি! আল্লাহর কসম আমরা ঠিকই
আছি!
ﺳﻼﺡ ﺍﻟﺘﻠﻤﻴﺬ ﻣﻮﺟﺰ ﻭﻟﺬﻳﺬ
ﻧﻤﺎﺫﺝ ﺍﺟﺎﺑﺎﺕ ﻣﺎ ﻓﻴﻬﺎﺵ ﺗﺤﻔﻴﻆ
বইসমূহ সংক্ষেপিত এবং নির্দিষ্ট বিষয়ের উপর। মডেল
প্রশ্নের উত্তর মুখস্ত করার কোনো দরকার নেই! ( হা হা!
তাহলে অ্যাডভান্সড বইয়ের শেষে দেওয়া অতোগুলো
মডেল কি পানি দিয়ে গুলিয়ে খাবে! )
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﺍﺑﻠﻪ ﻋﻄﻴﺎﺕ ﺑﺘﺎﻋﺖ ﺍﻟﺪﺭﺍﺳﺎﺕ
ﻫﺘﻐﻴﺐ ﺍﺳﺒﻮﻉ ﻫﻴﺼﻮﺍ ﻳﺎ ﻭﻻﺩ
মিসেস আতিয়্যাত, সমাজ বিজ্ঞানের শিক্ষিকা, এক
সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছেন যে কারণে বাচ্চারা
সকলে আনন্দ করছে! ( কি বদমাইশ পোলাপান! )
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﻳﻮﻧﻴﻔﻮﺭﻡ ﺟﻨﺎﻥ ﺷﻐﻞ ﺳﺘﺎﻳﺮ
ﻭﺍﻟﻴﺎﻗﺔ ﺳﻨﺎﻥ ﺩﺍﻳﺮ ﺩﺍﻳﺮ
আশ্চর্যজনক পর্দার মত ইউনিফর্ম যার কলারের চতুর্দিক
শাতিন কাপড় দ্বারা আবৃত।
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﺍﺳﺘﺎﺫ ﻋﺼﻔﻮﺭ ﺩﻩ ﺍﻻﻣﺒﺮﺍﻃﻮﺭ
ﻟﻮ ﻋﻠﻤﻲ ﻋﻠﻮﻡ ﻋﺪﻳﺖ ﻓﻮﺭ ﺷﻮﺭ
শিক্ষক আসফুর, একজন রাজা ( জল্লাদ টাইপের শিক্ষক) ,
যদি বিজ্ঞান তোমার প্রধান বিষয় হয়ে থাকে তাহলে
নিশ্চিতভাবে তাকে তোমাকে পার করে যেতে হবে!
( মানবিক শাখার পোলাপাইনদের কি অবস্থা কে
জানে! )
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﻗﺎﻟﻮﺍ ﻓﻲ ﺍﺭﻭﺑﺎ ﺍﻟﻌﻼﻡ ﺟﺎﻣﺪ ﺍﻭﻱ ﻭﻓﻲ ﺍﻟﺴﻠﻴﻢ
ﻣﻌﻠﺶ ﺑﻘﻲ ﻓﻲ ﺍﻟﻜﻼﻡ ﺩﺍﺣﻨﺎ ﺍﻟﺠﺪﻳﺪ ﻭﺍﻟﻘﺪﻳﻢ
ﺩﻩ ﻋﻠﻴﻨﺎ ﻓﺼﻮﻝ ﺳﻴﺮﺍﻣﻴﻚ ﺑﺎﻟﻄﻮﻝ
ﻭﺍﻟﺤﻤﺎﻡ ﺍﻳﻪ ﺩﺍﻳﻤﺎ ﻣﻐﺴﻮﻝ
তারা বলে যে ইউরোপিয়ান শিক্ষাব্যবস্থা খুবই
গৌরবান্বিত এবং অসাধারণ। আস্তে ভাই! মাফ করবেন!
