নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অনেক দিন আগে ডিডালাস নামে এক গ্রীক শিল্পী ছিল। দেশে দেশে সবাই তার সৃষ্টিকর্মের প্রশংসায় ছিল পঞ্চমুখ। তার ছিল এক মা হারা ছেলে নাম ইকারাস। ডিডালাস এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে পছন্দ করতো আর এভাবেই রাত সৃষ্টিকর্ম ছড়িয়ে পড়তো দেশ থেকে দেশান্তরে।

তানভীর শিশির

আমি বাংলাদেশী

তানভীর শিশির › বিস্তারিত পোস্টঃ

আকাশনীলা

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

নীল শাড়িতে একদিন আমার সাথে বৃষ্টীতে ভিজবে
খালি পায়ে দুজন ভেজা ঘাসে বৃষ্টিস্পর্শ নিবো।
বৃষ্টির ফোটায় ফোটায় পা বাড়াবো একটু একটু করে
বৃষ্টি শেষে আকাশের নীল আর তোমার নীল
মিলেমিশে হবে আমার আকাশ নীলা।
সময় যত বাড়ে নিয়তি তত নিষ্ঠুর হয়
ভুলে যাওয়ার জন্য কাছে আসিনি আকাশনীলা
আসিনি নিয়ে যেতে মুঠো ভরে রাখা দুঃখ নিতে।
এসেছি তুমাকে পূর্ণ করতে সময় থেকে সময়ে
বৃষ্টির ফোটার মত অবিরাম স্মৃতির পাতায় লিখতে
সময় অতীত হবে আকাশ নীলা তুমি অমলিন হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

সমুদ্র শাঁচি বলেছেন: ভালো লাগলো বেশ। তবে তুমাকে‌‍#তোমাকে

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো


ভালো লিখেছেন+


শুভ কামনা রইল ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো কবিতাটি...#

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আহা কি আবদার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.