নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবোধ আমি। তবে পলায়নরত। কারন সময় আমার পক্ষে না। জীবন আমার সঙ্গে না। আগে কোথাও থিতু হই। তখন পরিচয়টা জানাব। ধন্যবাদ এখানে ঢু মারার জন্য। মোর নির্জীব ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

নাঈম মুছা

স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্নের ঘুড়ি বানাই, আসেন না একত্রে সে ঘুড়ি উড়াই, তাহলে ধরেন নাটাইটা আমি আসছি একটু পরে, এসে একসাথে উড়াব সে ঘুড়ি আজীবনের তরে!

নাঈম মুছা › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী ভোকাবুলারী মুখস্ত করা ও মনে রাখার কৌশল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬



প্রায়শই নিকটস্থ বিভিন্ন মানুষ আমাকে প্রশ্ন করে বসেন যে, তাদের ইংরেজীর শব্দভান্ডার একেবারেই তলানিতে তাই এমত অবস্থায় তাদের করণীয় কি। তারা এই বলেও তাদের অক্ষমতা প্রকাশ করতে ভুলেন না যে, বই থেকে পড়ি, অনেক পড়ি কিন্তু ভাই ক'দিন যেতে না যেতেই তা আর মনে থাকে না। আজকে তাদের জন্যই আমার ঘটা করে লিখতে বসা। আমি এখানে শুধু ব্যক্তিগত কিছু উপায় সম্পর্কে বর্ণণা দিব। আর বিস্তারিত আঁতেল মার্কা পদ্ধতি জানার জন্য গুগল মামাই তো আছে। এক ক্লিকে সার্চ করে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।

১। বই পড়ুন - বই পড়তে বলার কথা শুনে অনেকে আমাকে তেড়ে মারতে আসার জন্য উদ্যত হতে পারেন। "আরে ভাই বই পড়েই যদি মনে রাখতে পারতাম তাহলে কি আর আপনার দারস্থ হতাম?" |-) নিশ্চয় মনে মনে আপনার এমন প্রশ্নের উদ্রেক হয়েছে। হওয়াটাই স্বাভাবিক। তাহলে বই পড়তে বলার কারণটা কি সেটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। বই পড়তে বলার কথা বলে কিন্তু আমি আপনাকে বাজারের কথিত ১ মিনিটে ২০ টি ভোকাবুলারী মুখস্ত করার বরকতপূর্ণ বই পড়তে বলিনি :) বাজারে বস্তাপঁচা বইয়ের অভাব নেই সেটা আপনিও জানেন এবং আমিও জানি। বই পড়তে হবে কিন্তু সেটা নির্ভরযোগ্য কিনা সেটা পড়ার পূর্বে অবশ্যই জেনে নিতে হবে। এবং আরো একটা কথা, বইটিতে প্রতিটি শব্দের বাক্যে প্রয়োগ পদ্ধতি উদাহরণ সহ দেয়া আছে কিনা এবং সমার্থক শব্দ ও বিপরীত শব্দ দেয়া আছে কিনা সেটা না জেনে কোনো বই পড়ার পরামর্শ আমি আপনাকে দেইনি। আপনি একটা শব্দ মুখস্ত করলেন আপনার ক্যালরি খরচ করে কিন্তু জানলেন না শব্দটি বাক্যে কিভাবে প্রয়োগ করতে হবে তাহলে পুরোটাই পণ্ডশ্রম হয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই :(( এবার আরো একটা মনের খঁচখচানি থাকতে পারে সেটা হলো, "আচ্ছা ভাই বই থেকে পড়লাম ভালো কথা কিন্তু বই থেকে এভাবে পড়ে পড়ে পাগল হয়ে যাই কিন্তু মনে তো থাকে না!" :D হুম ভাই ভালো কথা বলেছেন বৈকি! আচ্ছা তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর দেনতো। আপনি যদি বই থেকে নতুন কোনো শব্দ মুখস্তই না করেন তাহলে সেটা মনে রাখার প্রশ্নটা আসবে কো'থেকে? ;) বই থেকে পড়ার পর মনে রাখার জন্যে কি করণীয় এবার সেটা বলব। সুতরাং, সকল প্রকার মনের দ্বিধাদ্বন্দ দূর করে আমার সাথে বই থেকে নতুন নতুন শব্দ বাক্যে প্রয়োগ পদ্ধতি সহ শেখার বিষয়ে একমত হয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হন। B-)

