![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভাবা যাক। একজন বাবা তার শিশু সন্তানের সামনেই ধূমপান করছে। আর শিশু এই খারাপ কাজের বৈধতা পাচ্ছে। ধূমপান বোধয় করাই যায়! কারণ বাবা-ই একজন সন্তানের আদর্শ।
.
শপিং মলের সামনে ছোট্ট একটা পথশিশু হঠাৎ সামনে এসে ঘ্যানরঘ্যানর করছে, "স্যার, দুইটা টাকা দ্যান"। গায়ে তার ছেড়া জামা, চুলগুলো উষ্কখুষ্ক। দাতগুলো হলুদ আর দেখতে কেমন যেন রোগা রোগা। তার দিকে তাকাতেই কেমন যেন লাগছে। নিষেধ করা সত্ত্বেও এসে প্যান্টের নিম্নাংশের কোণ ধরে টান দিয়ে, "দ্যান না স্যার দুইটা টাকা"। সাথে সাথে একটা ধাক্কা দিয়ে কিছু প্রিয় গালি ব্যবহার করে চলে আসছি আমরা।
.
রিকশাওয়ালা কিংবা বাসের সুপারভাইজার এর সাথে ভাড়া সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা হওয়ায় কলার চেপে মারছি কষে একটা থাপ্পড়!
অথচ এই মানুষগুলোর মধ্যে এমন অনেকেই আছেন
যারা বাবার বয়সী।
.
বাসে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। ড্রাইভারের ব্রেকে চাপ দেয়ার সাথে নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে সামনে ঝুকে যাচ্ছেন। অথচ আমাদের ভ্রুক্ষেপ নাই সেদিকে। মাথার পাশে চলতে থাকা ফ্যান এর বাতাসে সুস্থ সবল মানুষ সীটে মাথা রেখে দিব্যি ঘুমাচ্ছে।
ড্রাইভার আকস্মিক ব্রেক করলে পার্থক্য কি হতে পারে? একজনের ঘুমের সামান্য ব্যাঘাত, অন্যজনের জীবন বিপন্ন হওয়ার আশংকা!!
.
সন্ধ্যাবেলা স্কুল ড্রেস পড়া মেয়েটাকে ইভটিজিং করতেই হবে। আজ একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ায় সুবিধাই হয়েছে। আজ মুখে নয় অন্য কিছুর প্ল্যান। মেয়েটি আসছে, কয়েকজন মিলে তাকে ঘিরে ফেললো। চেহারা খুব একটা বোঝা
যাচ্ছেনা। হঠাৎ একজন বলে উঠলো, এত
রাহাতের বোন!!
ভাবছেন রাহাত কে? এই ঘটনার পরিকল্পনাকারী। একজন ভাই এখন কিভাবে তার বোন এবং পরিবারের মুখোমুখি হবে?
.
মানুষ সত্যিই অদ্ভুত!
একদিন বিবেককে ছুটি দিয়ে দিলাম, আর এত কিছু! জী, এখানেই বিবেকের বিশেষত্ব। আজ বিবেককে ছুটি দেয়ার কারণেই আমাদের ক্ষণেক্ষণে
অধঃপতন। পৃথিবীতে সবকিছুর ছুটি হলেও, বিবেকের ছুটি দেয়া চলবেনা। তবেই এই সমাজ সুস্থ থাকবে, কল্যাণময় হবে আমাদের জীবন।
কেউ একজন যথার্থই বলেছেন, "বিবেক মানুষের প্রধান বিচারক,যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে,তাকে কখনো কোন বিচারকের সম্মুক্ষীন হতে হয় না।"
©somewhere in net ltd.