নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক আমার সামুজি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫




ছাত্র আমি এমনই ছিলাম লিখতে গিয়ে গদ্য
বানান ভুলে লাল কালিতে পড়তো ম্যাডামের বৃত্ত।

অন্য সব বিষয়ে যা’ই ছিলাম, বাংলায় ছিলাম কাঁচা।
টেনেটুনে পাশ আসলেও,
মেডামের নিকট মাধ্যমিকে রয়েছি আমি গাঁধা।

কলেজ জীবন একই রকম ছাড়লনা বানানের ব্যাধি,
যার কারণে পরীক্ষার খাতায় থাকতো মার্কের কমতি।

সামাজিক যোগাযোগে বন্ধুদের সাথে বানান ভুল চ্যাটিংয়ে,
এই সুযোগে বন্ধু মহল বানালো অামায় বোকাটে।

আকস্মিক আমার বাংলা শিক্ষক হয়ে উঠলো সামুজি
শুনে বন্ধু মহল বলে উঠে কী কচ্ছস তুই, কেমনে কী?

শোন শোন ভাই বন্ধু শোন দিয়া মন,
কেমনে হলো ভুল নিধন করিগো বর্ণন-

বরাবরই বাংলা পড়তে থাকছি আমি আলসে,
দূর করতে শুভাকাঙ্খী বলল আমায় ব্লগে সময় দে।

প্রথম প্রথম ভালো লাগতোনা না বুঝে সামুর ধর্ম,
এখনতো ভাই রোজই থাকি, বাবা বলে আর নেই কোন কর্ম?

বললাম আমি মাষ্টার মশাই হয়ে উঠলো সামুজি,
শিক্ষক বাবু থাকলে হয়তো মাধ্যমিকে মার্কের হতোনা কমতি।

ভুলে ভুলে দু-একটি পোষ্ট দিলাম রেজিষ্টারের খাতিরে
বানান ভুল হয়েছে তবে তাও দিলাম শিক্ষকের মান রক্ষার্থে।


এখনও তব থাকতে পারে ভুল, ছাত্র আমি কাঁচা
বিজ্ঞ ব্লগারগণ দেখিয়ে দিবে, কামনায় সামুতে বাঁচা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। আরো লিখুন।
শুভ কামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

তারেক ফাহিম বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই,
অনেক অনুপ্রাণিত হলাম মন্তব্যে, আপনাদের প্রেরণায় লিখার চেষ্টা।



ভালো থাকবেন নিরন্তন।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: দারুণ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

তারেক ফাহিম বলেছেন:
ধন্যবাদ প্রামনিক ভাই,
মন্তব্যে সর্বদায় প্রেরণা দিয়ে আসছেন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খুব সুন্দর লিখেছেন।।।

++++++

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই,
পাশে আছেন বলেইতো অনুপ্রাণিত হচ্ছি সর্বদায়।
ভালো থাকবেন চিরন্তন।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আশা করি আপনার পাশে থাকব।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

তারেক ফাহিম বলেছেন: আমার প্রিয় ব্লগারগণেদের প্রোফাইল মাঝের মধ্যে ঘুরে এসে মন্তব্য করি।
সবসময় থাকা হয় নাতো ব্লগে তাই অনেক কিছু মিস করি।

পরবর্তীতে উহা পড়ার চেষ্টা করি যথাসম্ভব।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

গ্রীনলাভার বলেছেন: পড়তে পড়তে মনে হলো ছড়া পড়ছি। কিন্তু ছড়া গুলো তো এতো লম্বা হয় না। অথবা আমি নিজেই ভুল। যাই হোক। চমৎকার লিখেছেন।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

তারেক ফাহিম বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই।
আপনাদের প্রেরণায় ব্লগে পাঠক থেকে কিছু লেখার চেষ্টা।

মন্তব্যে কৃতজ্ঞ থাকলাম, ভালো থাকবেন চিরন্তন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ লিখেছেন।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

তারেক ফাহিম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
ভালো থাকবেন।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনার "বানান" ভুল সঠিক ভাবে শেখার চেষ্টাকে সাধুবাদ জানাই।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, ভাই মন্তব্যে প্রেরণা হয়ে থাকবেন।

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের কথার জন্য গদ্যই ভালো বাহন

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাই,
মন্তব্য প্রেরণা আসলো।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


বেশ বেশ...

