নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ারফুলি কেয়ারলেস

অসঙ্গায়িত

কেয়ারফুলি কেয়ারলেস › বিস্তারিত পোস্টঃ

যখন স্বপ্ন ভাঙে তোমার আমার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ক্লাস নাইন কি টেন। অফ পিরিয়ড। বোরিংনেস দূর করার জন্য আমাদের এক ত্যাদড় বন্ধু খাতায় নিউজ রিপোর্ট লেখা শুরু করল। ভাবখানা এমন যে সে কোনো পত্রিকার রিপোর্টার ও সম্পাদক। তার পত্রিকার প্রথম কাল্পনিক রিপোর্ট ছিল অনেকটা এই রকম , "আমাদের এক ছেলে বন্ধু (যাকে আমরা মেয়ে বলতাম) ধষির্ত হয়েছে। ধর্ষকের বিচারের দাবিতে তার সহপাঠীরা বিক্ষোভ করেছে। কিন্তু বিক্ষোভে কোনো ফল না হওয়ায় বিক্ষোভকারীরা ফিরে এসে অই ধষির্ত বন্ধুকেই আবার ধর্ষণ করেছে B-) :P"



যারা কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের কি উচিত এখন তার মুক্তি চেয়ে শিবিরের সাথে হরতাল করা? কাদেররা তো এক বছর পরেই ছাড়া পাবে। তখন এই মানুষ গুলোর নিরাপত্তা দিবে কে?



এত খুন ধর্ষণের শাস্তি এত কম? কি হবে লেখাপড়া করে? প্রতি দিন সকাল আটটায় বের হয়ে কলেজ তারপর কোচিং শেষ করে আটটায় বাসায় আসা। তার চেয়ে ঐ ধর্ষক খুনীদের মতো হয়ে যাই, ভাগ্য ভাল হলে মন্ত্রী বা প্রধানমন্ত্রী আর খারাপ হলে এক বছর জেলে জামাই আদরে কাটিয়ে নেক্সটে আবার মন্ত্রী। তাও গ্রাজুয়েশনের পর এই বেজন্মা গুলোকে স্যার স্যার করার চেয়ে ভালো।



পাকি কুত্তার চেয়েও বেশি ঘৃণা করি রাজাকার বেজন্মাদের। ওরা না থাকলে মুক্তিযুদ্ধে আমাদের ৪০% ক্ষতি হতো কিনা সন্দেহ। আর তাদের শাস্তি কিনা শুধু যাবজ্জীবন? যাবজ্জীবন তো তাদের হওয়া উচিত যারা এই কুত্তা গুলোকে বাচাঁনোর জন্য হরতাল করে।



৭১ এর গেরিলা বাহিনীর প্রধান আপাতত সুইডেনে থাকেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তাকে যেন সুইডেনেই কবর দেয়া হয়। একজন মুক্তিযোদ্ধা কতটা কষ্ট পেলে এই কমেন্টে করতে পারে? :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.