| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মেঘ করেছে শরৎ এর সকাল।
রৌদ নেই তবু রোঁদের মতোই আছে বর্নহীন
কোলাহলে হালকা কুয়াশার অবোধ্য অনুভূতি।
অলোক বেষ্টনির শৃংখলিত প্রাচিরে ঘেরা আবদ্ধ আমি, আছি অপূর্ণ পুরুষ।
জানালার কাটাতাঁরে বিঁধে দীর্ণ আকাশ কাঁদছে মৃদু লয়ে, কেঁদেই যাচ্ছে অবিরত।
তবু কাছে থেকে ছুতে পারছি না, হলো না।
বিস্ময় শুধু জেগে রইলো আগত আগামীর রহস্য জড়ানো সময়ে। অদেখা স্বর্গ বিঁধে রইলো যাতনার
হতাশায়। বৃষ্টি তুমি ভিজিয়ো আমায় বাঁধার প্রাচির
ভাংবো যেদিন, ফিরবো যেদিন জনতার ভীরে।
মুঠো ভরে তুলে ধরবো কষ্ট গুলো;ধুয়ে দিয়ো, মুছে দিয়ো পরা-স্বপ্ন; বিবর্তিত হবে যখন রোঁদে। ক্লান্ত হতে দিয়ো দিশেহারা ভালোবাসায়।
তোমার আলিঙ্গনে মিশে যাবো কাঁদামাটি হয়ে পরস্পর আদিম বর্বরতায়.....!
©somewhere in net ltd.