![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুন্মেই সবাই মানুষ,কিছু মানুষ জন্ম পাপি।অভাবে আর বাস্তবতায় তারা আবার অমানুষ হয়।আবার মানুষ হতে চেষ্টা করে,এভাবেই চক্রাকারে চলে, চলতে থাকে।
আজ দেখলাম, যে মঞ্চে দুই দিন আগে মাহফিল হইছিল,ওই মঞ্চেই আবার কনসার্ট, সাথে দেহ দোলা দেয় ধরনের নাচ।
মানুষ মহাপ্রলয়ের মত পরিবর্তন মেনে নেয়, নিতে হবে।
মানলে মন থেইক্কা, না মানলে নাই,পারিপার্শ্বিক পরিবেশের কারনে মানলে মনের ভিতর খুচখুচানি থাইক্কাই যায়।
বিদ্র : যা ভাল লাগছে, তাই লেখছি, উদ্দেশ্য নেই। কিছু বুঝাইতেও চাই নাই।কেউ নিজে থেকে বুঝলে পাকনামি করবেন কইলাম।
©somewhere in net ltd.