নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনদর্শন, আমার যত ভালোবাসা, আমার যত দায় ,,,,,,,,

Tania Farazee

আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। ভাল লাগে প্রগতিশীল , যৌক্তিক লেখা ও কাজ।

Tania Farazee › বিস্তারিত পোস্টঃ

আলোর মানুষ তুমি

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

আলোর মানুষ তুমি

অাঁধারে যে আলো নিয়ে তুমি সবার আগে দাঁড়ালে,
সেই চেতনা নিয়ে নারীকুল চিরদিন যেন জাগে।
কাঁটায় কাঁটায় ভরা পথে ছিল অবিচল তোমার চলা,
দৃঢ়, উন্নত জীবন জয়ের মন্ত্র দিতে তোমার যত বলা।
পাষন্ড পুরুষতান্ত্রিক জঞ্জাল যখন দু'হাতে সরালে,
নারীর শোষিত জীবন সম্মানে, গৌরবে যেন তুমি ভরালে।
দেখালে-নারী অসাধারণ, গুণে মানে পুরুষের সমান,
যাদের সমাজ দাসী বানিয়ে বলছে- তুমি অসমান।
ব্যর্থতার গ্লানি বয়ে যারা ভুলেছে আপন গরিমার জয়,
তুমি তাদের শিক্ষার হাতিয়ার দিলে করতে পুরুষতান্ত্রিক দম্ভের লয়।
ধন নয়, জ্ঞান-মানের জন্য তুমি নারীরে করলে ব্যগ্র,
তোমায় অনুসরণে নারীর চেতনায় মুক্তি আসে শীঘ্র।
তোমার লেখনি দিল নারীর স্বাধীন মূল্যবোধের বারতা,
নারীরে ভোলালে কোটি যুগের বন্দী জীবনের জড়তা।
পুরুষের পদতলে যখন কোটি নারী মূল্যহীন, মৃয়মান,
নিজ মেধায় তাদের বাঁচতে শেখালে, গাওয়ালে আপন জয়গান।
সবাই সবখানে নারীর প্রতিভারে যখন করছিল ম্লান,
তুমি বীর নারী একাই দেখালে তুমি কত অম্লান।
ঘরে ঘরে কুসংস্কারে চির আচ্ছন্ন যখন নারীর শক্তি,
তুমি বললে- নারী মুক্ত হও ছেড়ে পুরুষতান্ত্রিক সমাজের আসক্তি।
তোমার ব্যক্তিত্ব, তোমার চেতনার রূপ চেনে যেন বিশ্ব,
পুরুষকুল জাগলো- যারা জ্ঞানে, গুণে নারীরে করে নিঃস্ব।
তাদের আলো দিয়ে গেছ কত যারা বহুকালের শোষিত,
তোমারে খুঁজে ফিরি তুমি এসো ফিরে আমরা আজও তৃষিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

কাল্পনিক_জীবন বলেছেন: নারীর জীবনের কথা তুলে ধরে
মন দিলে চাঙ্গা করে
নারীরা মাতৃ জাত
সহন করিতে হয় তাদের আছে পৃথিবীতে যত অপবাদ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
লেখায় জোর আছে। তেজ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.