নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনদর্শন, আমার যত ভালোবাসা, আমার যত দায় ,,,,,,,,

Tania Farazee

আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। ভাল লাগে প্রগতিশীল , যৌক্তিক লেখা ও কাজ।

Tania Farazee › বিস্তারিত পোস্টঃ

মানুষে প্রেম

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

মানুষে প্রেম

মগ্ন ছিলাম একদা
খুঁজেছি সদা,
পুণ্য কোথায়-
বুঝি বইয়ের পাতায়-
কালী মন্দিরে-
কাবার ঘরে,
গীর্জা , প্যাগোড়ায়
মন্ত্র জপায়, তসবী গোনায়,
তারার দেশে-
ঐ সপ্তাকাশে।
অবশেষে আমি
ভাবিলাম থামি-
দেখিনিত কভূ মানুষে
জীবন বন্দী ফানুশে,
সদা করুনা যাচে
অমানুষের কাছে।
বইছে বোঝা পশ্চাতের
যেন তারা কীট জগতের,
প্রেমহীন অসাড় শত
বাঁচে পশুর মত।
ক্ষুদ্র স্বার্থ লয়ে
ব্যস্ত জীবন ব্যয়ে,
হয়না যথাযথ সভ্য
চেনে কেবল ভবিতব্য।
মুক্তি চেয়ে বেড়ায় ছুটে
শোষক খায় যে লুটে,
তাদের ব্যথার কথা
লেখা তেমন হয়না হেথা।
খুঁজিনা পুন্যরে আর
মানুষের মাঝে তার ঘর,
আছে সামনে পৃথিবী
মানুষের জীবন্ত ছবি।
যা কিছু আধুনিক
দরকারী অধিক,
পথ, ঘাট, শহর, বন্দর
কাব্য, গাঁথা, সুন্দর,
মানুষই করল সৃষ্টি
দানিল গভীর দৃষ্টি,
প্রতিকুল জগতটাকে
অনুকুলে আনল ডেকে।
তাদের কাছে ঋণী
আমার জীবনখানি,
তাদেরে দিয়ে প্রেম
স্বার্থক হোক জনম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্য। সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.