![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন মানুষ,তবে স্বপ্নই আমাকে অস্বাধারণ কোন কিছু করার ক্ষেত্রে অক্সিজেন যোগিয়ে থাকে।মানে আমি স্বপ্নবাজ।
চলছি তো সেই চৌদ্দের ঘর থেকে আজ অব্দি,
হামেশাই সঙ্গ ভঙ্গ দিয়ে দু'জন দু'পথ ধরার গল্প অনেক.....
কৈ কখনো কি খাঁদের গভীরতা আমাকে হতাশ করেছে?
নাহ,আমি বার বার বিশ্বাস করেছি তুই বন্ধু-অভিমানী তবে রাগী না।
দেখ,আমাদের বন্ধুত্ব শৈশব পাড়ি দিয়েছে সেই কবে,
কৈশোরের অস্তায়ন্তে দাঁড়িয়ে-যখন স্মৃতি রোমান্তর করি,
তখ্ন মমগহিনে শুধু অভিমানী রাত আর মেরুকরণের বিকেলগুলোই উঁকি দিয়ে জানান দেয় পুন:মিলনের গল্প।
একদিন যৌবন আসবে,বার্ধক্যও,
তবু বিশ্বাস আর আস্থাকে কখনোই বার্ধক্যের কালো চাদর ঢেঁকে দিতে পারবে না।
জানিস, আজও তোর রাগ ভাঙ্গানো আদুরে ডাকটি শোনার জন্য
কত বার রাগে অগ্নিমূর্তি ধারনের চেষ্টা করি কিন্ত তুই......!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
Tarek mostofaা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
কল্লোল পথিক বলেছেন: বাহঃ বাহঃ বেশ হয়েছে