২। বই কে নতুন বউ বানিয়ে ফেলুন - কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এমনটি করতে হবে। নতুন বিয়ে করার পর যেমন স্ত্রীর পাশ থেকে যেমন কেউ সরতেই চাই না :) ঠিক তেমনই আপনার বইটাকে সর্বদা নিজের কাছে রাখার চেষ্টা করুন। ধরুন আপনি আপনার মেধানুসারে বইটি থেকে ১০ টি শব্দ বাক্যে প্রয়োগ সহ মুখস্ত করলেন একদিনে। এবার মুখস্ত করার পর পরবর্তী ১ সপ্তাহ বা ১ মাস আপনি আর ঐ ১০ টা শব্দের দিকে ফিরেও তাকালেন না তাহলে ভাই এবার বলুন আপনি বই থেকে এত এত পড়ার পরও কিভাবে মনে রাখতে পারবেন শব্দগুলো? সমস্যাটা এখানেই। আমরা কিছু শব্দ ১ ঘণ্টা ধরে খুব করে মুখস্ত করলাম কিন্তু সেগুলো ১ সপ্তাহ বা ১ মাসের মধ্যে আর রিভিশন করলাম না তাহলে কিভাবে মনে রাখতে পারব আমরা? আপনি ১ দিনে কতটি শব্দ মুখস্ত করবেন সেটা আপনার মেধার উপর নির্ভর করবে। কিন্তু আজকে যে শব্দগুলো মুখস্থ করলেন সেই একই শব্দগুলো ২৪ ঘণ্টা পরে আবার মুখস্ত করার মত করে পড়বেন। এভাবে অন্তত ৩ দিন আপনি একই শব্দগুলো পড়ুন তাহলে দেখবেন শব্দগুলো একেবারে আপনার অন্তরে গেঁথে গেছে। আপনি চাইলেও তা আর ভুলতে পারবেন না। আপনি কম করে মুখস্ত করুন কিন্তু যেগুলো করবেন সেগুলো বারবার পড়ুন এবং মনে রাখুন। অধিক পরিমাণে পড়লাম কিন্তু কিছুই মনে থাকল না তাহলে ফলাফল শূন্য। =p~ মনে করুন, আপনি যে বইটা থেকে ভোকাবুলারী পড়ছেন সেই বইটাতে শব্দসমূহ অক্ষরের ক্রমানুসারে সাজানো। ধরা যাক, A অক্ষরে ৫০ টা শব্দ দেয়া আছে। আপনি প্রতিদিন ১০ টা করে শব্দ পড়লেন এবং সেই ১০ শব্দ পরবর্তী ৩ দিন ধরে বারবার রিভিশন দিতে থাকলেন। এভাবে করে পরের দিন আবার ১০ টা শব্দ পড়লেন এবং একই ভাবে ৩ দিন ধরে বারবার পড়তে থাকলেন। তাহলে ৫০ টা শব্দ শেষ করতে আপনার সময় লাগল ১৫ দিন। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি ১৫ দিনে যে মাত্র ৫০ টা শব্দ বাক্যে প্রয়োগ সহ শিখলেন এই ৫০ টা শব্দ আপনি মরার আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ B-) আপনি ইচ্ছা করলে হয়ত ৫ দিনে বা ১ দিনেও ৫০ টা শব্দ মুখস্ত করতে পারতেন। কিন্তু আপনি মনে রাখতে পারবেন কিনা শব্দগুলো ১ বছর পর সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। আর যদি পারেন তাহলে আপনার মত সুপার হিউম্যানের জন্য আমার এ পোষ্টটা না ভাই /:) আপনি আপনার রাস্তা দেখুন।

