নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনদর্শন, আমার যত ভালোবাসা, আমার যত দায় ,,,,,,,,

Tania Farazee

আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। ভাল লাগে প্রগতিশীল , যৌক্তিক লেখা ও কাজ।

Tania Farazee › বিস্তারিত পোস্টঃ

বেশ্যারা সব ঘুমিয়ে গেছ নাকি

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

বেশ্যারা সব ঘুমিয়ে গেছ নাকি-

বেশ্যারা সব ঘুমিয়ে গেছ নাকি-
তোমাদের একজন খদ্দের রাত বিরাতে আমায় ডাকছে-
তোমাদের হাজার দুয়ার খোল -
ডেকে নাও ওকে,
দাঁড়াও অঙ্গ আঁকবাকা করে, বুকের কাপড় অনেকটা সরিয়ে।
আমার হাজার ব্যস্ততা সুস্থ জীবনের
আমার অনেক গান নির্মল জীবনের।
কোথা থেকে যেন এসেছিল ও
যে যায় তোমাদের দুয়ারে নিয়মিত,
সে আমার দুয়ারে রাত দিন কড়া নেড়েছিল,
আমার ভালবাসা নিয়েছিল কেড়ে,
আমি ওর থেকে মুক্তি চাই।
বেশ্যাদের ধন কি করে রাখি ঘরে-
জন্মেছে সে তোমাদের তরে।
আমার জাগতে হয় কখনও কাকডাকা ভোরে,
কখনও শিশুর মত আমার চোখে ঘুমের হানা।
একটি নির্মল কবিতার জন্য ভাবতে হয় অনেক,
তোমাদের মত ছলনা জানিনা-
চুল বাধি সহজ বিনুনি করে,
ঠোঁটে লিপস্টিক পারতপক্ষে দিইনা,
আমি কোন সাহসে তাকে রাখি ধরে,
সেত লাল লিপস্টিক আর ছলনায় বন্দী হয়ে
ভাবে- এইত পুরুষের আসল বীরত্ব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩১

অতঃপর হৃদয় বলেছেন: হুম!

২| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

ধ্রুবক আলো বলেছেন: একটি নির্মল কবিতার জন্য ভাবতে হয় অনেক,
তোমাদের মত ছলনা জানিনা,
ভালো লাগলো

৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বিজন রয় বলেছেন: কঠিন কবিতা!!

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.