নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনদর্শন, আমার যত ভালোবাসা, আমার যত দায় ,,,,,,,,

Tania Farazee

আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। ভাল লাগে প্রগতিশীল , যৌক্তিক লেখা ও কাজ।

Tania Farazee › বিস্তারিত পোস্টঃ

প্রেম কোনো দুর্বলতা নয়কো

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

প্রেম কোনো দুর্বলতা নয়-
অনেক আলোচনা, সমালোচনা, নাটক শেষে এবার শাকিব খান অপু বিশ্বাসকে তালাক দিল। অপু বিশ্বাস শাকিব খানকে ভালবেসে ধর্মান্তরিত হয়েছিল। কিন্তু সে তার ভালবাসার মূল্য পায়নি। এটা দু:খের বিষয়, কিন্তু এরকম ঘটনা সারা বিশ্বে অনেক ঘটছে। আধুনিককালের একটি মেয়ে হয়ে অপু বিশ্বাস যেভাবে কান্নাকাটি, আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে - তাতে তরুণ সমাজ প্রেমের ফাজলামো ছাড়া আর কিছু শেখার অবকাশ পাচ্ছেনা। এসব সস্তা নাটক করে-করে অল্প বয়সী ছেলেমেয়েদের খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে। মিডিয়াগুলোও বিষয়টিকে পুরনো আমলের সিনেমা বানিয়ে ফেলেছে- যেখানে পুরুষরা দেমাগী, স্বেচ্ছাচারী আর নারীরা অবলা-চোখের জল বিসর্জনকারী হিসেবেই ছিল।
প্রেম কোনো দুর্বলতা নয়। প্রেম এক শক্তি। প্রেমের মানুষকে হারালে অপরিসীম কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার উচিৎ ব্যক্তিত্বের সাথে ব্যর্থতার হাতছানি ভুলে ঘুরে দাঁড়ানো। নিজের যোগ্যতা থাকলে এবং ভাল একটা মন থাকলে-জীবনে কখনও থেমে থাকা লাগেনা- কেউ না কেউ পাশে এসে দাঁড়াবেই। তরুণ সমাজকে ফালতু প্রেমের শিক্ষা দিচ্ছে শাকিব খান আর অপু বিশ্বাস।
রবীন্দ্রনাথ লিখেছিলেন-
" যদি আরও কারে ভালবাস,
যদি আরও ফিরে নাহি আসো,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দু:খ পাইগো।
আমি তোমারও বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ মাস।"
আমাদের তরুন সমাজ যেদিন রবীন্দ্রনাথের কথার মত প্রেমের ক্ষেত্রে গণতান্ত্রিক হতে পারবে- সেদিন নারীপুরুষের প্রেম সুস্থ, সুন্দর হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

কামরুননাহার কলি বলেছেন: আমি তোমাকে চাই না গো
তোমার কাছে যদি নাই
থাকে গো ভালোবাসা।

আমি মরণও বিরহে মরবো
আমি দুঃখের ও সাগরের ভাসবো।
তবুও তোমার দুয়ারে দাড়াবোনা
আমি দাড়াবো না ।

হাহাহাহাহহা আপু কেমন হলো গানিটি ।

অপু কেনো বোজেনা সেও সাকিবের মতো পারবে।
আসলেই বোকা মেয়ে আপু।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

Tania Farazee বলেছেন: ঠিক বলেছেন, কলি। ব্যক্তিত্বহীনকে বাচ্চারাও পছন্দ করেনা- সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা অন্য যে কোন ক্ষেত্রে।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

আহমেদ জী এস বলেছেন: Tania Farazee ,




চমৎকার দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা । আপনার লেখার সবটুকুই কিছু না কিছু শেখাবেই যদি এই প্রজন্ম তা থেকে শিখতে চায় ।

( মূল লেখা থেকে কপি করা যায়না বলে আপনার লেখার উদ্বৃতি দেয়া গেলনা । )

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

কানিজ রিনা বলেছেন: এটার একটা দৃষ্টান্ত মূলক সাস্তি হওয়া দরকার।
সাকিব মিডিয়া ব্যক্তি সবাই ওকে চিনে, ওর
মাধ্যমে সারা দেশের মানুষ যাতে সচেতন হয়।
পরনারী কাতর ব্যক্তি স্ত্রীর দোশ বাহির করা
একটা ওছিলা মাত্র। ব্যক্তি স্বাধীনতার নামে
স্ত্রী পুত্র বাদ দিয়ে যা খুশি তা করা নির্লজ্জ
মানুষদের সাহস বেড়ে গেছে। আর ব্যক্তিগত
বিষয় বলে বলে এইসব নির্লজ্জরা পার পেয়ে
যায়। যেখানে স্ত্রী পুত্রর কষ্টের বিভীশিখা
সেখানে একজনের ব্যক্তিগত বিষয় বলে পার
পাওয়া জঘন্য অন্যায়।
স্ত্রী সন্তান খেলনার পাত্র নয়, খেলা করতে
করতে অভক্তি ভরে ছুরে ফেলে দিলাম।
সাকিবের বুবলি প্রিতি দেশবাসী সবাই জানে,
সেইহেতু পরনারী কাতর ব্যক্তি, স্ত্রী দোশ
ধরবে এটা অহরহই ঘটে যাচ্ছে। পরকীয়া কত
কত খুন খারাবী ঘটছে পেপার পত্রীকা খুললেই
জানা যায়। এর বিহিত হওয়া অত্যান্ত জরুরী।
যাতে একজনকে দিয়ে জনমত সচেতন হয়।
ধন্যবান পোষ্ট উপস্থাপনের জন্য।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

Tania Farazee বলেছেন: রিনা,শাকিব বেশিরভাগ পুরুষদের মত প্রচলিত নষ্টামি করছে।। এক্ষেত্রে সেতো ভাল নয়। তবে অপু'র তাকে জোর করে পাওয়ার জন্য কান্নাকাটিটাও ভাল নয়। জোর করে প্রেম পাওয়া যায়না। তাই অপু'র আইনসঙ্গত যা পাওয়ার তাই নিয়ে ব্যক্তিত্বের সাথে থাকা উচিৎ। সে সুন্দরী এবং আধুনিক। তার প্রেমিক পুরুষের অভাব হবেনা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

Tania Farazee বলেছেন: ধন্যবাদ,জী এস।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬

নক্ষত্র নীড় বলেছেন: হ্যাঁ, গতিই জীবন। নীরবে ঘুরে দাঁড়ানোই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.