নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

আমরা যার যার অবস্থান থেকে কোন না কোনভাবেই প্রতারিত হচ্ছি

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩



কাউকে ঠকাতে চাইলে বুদ্ধির প্রয়োজন নেই, একটু বেঈমান হলেই হয়। কারো সাথে মিথ্যা বলতে খুব চালাক হতে হয় না, শুধু সত্যটা অস্বীকার করে নিজেকে মিথ্যুকের জায়গাটা দিয়ে দিলেই হয়। কাউকে ঠকিয়ে বা কারো সাথে প্রতারণা করে, প্রতারক শুধু ভাগ্যের সাথে এক অলিখিত চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে অদৃশ্য কালিতে লেখা থাকে তাকেও অন্য কারো কাছে ঠকতে হবে।

একজন প্রতারক অন্যকে যতটা না ঠকায়, তার চেয়ে বেশি সে নিজেকে ঠকে। যে মাত্র সে কারো সাথে প্রতারণা করলো, সে-ই মাত্র সে নিজের চরিত্রে 'প্রতারক ' সিলটা মেরে দিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো যে আপনার ক্ষতি করলো। আপনার ক্ষতিটা সাময়িক কিন্তু প্রতারকের ক্ষতিটা চিরস্থায়ী। কারণ এরপর আজীবন সে প্রতারক হয়েই বেঁচে থাকবে।
দুধে পানি মিশিয়ে একটু বেশি লাভ করে যে বিক্রেতা পকেট ভারি করে খুশিতে মাছ কিনতে যায়, তাকেও ফরমালিন যুক্ত মাছ কিনে অন্যকে ঠকানোর শাস্তিটা পেয়ে বাসায় ফিরতে হয়। (উধাহরণ একটিই দিলাম) পৃথিবীতে আপনি যা দিবেন তাই ফেরত পাবেন। পৃথিবীর সবাইকে ফাঁকি দেয়ার মত বুদ্ধি আপনার থাকতে পারে, কিন্তু সৃষ্টিকর্তাকে কিভাবে ফাঁকি দিবেন? পৃথিবীর সব কিছু অবৈধ দখল করার ক্ষমতা আপনার থাকতেই পারে, কিন্তু মৃত্যুর পর তো থাকার মত সাড়ে ৩ হাত জায়গাটা আপনাকে অন্য কেউ করে দিবে। নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবসময় যে সেরা কাজগুলো করতে হবে তা কিন্তু নয়; শুধু খারাপ কাজগুলো না করলেই হয়। খারাপ কিছু বর্জন করলে ভালো কিছু এমনিতেই অর্জন হয়।
.........নিজের জন্য বলা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২

সনেট কবি বলেছেন:







তারেক ফাহিমের ‘আমরা যার যার অবস্থান থেকে কোন না কোনভাবেই প্রতারিত হচ্ছি’ পোষ্টে মন্তব্য-

আল্লাহকে ফাঁকি দেয়া অসম্ভব সেটি
হয়তবা ঠকবাজ বুঝেনা তেমন
সে হয়ত মনে করে বিশাল সাম্রাজ্যে
কতআর দেখবেন আল্লাহ মহান?
যে দিন সে দেখবে সে কত বড় ভুলে
ডুবে ছিল এতকাল তখন যে তার
কি অবস্থা হবে সেটি বর্ণনা অসাধ্য
তখন পাবেনা সেতো ফিরবার পথ।

মানুষ যখন বুঝে আল্লাহ কেমন,
তখন মনেতে তার ভয় এসে বানে
হৃদয় কম্পনে খোঁজে আল্লাহর পথ।
আল্লাহকে না চিনে কি ভয় কেউ পায়?
বাঁচতে বিপদ হতে তাঁকে চিনে নিয়ে
চল্লে সুপথে তবেই মিলবে কল্যাণ।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

সনেট কবি বলেছেন: খায়েশের বদলে ইচ্ছে পূরণ বল্লে ভাল হতো।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

তারেক ফাহিম বলেছেন: ভুলগুলো ঠিক এমন করে ধরে দিবেন প্রীয় কবি।

অাল্লাহ্ আপনার মনের আশা পূর্ণ করুক...... আমিন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

মহসিন ৩১ বলেছেন: অনুপ্রানিত বোধ করছি ; সেটা কিরকম? ---সে টা হচ্ছে আমিও একটি সময় এমন করে ভাবতাম ।এখন মনে হচ্ছে , সেসব হয়ত ছিল ধর্মীও উৎসজাত ভাবনা । তাই আজ এমনটা আর ভাবতেই পারছি না । এ লেখায় আমার মনের সেই পোড়া কন্দরে হটাত ভাবনা উদয়---তবে কি এখন আমার পশু উতসারিত ভাবনায় দায়বদ্ধতা ঠেকেছে----। জানিনা আমি ; হবেও বা হয়ত! ব্যাপার যাই হক; আমার বন্ধুরা কিন্তু সেইসব দিনগুলোতে আমার ভাবনায় অনুপ্রানিত হত না মতেই , তারা অট্টহাসিতে ফেটে পড়তো ।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

তারেক ফাহিম বলেছেন: কে কি ভাববে সে দিক খেয়াল না করে নিজের গতিেত চলা শ্রেয়, অামি মনে করি।

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ।ূ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

খায়রুল আহসান বলেছেন: খারাপ কিছু বর্জন করলে ভালো কিছু এমনিতেই অর্জন হয় - নিজের জন্য বলা হলেও, ভালই বলেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, ভাইয়া
আপনার কাছে প্রশংসিত হয়েছি বলে অনুপ্রাণিত হচ্ছি।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু সুন্দর কথা, ভাল কথা উপস্থপনের জন্য শুধু ধন্যবাদ নয় শুভ কামনাও থাকলো।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

তারেক ফাহিম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অাপনি ও অভিনন্দন জানবনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.