নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Facebook: http://www.facebook.com/TanvirIsraq

তানভির ইসরাক

তানভির ইসরাক › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং বা অনলাইনে অর্থ উপার্জনে বাংলাদেশের জন্য একটি অশানি সংকেত : অবৈধ পথ অবলম্বন

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

* "বাংলাদেশে বসে নিয়ে নিন ভেরিফাইড পেপাল একাউন্ট।"
* "একটি সফটওয়ার দিয়ে চালান ১০০০ ব্লগ, কষ্ট করে লিখতে হবে না কিছুই।"
* "সহজেই নিয়ে নিন পেওনিয়ার মাষ্টার ডেবিট কার্ড।"
* "ইউএসএ এড্রেস দিয়ে নিয়ে নিন গুগল এডসেন্স একাউন্ট, আয় করুন দু'হাতে।"
* "তৈরি করে নিন নিজের আইডি কার্ড, ভেরিফাই করে নিন ফ্রিল্যান্সার একাউন্ট।"

বিভিন্ন ব্লগে এই ধরনের শিরোনামের লেখা আমাদের প্রায় সবার চোখেই পড়েছে, তাই না? অনেকেই তা আগ্রহ নিয়েই পড়েছেন, কেউ বা সেই ট্রিক মত কাজ করেছেন, সফলও হয়েছেন।

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনি যা করছেন তা বৈধ কি না? না ভেবে থাকলে জেনে নিন, আপনি যা করছেন তা অবৈধ কাজ।

বাংলাদেশে পেপাল নেই, কিন্তু আপনার একটি পেপাল একাউন্ট আছে, তাও আবার ভেরিফাইড, এজন্য আপনার মনে আনন্দের সীমা নেই, অনেকের সামনে তো গর্ব করেই বলছেন যে আপনার ভেরিফাইড পেপাল একাউন্ট আছে, আপনি বাংলাদেশে থেকেই পেপাল একাউন্ট ভেরিফাই করতে পারেন। আপনি তো রীতিমত জিনিয়াস হয়ে গিয়েছেন! তবে আপনাকেই বলছি, অবৈধ পন্থায় কিছু করা মানেই কিন্তু জিনিয়াস বনে চলে যাওয়া নয়। বরং অবৈধ কোন কাজই গ্রহনযোগ্য না এবং যে করছে সে অবশ্যই ধিক্কার প্রাপ্য।

আপনার আছে টিনের ঘর। আর আপনার পাশের বাসা হচ্ছে ১০ তলা বিল্ডিং। সে বিল্ডিংয়ের মালিক প্রতিদিন রোষ্ট-পোলাও খায়। তাকে দেখে আপনারও খেতে ইচ্ছে করে। তাই বলে কি আপনি তার খাবার চুরি করে বা অবৈধ পথে খাবেন? নাকি বৈধ কোন পথে তার মত হতে চেষ্টা করবেন? আপনি যদি অবৈধ পথেই খেতে চান, আমি তো বলবো ধরা পরে গেলে আপনাকে উত্তম-মধ্যম দিয়ে সে এলাকা থেকেই বের করে দেয়াটা মোটেই দোষের কিছু না।

মিথ্যা ঠিকানা বা যে কোন তথ্য দিয়ে এডসেন্স/পেপাল/পেওনিয়ার বা যে কোন একাউন্ট করবেন, তারপর একাউন্টে $২০০ জমা হওয়ার পরপরই তারা সে একাউন্ট বন্ধ করে দিবে, আর আপনি মনের দুঃখে কম্পিউটারের সামনে বসে গালিগালাজ করবেন, এটা কিছুতেই গ্রহনযোগ্য নয়। তার চাইতে বরং শুকরিয়া আদায় করুন যে Fraud বা ধোঁকাবাজি করার জন্য ওরা আপনার বিরুদ্ধে মামলা করে নি।