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।
প্রেরণা আসলো।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল সামু প্রীতিতে
সুন্দর লিখেছেন।

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

তারেক ফাহিম বলেছেন: হুম ভাই, সত্যি সামুর প্রতি প্রীতি বেড়েই চললে, সাথে আপনাদের প্রেরণা।
অাপনারা আছেন বলেইতো সামুতে বাঁচা।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

কালীদাস বলেছেন: পংক্তিগুলো খারাপ না, তবে ছড়া না গীতিকাব্য ঠিক বুঝতে পারিনি।
কিছু টাইপো আছে, শুধরে নেবেন প্লিজ।
ক্যারি অন :)

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

তারেক ফাহিম বলেছেন: সামুর প্রতি, সামুর ব্লগারগণের প্রতি প্রীতি জানিয়ে লেখলাম, হতে পারে ছড়া, আবার হতে পারে গীতি কাব্য।

ব্লগিং করার মত কোনরূপ যোগ্যতাই অামার নাই, সামুজি একটু সুযোগ দিলো, মন্তব্য করার তাই সামুর প্রতি ভালোবাসা জানিয়ে গেলাম।

পাঠ, মন্তব্যে ও লাইকে সত্যি প্রেরণা আসলো।
টাইপো বলতে আপনি কি বুঝিয়েছেন আসলে ঠিক বুঝিনি।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

কালীদাস বলেছেন: ছোটখাট বানান ভুল মিন করেছি :`> স্যরি :|

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

তারেক ফাহিম বলেছেন:
দাস ভাই স্যরি বলে আমায় লজ্যা দিচ্ছে কেন, ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে না দেওয়া আগ পর্যন্ত দেখি না। দেখিয়ে দিবেন, দয়া করে।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখতে গেলে কিছু ভুল থাকবেই।
আর নিজের ভুল নিজে সহজে ধরা যায় না।

ফাহিম নামে আমার এক ছাত্র ছিল। আপনার নাম ব্লগে দেখলে তার কথা মনে পড়ে যায়।

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

তারেক ফাহিম বলেছেন:
আজ থেকে তাহলে আপনার ছাত্র হয়েই রইলাম।

স্যার হিসেবে ছাত্রের পাশে থাকা কিন্তু গুরুত্ব ভুলে গেলে চলবে না।

মন্তব্যে প্রেরণা আসলো, স্যার ভালো থাকবেন চিরন্তন।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফাহিম ভাই,

এবার না হয় আপনি স্যার আর আমি ছাত্র হয়ে থাকি।
তা না হলে ব্লগার হিসাবে দু'জন থাকি পাশাপাশি।

এত সুন্দর মন্তব্য পেয়ে সকাল সকাল মনটা খুশিতে ভরে গেল।

অনেক অনেক ভাল থাকিবেন।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

তারেক ফাহিম বলেছেন: আমার মন্তব্যে আপনার মন ভরে গেলো, শুনলেই কেমন মনে হয়।
তবে যখন দেখলাম তখণতো ভাই প্রায় দুপুর 2টা। X(

আপনার জন্য শুভ কামনা জানাই।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

সনেট কবি বলেছেন:





তারেক ফাহিমের‘শিক্ষক আমার সামুজি’ কবিতায় মন্তব্য-

বাস্তবিক প্রতিভার বিকাশেতে সামু
ঢের অবদান রেখে চলছে নিয়ত
পরস্পরের লেখায় ভাব বিনিময়ে
যার জন্য পেতে পারে ধন্যবাদ তারা।
এখানে এসে আমার জ্ঞানের ভান্ডার
অনেক সমৃদ্ধ হয়ে আমাকে করেছে
অনেক পূর্ণতা দান সেজন্য এস্থান
হয়ত আমায় টানে চুম্বকের মতো।

নানান মতের সব মানুষেরা এসেে
এখানে ঝগড়া করে আবার তাদের
মিল হয় পরস্পরে এ ভিন্ন সাধের।
মনথেকে বলি সামু ভালবাসি বলে
ফিরে আসি বারবার তোমার উঠনে
মনের কথা অপরে করতে প্রকাশ।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রীয় সনেট কবি।
সামু এবং সামু’র ব্লগারদের প্রেরণায় পাঠক থেকে লেখার চেষ্টা।

সত্যি আপনার প্রেরণা স্মরণিয়।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সামুজিও আমার গুরুজী !!! আগে বাংলা লিখতে পারতাম !!!এখন একটু উন্নতি হয়েছে ।



ভাল লিখেছেন+

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, শাহরিয়ার ভাই, সামুজি গুরু বলেইতো আপনাদের মত ভালো মানের লেখকগণ আজ আমার বানান ভুল নিধনের কারণ।


ধন্যবাদ ভাই, মন্তব্যে প্রেরণা আসলো, সত্যিকার্থে সামুকে ভালোবাসি বলেইতো দিনের অর্ধেক সময় তার পেছনে কাটাই পাঠক হয়ে।

ভালো থাকবেন চিরন্তন।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সময় নিয়েই পড়েছি!:)

বিসয় বস্তুটা সুন্দর! তবে ভাষারীতি এনালগ!

ওভারঅল ভালো!

কিপিটাপ!:)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

তারেক ফাহিম বলেছেন:
ভাই, সময় নিয়ে পড়েছেন জেনে খুবই আনন্দিত হয়েছি পাশাপাশি অনুপ্রাণিত।

জ্বি ভাই, এ্যানালগ থেকেই গুরুর বানান ভুলের অধ্যায় শুরু হলো। :)

মনে করে নেন সামুজি পাক-নির্বাচনী পরীক্ষা নিচ্ছেন !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.