৩। নিত্যদিনের জীবনে মুখস্ত করা শব্দগুলো প্রয়োগ করুন - উপরে যে বললাম ১০ টা শব্দ ৩ ধরে পড়ুন কিন্তু মাঝের যে সময় এ সময়ে অর্থাৎ, মুখস্ত করার পর বাকি যে সময় ৩ দিন শেষ হওয়ার আগ পর্যন্ত সে সময়ে আপনার ব্যক্তিগত জীবনে শব্দগুলোর প্রয়োগ করা একান্ত আবশ্যক। ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। আপনি ১০ টা শব্দ দিয়ে অসংখ্য বাক্য তৈরি করে মনে মনে আওড়াতে পারেন। যেমনঃ আজকে আপনার শেখা ১০ টা শব্দের মাঝে একটা ছিল " Banal" এর অর্থ গতানুগতিক, মামুলি। এখন ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একজন নেতা মাইকে জোরে বক্তৃতার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তিনি বলছেন যে, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নেতা বানান তাহলে আপনাদেরকে আমি সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করব। আপনি এটা শুনে বললেন যে, আরে তিনি তো সব নেতার মতই গতানুগতিক কথা বলে যাচ্ছেন। ঠিক এই ধরনের মুহূর্তে আপনি ঐ বাংলা শব্দের স্থলে আপনার শেখা ইংরেজী শব্দটা ব্যবহার করবেন। চারপাশে তাকিয়ে একই ভাবে আপনার শেখা শব্দগুলো ব্যক্তিগত জীবনে ব্যবহার করবেন। আরো যা করতে পারেন তা হলো, আপনার শেখা ১০ টা শব্দের বাংলা অর্থ দিয়ে বাংলায় একটা অনুচ্ছেদ রচনা করুন। যে অনুচ্ছেদের মধ্যে ঐ ১০ টা শব্দেরই বাংলা আছে। এবার অনুচ্ছেদটাকে বাংলায় অনুবাদ করুন। এভাবে ঐ একই ১০ টা শব্দ দিয়ে বিভিন্ন অনুচ্ছেদ বানান। এবং তা অনুবাদ করুন।

৪। বেশি বেশি বাংলিশ চর্চা করুন - এটা শুনে অনেকের মাঝে আবার ভাষার চেতনা জাগ্রত হতে পারে :D আমাকে এই বলে দোষারোপ করতে পারেন যে, আমি ভাষা বিকৃতি করার জন্য জনসম্মুখে মানুষকে উদ্বুদ্ধ করছি =p~ বস্তুত, এখনকার সময়ে আমরা সকলেই সুশীল/স্মার্ট/প্রগতিশীল হওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আর তার জন্য প্রতিনিয়ত আমরা বাংলা বলার সময় বাংলার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। কিন্তু বাংলা বলার সময় আমাদের ব্যবহৃত সেই সকল ইংরেজি শব্দসমূহ শুধুমাত্র 'But, So, Then, Friends etc.' এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে B-) এ পর্যায়ের ধাপটাও অনেকটা উপরের মত। যখন কারো সাথে কথা বলবেন তখন কথার মাঝে আপনার শেখা শব্দগুলো বলার চেষ্টা করুন। এতে করে দুই দিক থেকে লাভ হবে। প্রথমত, আপনি শব্দগুলো কথার মাধ্যমে ব্যবহার করার কারণে মনে রাখতে পারবেন আজীবন। দ্বিতীয়ত, নিজেকে অন্যদের থেকে স্মার্ট বা ওভার স্মার্ট মনে করতে পারবেন ;) আর হ্যাঁ, জ্ঞানের ক্ষেত্রে ওভার স্মার্ট হওয়া কিন্তু ভালো B:-/

৫। ফোনের ডিকশোনারি ব্যবহার করে বাংলা থেকে ইংরেজী শিখুন - এটা আবার উপরের পদ্ধতি সমূহ থেকে একটু ভিন্ন ধারার পদ্ধতি। এতক্ষণ বললাম ইংরেজি থেকে বাংলা শব্দ শেখার পদ্ধতি। এবার বলব বাংলা থেকে ইংরেজি শেখার পদ্ধতি। আজকাল সবকিছুই আমাদের হাতের নাগালে চলে এসেছে। এখন কি আর ঐ যুগ আছে যে, কাগজের ডিকশোনারির পাতা উল্টিয়ে উল্টিয়ে শব্দের অর্থ খুঁজে বের করতে হবে! :(( ডিকশনারিতে যেমন ইংরেজি শব্দ সার্চ করলে বাংলা আসে ঠিক তেমনই বাংলা শব্দ সার্চ করলে চোখের পলকে তার ইংরেজি শব্দ চলে আসে। পাতা উল্টানোর দিন শেষ। সুতরাং, প্রথমেই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইংরেজি টু বাংলা/ বাংলা টু ইংরেজি একটা ডিকশোনারি ডাউনলোড করে নিন। তারপর নিত্যদিনের জীবনে কথা বলার সময় যেসব প্রয়োজনীয় বাংলা শব্দের ইংরেজি জানেন না সেই বাংলা শব্দগুলো ডিকশোনারিতে সার্চ করে তার ইংরেজি জেনে নিন। এভাবে করতে থাকুন। যখনই কোনো বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ জানার কৌতূহল হবে ঠিক তখনই সার্চ করে দেখে নিবেন। পাদ শব্দের ইংরেজি প্রতিশব্দ 'Fart' এটা কিন্তু আমার এভাবেই শেখা B-) এভাবে প্রতিনিয়ত করতে থাকলে অল্প ক'দিনেই দেখবেন অনেক শব্দের অর্থ জানা হয়ে গিয়েছে।