যে কোন ওয়েব সাইটে একাউন্ট খোলা/সার্ভিস নেয়ার আগে অবশ্যই তাদের Terms of Use, Privacy Policy সহ সব ধরনের নিতি ভালো ভাবে পড়ার ও বোঝার চেষ্টা করবেন এবং তা মেনে চলবেন।

ধরুন বাংলাদেশ থেকে গুগল এডসেন্স দিচ্ছে না। সেক্ষেত্রে অন্য উপায় খুঁজে বের করুন। এডসেন্সের অনেক বিকল্প (যেমন: Chitika, InfoLinks, BidVertiser) আছে, সেগুলো ব্যবহার করুন। আবার ধরুন এদের কেউ PayPal ছাড়া অন্য কোন উপায়ে পেমেন্ট দেয় না। সে ক্ষেত্রে এরও অন্য বিকল্প খুঁজুন যারা এমন পেমেন্ট মেথড (যেমন: Payoneer, Payza) সমর্থন করে যা কি না বাংলাদেশ থেকেও পাওয়া যায়।

সারকথা হচ্ছে, সম্পূর্ণ বৈধ পথে উপার্জন বা কাজ করার করুন। প্রতিটা জিনিষের বৈধ বিকল্প আছে। কিছুটা অসুবিধা হলেও সে বৈধ উপায়টি ব্যবহার করুন।

এই সেক্টরে অবৈধ পন্থায় পারদর্শিতা প্রদর্শনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তা যদি এভাবেই ক্রমাগত বাড়তে থাকে তবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন গুগলে "কোন দেশ অনলাইনে সব চাইতে বেশি অবৈধ পন্থা অবলম্বন করে?" লিখে খুঁজলে বাংলাদেশের নামটা প্রথম দিকেই থাকবে। নিজেদের ভবিষৎতে কথা চিন্তা করে আমাদের উচিত এখনই এসব কাজ বন্ধ করা। নয়তো কবে যেন বাংলাদেশের জন্য সবাই নিষেধাজ্ঞা আরোপ করে বসে! তবে সে লজ্জা যেমন মেনে নেয়া যাবে না, সে ক্ষতিও কিন্তু পূরণ করা সম্ভব হবে না!

(প্রশ্ন/মতামত জানাতে পারেন কমেন্ট, ফেসবুক মেসেজ অথবা [email protected] এই ইমেইলে।

(লেখাটি ফেসবুকে দেখুন এখানে Click This Link )

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

মহা সমন্বয় বলেছেন: কিছু মানুষ শুধু পেপাল পেপাল করে চিল্ল্যায়, কাজের নামে খবর নাই। দেশে পেপাল থাকলেই কি তারা ফ্রীল্যান্সিং করে হাজার হাজর ডালার ইনকাম করতে পারবে? যারা ডলার আর্ন করতে পারে তারা পেপালের বিকল্পও জানে।
আর অবৈধ পন্থার কথা কি আর বলব, অবৈধ পন্থা অবলম্বন করতে করতে আমরা অবৈধ জাতিতে পরিণত হয়ে যাচ্ছি। :P

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৫১

তানভির ইসরাক বলেছেন: ঘাস কাটবো কি করে সেটা নিয়েই চিন্তা, অথচ গরু কেনার খবর নাই! :P

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৮

বিজন রয় বলেছেন: ব্যাপার না।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৫১

তানভির ইসরাক বলেছেন: ব্যাপার মনে করলে অনেক কিছু, না করলে কিছুই না!

৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৩

বর্ণিল হিমু বলেছেন: দেশের কথা ভাবছেন তাহলে......!

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৩

তানভির ইসরাক বলেছেন: ভালোভাবে বাঁচতে হলে ভালো একটা বাসস্থান প্রয়োজন। নিজের জন্য হলেও দেশের কথা ভাবতে হবে। যদিও, দেশটা আমারই! :)

৪| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: আপনি অনেক প্রতিশ্রুতিশীল।
এগিয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.