নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Trying to be simple and honest man. :)

তানজিল মিঠুন

Work like a worker, Think like a thinker.

তানজিল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিমান, বোকা আর চালাক

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৪৫

মূলত এই তিন প্রকৃতিতেই সীমাবদ্ধ আমরা সবাই।
'বুদ্ধিমান' আর 'চালাক' কাছাকাছি শব্দ হলেও অর্থের মাঝে বিস্তর ফারাক। তবে 'বোকা' হলো দুটোরই বিপরীত। অনেক দিন আগে একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, প্রশ্নটি ছিল - "চালাক এবং বুদ্ধিমানের মাঝে কমন একটি পার্থক্য বল, যেটাতে তাদের বৈশিষ্ট্যও প্রকাশ পায়"
সেদিন জবাব দিতে পারি নাই। চালাক এবং বুদ্ধিমান যে আলাদা শব্দ হতে পারে এইটা বোঝার মতো জ্ঞানী তখনও হয়ে উঠতে পারি নাই বলে। যদিও গায়ে গতরে অনেক বড় হয়েছিলাম। আজও এই তিনটি বিষয়ে পরিষ্কার ধারনা পাই নি।

তবে এটুকু বুঝেছি-

‪#‎বুদ্ধিমানেরা‬ হলো- জগতের সম্পদ। তারা নিজে যেমন সৃজনশীল, তেমনি সৃজনশীলতার স্বীকৃতি দিতেও অগ্রগামী। তাদের যাবতীয় চলার পথই ন্যার আর উদারতা সমৃদ্ধ। সুবিশাল এই জগত নিয়ে তারা একটি পরিষ্কার ধারনা রাখে।

পক্ষান্তরে,

‪#‎বোকা‬'রা উদার হলেও, তাদের মাঝে সৃজনশীলতা থাকে না। তারা শুধু হাঁ করে চেয়ে থাকে-কোন প্রতিক্রিয়া দেখানোর মতো সাহস তাদের থাকে না। তাই তাদের দ্বারা দৃশ্যমান কোন পরিবর্তনও সাধন হয় না।

কিন্তু -

‪#‎চালাক‬ হলো এক প্রকার ভয়ঙ্কর শব্দ। যে শব্দের মাঝে মিশে থাকে স্বার্থান্ধতা, নিজেকে জাহির করার অপপ্রয়াস আর সর্বোপরি নির্লজ্জতার এক বিশাল সমাহার। চালাকির সবচাইতে পরিচিত উদাহরণ হলো - ঈশপের গল্পের খলনায়ক রুপি সেই 'লোভী বাঘ', 'চতুর শেয়াল' আর 'বেকুব কাক'। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো পরিশেষে তাদের সবাইকেই লজ্জাকর পরিণতির সম্মুখীন হতে হয়।
বাস্তবেও তাই, চালাকির পন্থা অবলম্বনকারী ভাবে - সে যেটা ভাবে বা বুঝে সেটা আর কেউই জানে না। তাই মিথ্যে অহমিকার ডঙ্কা বাজিয়ে ধরাকে সরাজ্ঞান করতে থাকে। ফলাফল হিসাবে পায় অপমানকর একটি পরিণতি। কিন্তু বুদ্ধিমানের বুঝে সে যতটুকু জানে,
একই পরিবেশে বসবাসকারী অন্য সবারই সেটা জানার কথা। তাই সে সবাইকে মূল্যায়ন করে তাদের যোগ্যতানূযায়ী।
ফলসরুপ সেই হয় সত্যের ঝণ্ডাধারী।
আর বোকাসোকা লোকটা বরাবরের মতোই বাঁকি দুই দলের দিকে চেয়ে থাকে। তবে চালাকির ফলাফল বরাবরই হাস্যকর হয় বলে, বিনোদনের আসায় বোকা'রা সেদিকেই নজর দেয় বেশি। আর দিন শেষে একহাতের বাহুকে আরেক হাত দিয়ে পিছনদিক হতে ধরে হাঁটে আর অর্থহীন হাসি দিয়ে যায়..........। :D :D

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:০২

সোজোন বাদিয়া বলেছেন: বেশ ভাল, আপনার সাথে সহমত। ভাল থাকুন।

২| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

তানজিল মিঠুন বলেছেন: ধন্যবাদ.
আপনিও ভাল থাকুন
রমজানের শুভেচছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.