![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসে কখনো জনগণ কোন বৃহৎ দলের সাথে এত বড় উপহাস করেনি। অদ্ভুত!
জনগণের প্রতিবাদ দুই ভাবেই সম্ভম, ভোট দিয়ে আর না দিয়ে। নতুনভাবে বোঝার চেষ্টা করছি আমার দেশের জনগণকে।টেলিভিশন চ্যানেলগুলো অনেক চেষ্টা করেও ভোটার দেখাতে পারছে না। এখন উপায় হয়তঃ একটি, আর সেটা কি? উত্তরটা এখন দিলাম না।
স্বতন্ত্র প্রার্থীকেও এত ভয়। নির্বাচন নয় যেন গোপাল ভাঁড়ের গল্প।
পাবনার বেড়া উপজেলায় পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন জোর করে শখানেক ব্যালটে সিল দিয়েছেন। (মানব জমিন)।
দেশের এক ঘেয়ে রাজনীতি এবং কতিপয় রাজনীতিকের একগুয়েমির কারণে দেশ তার রস, কষ, গন্ধ হারিয়ে ফেলেছে। এখন কারো ভাল খবর আগের মতন আলো দেয় না, কারণ দেশ অন্ধকারের পথে হাঁটছে; কারো কষ্টের খবরে আর কষ্ট অনুভূত হয় না কারণ দেশের মানুষ তার চাইতেও বেশী কষ্টে আছে। যে দেশে প্রতিটি মুহুরথে মানুষ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখত আজ সেই দেশের দেশপ্রেমিক মানুষগুলোকে পিছিয়ে যাওয়া ঠেকাতেই ব্যস্থ থাকতে হচ্ছে।
অঞ্জন রায় তার সন্তানের টক শোতে ঝগড়া বিষয়ক প্রশ্নের উত্তরে বললেন 'জানালা খুলে আকাশ দেখো, টিভি দেখো না'। এই মুহুরথে আমরা আমাদের সন্তানদের, ছোট্ট ভাইবোনদের এর চাইতে ভাল কি আর বলতে পারি?
শান্তনার জন্য একটি ছড়া।
অর্বাচীনের নির্বাচনে, নির্বাচিত অর্বাচীন।
ভাবছে বসে একি হল, বিজয়ী বলা কি সমিচীন!
নাক কান চুলকিয়ে ভাবনার সিঁড়ি বেয়ে,
উত্তর পেল একখানা, নিশ্চয়ই বিজয় তবে একটু অচিন।
অতঃপর আসুন গান গাইঃ
এক তোহি ধনবান হে গৌরি,
বাকি সব কাঙ্গাল।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
সামুরাই হান বলেছেন: হাসান @ আপনাদের কি লজ্জা নাই ?
কতটুকু বেশরম হইলে মানুষ এমন একটা নির্বাচনের পক্ষে কথা বলতে পারে তাই ভাবতেছি তাও আবার ভারতের মত একটা ভিনদেশের সার্থে !!!
আওয়ামি গাদ্দার নিপাত যাক
বাংলাদেশ মুক্তি পাক..........।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ভোটার উপস্থিতি কম হওয়ার কারন মুলত প্রতিদ্বন্দ্বীতা বিহীন নির্বাচন।
আর সরকারি দল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেশীর ভাগ আসন পেয়ে অলিখিত ভাবে ভোটের আগেই সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছে।
তাই ভোটার উপস্থিতি সঙ্গত কারনেই কম।
এতে অকারন হাহুতাস করার কিছু নেই।
এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
দলছুট চোরচোট্টা নিয়ে আদর্শহীন সুবিধাবাদিদের দল বিএনপি। নেতারা রাস্তায় না নেমে পালিয়ে থাকে। কর্মিসমর্থকরাও একই চরিত্র।
তাদের সব আন্দোলন জামাতি সন্ত্রাস নির্ভর, সুধু এই কারনেই সরকার যতেচ্ছ বলপ্রয়োগ করেও তেমন সমালচিত হচ্ছে না।
দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হবে না।
ওদের 'ক্রিকেট ষড়যন্ত্র' নিয়ে আমার এই লেখাটিও পড়ুন
Click This Link