নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ প্রিয়ম

তানভীর আহমেদ প্রিয়ম › বিস্তারিত পোস্টঃ

হারানোর বেদনা

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৬

>ওই মেয়ে শুন ...
>কি হইছে?(রাগী গলায়)
>চলে যাবে?
>হ্যা
>কেন?
>আপনি চলে যেতে বলেছেন তাই
>আমি বললেই তুমি চলে যাবে?
>জী কারন আমি আপনাকে অনেক ভালবাসি। আপনার কথার অবাধ্য হতে আমি পারব না।
>বালিকা শুন।
>বলেন ....
>তোমার জন্য একটা গান গাইব শুনবে?
>হুম।
>…………………
"হঠাৎ মনে পড়ল তোমার,
মনে পড়ে গেল সেই ছেলে মানুষি,
হারিয়ে গেছে কোথায়?
হঠাৎ আজ মনে পড়ল তোমার,
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি।
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি,
পিয়ানোতে সুর তুলেছি।
হৃদয় জুড়ে গেয়েছি
তাই আবার ফিরে যাই
আমি আবার আর একটা বার,
তোমার প্রেমে পড়তে চাই। "
.
.
বালিকা সুযোগটা কি দিবে আমায়?
>হুম। (কাদো স্বরে)
>ছেড়ে যাবে না তো?
>কখনোই না।তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমিই যে আমার দুনিয়া। ভালবাসি বড্ড বেশি ভালবাসি তোমায়।
>আমিও।
>কি আমিও?
>তোমাকে বড্ড বেশি ভালবাসি নীলিমা।
.
.
.
.
২বছর আগের স্মৃতীকে নিয়ে এখনও বেচে আছে নীল।
ডায়রীটা পড়ছে আর পুরোনো স্মৃতীতে হারিয়ে যাচ্ছে বার বার।
আর অঝোর ধারায় চোখ থেকে পড়া নোনতা জলগুলো ডায়রীর পাতাকে ভিজিয়ে দিচ্ছে।
আজ নীলিমা নেই।
সে তার দেয়া কথা রাখেনি।
সে চলে গেছে না ফেরার দেশে।
.
.
.
নীল আর নীলিমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল।
তবে বিয়ের আগে তাদের রিলেশন ছিল মাত্র ২ মাসের।
নীলিমার তাহসানের প্রত্যাবর্তন গানটা খুব পছন্দের ছিল।
.
.
এ গানটা গেয়েই নীলিমাকে প্রপোজ করেছিল নীল।
.
.
তার রাগ ভাঙ্গানোর উপায়ও ছিল এই গান।
.
.
দুইজন দুইজনকে খুবই ভালবাসত।
কিন্তু তাদের জীবনের এই সুখকর মূহুর্তগুলো বেশি দীর্ঘস্থায়ী হয় নি।
.
.
বিয়ের ৮ মাসের মাথায় নীলিমার মাথায় প্রচুর ব্যাথা শুরু হয়ে যায়।
বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর ধরা পড়ে ব্রেন টিউমার।
.
.
সেই টিউমারটাই ছিল তাদের ভালবাসার শত্রু।
টিউমারটা বাচতে দেয়নি নীলিমাকে।
অপারেশন থিয়েটারেই মৃত্যু হয় নীলিমার।
সেই মৃত্যু মেনে নিতে পারে নি নীল।
.
.
.
আর তখন থেকেই নীল অন্যরকম হয়ে গেছে।
আজ খুব মিস করছে নীলিমাকে নীল।
.
কালো গীটারটা নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদের এক কর্নারে চলে আসল নীল।
.
আকাশের দিকে তাকিয়ে গীটারের টুংটাং শব্দে সুর তুলে নীলিমার সেই পছন্দের গানটি আবার গাইতে শুরু করল ...
.
.
""হঠাৎ মনে পড়ল তোমার,
মনে পড়ে গেল সেই ছেলে মানুষি,
হারিয়ে গেছে কোথায়?
হঠাৎ আজ মনে পড়ল তোমার,
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি।
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি,
পিয়ানোতে সুর তুলেছি।
হৃদয় জুড়ে গেয়েছি
তাই আবার ফিরে যাই
আমি আবার আর একটা বার,
তোমার প্রেমে পড়তে চাই। "


হয়তো তার গান নীলিমা শুনবে আকাশ থেকে।
হয়তো তার পাশে এসে বসবে।

.
.
লেখকের কথা:-
আপন মানুষগুলো কেন হারিয়ে যায়?
যদি হারিয়ে যাওয়ারই হয় তাহলে কেন হঠাৎ করে এসে জীবনটাকে উলটপালট করে দিয়ে যায়?
কি দরকার তাদের জীবনে আসার?


লিখা:- Tanvir Ahamed Priom( সোনালী দুঃখ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.