একসময় ওসব সবকিছুই আমাদের ছিল! আমাদের
শ্রেণীকক্ষগুলো ডোরা কাটা সিরামিক মেঝের তৈরি
এবং হাম্মামসমূহ ( বাথরুমগুলো ) সর্বদা পরিস্কার থাকে।
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﻭﺍﻟﻜﻞ ﺍﺧﻮﺍﺕ ﻓﻲ ﺍﻻﻣﺘﺤﺎﻧﺎﺕ
ﻭﺳﺆﺍﻝ ﺑﺴﺆﺍﻝ ﺧﺪﻣﻨﻲ ﻭﻫﺎﺕ
আর পরীক্ষার সময় আমরা সকলে ভাই-বোনের মত,
প্রতিটি প্রশ্নের উত্তর আমরা ভাগাভাগি করে লিখি।
( পরীক্ষার হলে তাহলে তো সিসিটিভি ক্যামারে
লাগানো দরকার! )
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﻭﺍﻟﻨﺎﻇﺮ ﻳﺎﻩ ﻳﻠﺴﻢ ﻳﺎﻭﻻﻩ !
ﺭﺍﺧﺮ ﻣﺤﺒﻮﺏ ﻟﻠﻪ ﻑ ﻟﻠﻪ
এবং আমাদের প্রধান শিক্ষক এককথায় অসাধারণ! তিনি
কোনো কারণ ছাড়ায় সকলের নিকট অতি ভালবাসার
পাত্র হিসেবে গণ্য হন।
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﺭﺯﻗﻚ ﻣﻮﺟﻮﺩ ﺭﻏﻢ ﺍﻟﺸﻬﺎﺩﺍﺕ
ﻭﺑﺎﺫﻥ ﺍﻟﻠﻪ ﻣﻨﺪﻭﺏ ﻣﺒﻴﻌﺎﺕ
তোমার চাকুরী নিশ্চিত, সার্টিফিকেট মুখ্য কিছু না।
আল্লাহর ইচ্ছায় তুমি একজন সেলসম্যান হতে পারো।
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
ﻭﺍﻟﻮﺿﻊ ﺟﻤﻴﻞ ﺍﻧﺎ ﻣﺘﻔﺎﺋﻞ
ﻋﻨﺪﻧﺎ ﻫﻘﺸﻮﻑ ﻣﺴﺘﻮﻱ ﻫﺎﻳﻞ
ﻟﻮ ﺷﻔﺖ ﺯﺑﻮﻥ ﺧﻄﻮﺗﻪ ﺟﺎﻳﺒﺎﻩ
ﻗﻠﺒﻪ ﺩﻟﻴﻠﻪ
ﺳﻴﺒﻪ ﻋﻠﻲ ﻋﻤﺎﻩ !
চাকুরীটা সুন্দর, আমি আশাবাদী। তুমি ইচ্ছা করলে
অহোরহ প্রমাণ দেখতে পারো। যদি তুমি কোনো
ক্রেতাকে দেখতে পাও যে সে তোমার দিকে আসছে
তাহলে বুঝবে তার হৃদয় তাকে তোমার দিকে পরিচালিত
করছে।
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
ﻳﺎ ﻫﻨﺎﻩ ﻳﺎ ﻫﻨﺎﻩ ﺍﻟﻠﻲ ﻳﺘﻌﻠﻢ ﻋﻨﺪﻧﺎ
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
হে কতইনা সৌভাগ্যবান! হে কতইনা সৌভাগ্যবান যে
এখান হতে শিক্ষিত হয়েছে!
=> বি: দ্র:- শিক্ষাব্যবস্থার এমন অভূতপূর্ব সুনাম ও প্রশংসা
শুনে নাহিদ আঙ্কেলের স্ট্রোক হলে কেহ দায়ী থাকবে
না! কারণ উপরের গানটি মিশরীয় শিক্ষাব্যবস্থা নিয়ে
লিখিত বাংলাদেশি নয়।
(গানের নাম 'ইয়া হানাহ!' মিশরের বিখ্যাত শিল্পী হামজা
নামিরার ইনসান অ্যালবাম হতে)
গানটি নিচে দেওয়া হলো:
©somewhere in net ltd.