নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনদর্শন, আমার যত ভালোবাসা, আমার যত দায় ,,,,,,,,

Tania Farazee

আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। ভাল লাগে প্রগতিশীল , যৌক্তিক লেখা ও কাজ।

Tania Farazee › বিস্তারিত পোস্টঃ

চাইনা

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

চাইনা
একবার সবাই মিলে চল বলি জনতা-
চাইনা।
এই পুরাতন, জরাজীর্ণ, ব্যক্তিবিচ্ছিন্ন সমাজ-
চাইনা।
একটু সুযোগে বিভৎসতার মহা আধিপত্যে বন্দী সমাজ-
চাইনা।
গণতন্ত্রের নামে অশিক্ষা কুশিক্ষার রায়-
চাইনা।
ব্যাক্তিস্বাধীনতার নামে বিকৃত উচ্ছৃঙ্খলতা
চাইনা।
একবার একসাথে যদি শাসক, শোষক, জনতা
সবাই মিলে বলি চাইনা-
তবে আসবেই সেইদিন-
মনুষ্যত্বের মাথা উঁচু, পাশবিকতার মাথা নীচু,
আসবেই সেইদিন-
পথের ধারে বেড়ে ওঠা ছোট ছোট বনফুল,
কচি ছোট্ট শিশুর স্বাধীন পা ফেলা,
নারী, পুরুষ, যুবা, বৃদ্ধের নির্মল হাসির খেলা,
সবার জেগে ওঠা সবার জন্য,
সবার ঘুমিয়ে যাওয়া সবার জন্য,
সবার ফুরিয়ে যাওয়া সবার জন্য,
ফুটপাতে, বস্তিতে, মধ্যবিত্তপণায়
গণিকালয়ে, উঁচু অট্টালিকায়
ধুঁকে, ধুঁকে বাঁচবেনা কেউ দারিদ্র কিংবা বিমর্ষতায়-
আমার হাত তোমার হাতে, তোমার হাত তার হাতে
এমন বেঁচে থাকা-
কোন মন্ত্র, তন্ত্র নেই
কেবল মানবতন্ত্র,
মানুষের সহজ মুক্তি-
পুরাতন তুচ্ছ, ক্ষুদ্র জীবনের চিরপরিচিত
মায়াবী টান হতে।
সবাই মিলে সমাধান চাইলে কি হয়না?
হয়, হয়, হয়-
সমস্যা যত হোক জটিল কুটিল
সবাই মিলে চাইলে- সমাধান হয় ঠিকই।
তাই একবার ভন্ডামি, কপটতা, ন্যাকামি সব ছেড়ে
শাসক, শোষক, সব জনতা মিলে বলি চল
চাইনা।
যে সমাজ মানুষকে করলনা বড় ভিতরে বাইরে
সে সমাজ, রাষ্ট্র চাইনা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.