নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীর০০৭

ত্ানজীর

অািম তানজির।

ত্ানজীর › বিস্তারিত পোস্টঃ

Merchandising

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

পোশাক শিল্পের জন্য খুব গুরুত্ব পূর্ণ একটা পদ। আশেপাশে এর অনেক ভুয়া বিজ্ঞাপন দেখা যায়। নিরীহ, বেকার অনেক মানুষ ভাল কিছু করার আশায় এই কর্মজীবনে প্রবেশ করে।



চটকদের বিজ্ঞাপন এ অনেক কিছুই থাকে যা তারা দিতে পারে না। এই কয়েক ধরনের হতে পারে



১. গার্মেন্টস

২ বাইয়িং হাউস (লোকাল)

৩ বাইয়িং লিয়ায অফিস

প্রথম টা হল কাজ শিখার জন্য সবাই বলে ভাল।কিভাবে একটা ফ্লোর কন্ট্রোল করতে হবে সেটা সহ হাতে করি কিছু শিখা যাই।



দ্বিতীয় টি হল অনেকটা প্রথমটার মতই যেখানে এইচ আর বলে কিছুই থাকবে না। সেজন্য আপনাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে।



আর তৃতীয় টা ভাল।সেখানে অনেক সুবিধা থাকবে।তবে অভিজ্ঞ র পরিচিত কেউ থাকলে জব টা পেতে সুবিধা হয় ।



এই জব করে এমন কোন মানুষ কে সুখি পাই নাই। খুব টেনসন থাকতে থাকতে কার শরীর খারাপ হয়ে যায়।



যে নিজেকে বুঝে আর প্রকাশ করতে পারে, সে এখানে পরে থাকতে চাই না।



কারন আপনি আপনার পরিবার, বন্ধু,যদি অন্য কোন কিছু করার ইচ্ছা থাকে করতে পারবেন না।বেশির ভাগ জায়গায় কাজের সুস্থ পরিবেশ নেই।



আমার সামনে একজন লোকের চাকরি চলে যেতে দেখলাম যে কিনা সাড়ে ১৩ বছর একটা সেখানে চাকরি করতো। যার যখন মর্জি তখন তাই করবে।



যতটা ইচ্ছা আপনাকে খাটিয়ে নিবে, ইচ্ছা হলে বছর শেষে বেতন সামান্য বারাবে যেটা না বাড়ানোর মতই।আবার বাড়ানোর কিছুদিন পর আপনাকে বিদায় করে দিতে পারে।



যারা হয়তোবা ঢাকার বাইরে থেকে এই প্রফেশন আসছেন তাদের বুঝতে একটু সময় লাগবে।



সবকিছুর উপরে যে যার লাভ তাই বুঝবে কিন্তু একজন মানুষের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। সবকিছু ভুলে থাকতে হবে।



বাসায় ৫-৬ ঘণ্টা শুধু ঘুমানর জন্য যাবে।



যারা এটাতে মানিয়ে চলতে পারবে তারাই থাকতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.