![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের জল দিয়ে নিজের চলার পথটা পিচ্ছিল কোরো না।
যেতে হবে বহুদূর। ধীর পায়ে যাত্রা শুরু করো। আস্তে হাঁটো।
কিন্তু কখনোই পিছু হোঠো না।
মনে রেখো―চরম প্রতিদ্বন্দ্বীতার এই যুগে আশপাশের দৌড়বাজ, তেলবাজ ও গুটিবাজ মানুষের ঐচ্ছিক অনৈচ্ছিক ঠেলাধাক্কায় দু চারটা বেহুদা হোঁচট তোমাকে মুখ বুজে হজম করতেই হবে।
হাল ছাড়া চলবে না।
হতোদ্যম হওয়া মানেই হেরে যাওয়া।
আর বারংবার হারার জন্যে তুমি জন্মাওনি।
পরাজয়গুলো পদদলিত করে সামনে এগোও। যাত্রা অব্যাহত রাখো।
একদিন সবার চোখ কপালে তুলে ঠিকই তুমি জিতা্র মতো জিতবে ।
জুন ৮, ২০১৬
©somewhere in net ltd.