নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Facebook: http://www.facebook.com/TanvirIsraq

তানভির ইসরাক

তানভির ইসরাক › বিস্তারিত পোস্টঃ

প্রার্থীর যোগ্যতা বিচারে ভোট দিন

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

বাংলাদেশের বেশিরভাগ ভোটার এক নির্বাচনে যদি নৌকা মার্কায় ভোট দেয়, পরের নির্বাচনে ধানের শীষে ভোট দেয়। কারন যাকেই মানুষ বিশ্বাস করে, ভরষা করে ভোট দেয়, সেই বিশ্বাস নিয়ে খেলা করে। দেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দল মানুষের চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে নি। সবাই যে যার স্বার্থের জন্যে কাজ করেছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে। এই উপলক্ষে কিছুদিন আগে স্থানীয় একজন নেতার মুখে শুনলাম, "আসুন আমরা দল-মত নির্বিশেষে এমপি মহোদয়ের নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করি।" ভোট হচ্ছে মত প্রকাশের মাধ্যম, সেই ভোটে যদি নিজের মত প্রকাশ না করে দলীয় এমপি মহোদয়ের মতের প্রতিফলন করতে হয়, তাহলে একটা ইউনিয়ন পরিষদের এত মানুষের ভোট দেয়ার ব্যবস্থা করে লাভ কি? শুধু এমপি মহোদয়রা ভোট দিলেই তো পারেন।

সব চাইতে চরম সত্য কি জানেন? ভোটারেরা ভোট দেয় কারন দিতে হয় বলে, মন থেকে বা স্বতঃস্ফূর্ত ভাবে না। কে যোগ্যপ্রার্থী সেটা কেউ বিচার করে না, বিচার করে তার প্রিয় মার্কা, নয়তো কে তার বেশি পরিচিত অথবা যার কাছ থেকে নির্বাচনের আগে দু'টো পয়সা পাওয়া যায়।

সবাইকে একটা অনুরোধ করবো, এই নির্বাচনে ভোটটা তাকেই দিবেন যাকে আপনার চোখে সবচাইতে ভালো মনে হয়। প্রার্থীর যোগ্যতার দিকে তাকিয়ে ভোট দিন, দল, মার্কা, পরিচিতি, অর্থ বা ক্ষমতার দিকে না। তবেই একদিন আমরা যোগ্য নেতৃত্ব পাবো, স্বপ্নের বাংলাদেশ পাবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: তা কেউ করবে না। কারণ জনগণ এখানো নির্বোধ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৭

তানভির ইসরাক বলেছেন: হুম। বোধেদয়টা যে এখন আমাদের খুব দরকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.