অনেক অনেক দিন আগে ডিডালাস নামে এক গ্রীক শিল্পী ছিল। দেশে দেশে সবাই তার সৃষ্টিকর্মের প্রশংসায় ছিল পঞ্চমুখ। তার ছিল এক মা হারা ছেলে নাম ইকারাস। ডিডালাস এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে পছন্দ করতো আর এভাবেই রাত সৃষ্টিকর্ম ছড়িয়ে পড়তো দেশ থেকে দেশান্তরে।
নীল শাড়িতে একদিন আমার সাথে বৃষ্টীতে ভিজবে খালি পায়ে দুজন ভেজা ঘাসে বৃষ্টিস্পর্শ নিবো। বৃষ্টির ফোটায় ফোটায় পা বাড়াবো একটু একটু করে বৃষ্টি শেষে আকাশের নীল আর তোমার নীল মিলেমিশে হবে আমার আকাশ নীলা। সময়...