![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল শাড়িতে একদিন আমার সাথে বৃষ্টীতে ভিজবে
খালি পায়ে দুজন ভেজা ঘাসে বৃষ্টিস্পর্শ নিবো।
বৃষ্টির ফোটায় ফোটায় পা বাড়াবো একটু একটু করে
বৃষ্টি শেষে আকাশের নীল আর তোমার নীল
মিলেমিশে হবে আমার আকাশ নীলা।
সময় যত বাড়ে নিয়তি তত নিষ্ঠুর হয়
ভুলে যাওয়ার জন্য কাছে আসিনি আকাশনীলা
আসিনি নিয়ে যেতে মুঠো ভরে রাখা দুঃখ নিতে।
এসেছি তুমাকে পূর্ণ করতে সময় থেকে সময়ে
বৃষ্টির ফোটার মত অবিরাম স্মৃতির পাতায় লিখতে
সময় অতীত হবে আকাশ নীলা তুমি অমলিন হবে না।
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো
ভালো লিখেছেন+
শুভ কামনা রইল ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো কবিতাটি...#
৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: আহা কি আবদার !!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
সমুদ্র শাঁচি বলেছেন: ভালো লাগলো বেশ। তবে তুমাকে#তোমাকে