৬। ইংরেজি মুভির সাবটাইটেল অনুবাদ করুন - যারা ইংরেজি মুভি প্রেমী তাদের জন্যে ইংরেজি শেখার আরো সুবর্ণ সুযোগ রয়েছে তাদের বিনোদনের মাঝেই। জানেন তো এখনকার অধিকাংশ ইংরেজি মুভির বাংলা সাবটাইটেল পাওয়া যায়? এগুলো কাউকে না কাউকে অনুবাদ করতে হয়। কাজটা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ বটে। কিন্তু একাধারে কিছু মুভির সাবটাইটেল অনুবাদ করতে পারলে আপনি যে কতশত শব্দের অর্থ জানতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই। সাবটাইটেল অনুবাদের জন্য আপনাকে মুভির মধ্যে ব্যবহৃত না জানা প্রতিটি শব্দের অর্থ ডিকশোনারিতে সার্চ দিয়ে জেনে নিতে হবে। আর এভাবেই আপনি অনেক ইংরেজি শব্দের অর্থ জানতে পারবেন যেগুলো বইয়ে কোথাও পাবেন না। পাশাপাশি আরো একটা সুবিধা পাবেন সেটা হলো অনুবাদক হিসেবে মুভি প্রেমীদের কাছে সমাদৃত লাভ করবেন।

৭। বিছানার সামনে বা পড়ার টেবিলের সামনে শেখা শব্দগুলোর একটা তালিকা লাগানো - একটা টিভি অনুষ্ঠানে দেখেছিলাম সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাঈ - এর বাড়িতে সাক্ষাতকার নেয়ার জন্য সাংবাদিক গিয়েছে। সাংবাদিক যাওয়ার পর দেখল যে মালালার বিছানার সামনে ছোটো কাগজে দেয়ালের সাথে শব্দার্থ লিখে টানানো। সাংবাদিক জিজ্ঞাসা করল তালিকা থেকে একটা শব্দ। মালালা সঠিক উত্তর দিল। তারপর বলল যে, আমি ঘুমাতে যাওয়ার আগে আজকের শেখা শব্দগুলো একবার দেখে ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠে আবার আরেকবার দেখি। এ পদ্ধতিটাও অনেকটা 'Banal'। কি ব্যাপার মনে আছে তো 'Banal' শব্দের অর্থ কি? হুম এ পদ্ধটি বহুল পরিচিত এবং গতানুগতিক একটা পদ্ধতি। তবে পদ্ধতিটা ফলপ্রসূ। করে দেখতে পারেন। আরো একটা কাজ করতে পারেন তা হলো আমাদের ঘরে বিভিন্ন আসবাবপত্র থাকে বা অনেক জিনিষ থাকে যেগুলোর ইংরেজি অর্থ আমরা জানিনা। সেসব জিনিষপত্রের বাংলা অর্থ জেনে কাগজে ছোট্ট করে তার ইংরেজিটা লিখে আঠা দিয়ে জিনিষটার গায়ে লাগিয়ে দিলেন। এবার যতবার জিনিষটা চোখে পড়বে ততবার তার ইংরেজি শব্দটাও আপনার দৃষ্টিগোচর হবে। আর এভাবেই আপনি নিত্য প্রয়োজনীয় অনেক শব্দ শিখে যেতে পারবেন।

যাই হোক, একদিনে আর এত নিয়ম কানুন আপনাদেরকে হজম করিয়ে লাভ নেই। উপরের নিয়মগুলো মানার পাশাপাশি যদি আপনি আপনার সৃজনশীল মন দিয়ে আরো ব্যক্তিগত কিছু নিয়ম-কানুন তৈরি করতে পারেন তাহলে সবগুলো একত্রে সমন্বয় করে অনুসরণ করুন। আশা করি, আপনি একজন ভ্রাম্যমাণ ডিকশোনারি হয়ে উঠতে পারবেন :)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.