![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চামচার সংজ্ঞা হল "হাত কাচুমাচু করে কারও সামনে মাথা নিচু করে দাঁড়ানো , অপরাধী নই তবুও অপরাধ স্বীকার করে নেয়া, আর নিজস্ব মতামত বা সত্তাকে কারও পায়ের নীচে সপে দেয়া।" কেউ কেউ জন্মসুত্রে চামচা হয়েই জন্মায়,এটাই ইতিহাস বলে । তবে আশার কথা হল ,চামচামি আজ অর্থ উপার্জনের মধ্যমও। অনেকেই আজ পেশাদার ভাবে , সফলতার সাথে চামচামি করছে। আমি মনে করি এটাকে বংশে উপাধি দেয়া উচিত । যেমন,অমুক উদ্দিন চামচা । আমি এমন হয়ে জন্মাতে পারিনি বলে আমি অনুতপ্ত নই , বোধ হয় চামচা হয়ে বাঁচার জন্য জন্মাইনি। হতেও চাই না এবং পারব না।যদি জীবন কৃষ্ণ গহবরে চলে যায়,তবুও না ।আমি যদি উগ্র হই , তবে আমি তা ,তবে আমি মানুষ , আমি সামজিক জীব ।
©somewhere in net ltd.