নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

অপার্থিব

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮



অনেকদিন পর লিখতে বসেছি,
জানিনা কি লিখব,
সামনে সাদা পৃষ্ঠা, হাতে কলম নিয়ে বসে আছি,
মাথার মগজ কাজ করছেনা,
সত্যি খুব বিরক্ত লাগছে,
তারপরেও লিখার একটু সাহস করছি।।

কেননা, সাড়া দেয় অনুভব আমায়
সেতো নয় মৃত,
সে-ই তো আছে, আমার মধ্যে
সদা জাগ্রত।।

সে কে !! অনুভব না অন্য কেউ ?
আমার মনকে আমিই প্রশ্ন করছি,
উত্তরটা নিশ্চয় সে-ই খুঁজে নিবে।।

সেজন্য বোধয়, মনটা ছুটে যায় গভীর অরণ্যে
সেখানে নেই কেউ,
আছে নির্জনতা, সকালের স্নিগ্ধতা, গোধূলির রঙ,
ভোরের অপেক্ষায় নিস্তব্ধ রাত আর
গাছের কোটরে আশ্রিত আমি এবং
আমার মধ্যে সে।।


প্রহরগুণা ক্লান্ত দেহে,
হেলান দিয়ে গাছের দেয়ালে,
নির্বাক হয়ে ভাবছি-
আমি কে ? কি আমার পরিচয় ?
আমি তো পার্থিব নই, তবে কেন এত অভিনয় !!

নিজেকে রহস্যজনক মনে হচ্ছে।।
আমার এই রহস্যের রস,
রক্ষণশীল পরিবেশ, প্রতিবেশ উপভোগ করছে,
আস্বাদনের মধ্যে দিয়ে।।

বাহ্ চমৎকার !! রক্ষণশীল পরিবেশ, প্রতিবেশ !!
আস্বাদন তো তোমাদের শোভা,
ভালোতো !! চালিয়ে যাও।।

অপার্থিব হয়ে, আমি ব্যতিক্রম।।
জানি, ব্যতিক্রম কখনো উদাহরণ হয়না,
তবে, ব্যতিক্রমই সৃষ্টি করে নতুন কিছু।।

স্বীকার করছি, পার্থিব হয়েও অপার্থিব আমি,
সুন্দর সংকল্পে,
আমার যে "ভালোবাসা" ও "শিল্প",
লিঙ্গেরও ঊর্দ্ধে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন:
প্রহরগুণা ক্লান্ত দেহে,
হেলান দিয়ে গাছের দেয়ালে,
নির্বাক হয়ে ভাবছি-
আমি কে ? কি আমার পরিচয় ?


এর উত্তর পেলে, দয়া করে আমাকে একটু নক করেন!!

এবার আমি শীত নিদ্রায় গেলাম। :)

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

তারেক ফাহিম বলেছেন: উত্তর পাচ্ছি না বলেইতো আপনাদের বললাম।

নিন্দ্রা থেকে উঠে প্রত্যিত্তর জানাতে ভুলবেন না :P

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
উপরের ছবিটি কি আপনার?
কবিতার সাথে ছবিটি ঠিক যাচ্ছে না পারলে বদলে দিয়েন।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

তারেক ফাহিম বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আন্দদিত হলাম।

ডেক্সটপে ছবিটি ছিলো তাই সাময়িক দিয়ে দিলাম।

চেঞ্জ করে দিবো।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

প্রথমকথা বলেছেন: "অপার্থিব "

ভাল লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

তারেক ফাহিম বলেছেন: অাপনার ভালো লাগা মানে আমারও ভালো লাগা।

অঅমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগত।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম ভাল।

আরো লিখুন।

০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব, আপনাদের প্রেরণায়।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: মঙ্গলময় কিছু ভাবতে হবে।

০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

তারেক ফাহিম বলেছেন: হুঁম দাদা ভাবার চেষ্টা।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো। লিখে যান।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া প্রেরণা হয়ে থাকবেন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে ++++



আপনার এতো উত্তর মিলবে কোথায়?

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

তারেক ফাহিম বলেছেন: হুঁম, ভাইয়া উত্তরেতো মিলাতে পারছি না। 8-|


প্লাসে প্রেরণা দিয়ে গেলেন।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

এফ.কে আশিক বলেছেন: অপার্থিব হয়ে, আমি ব্যতিক্রম।।
জানি, ব্যতিক্রম কখনো উদাহরণ হয়না,
তবে, ব্যতিক্রমই সৃষ্টি করে নতুন কিছু।।

দারুন লিখেছেন...
শুভ কামনা...

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

তারেক ফাহিম বলেছেন: ধণ্যবাদ ভাইয়া
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
শুভ কামনা জানবন, মন্তব্যে প্রেরণা হয়ে থাকবেন।

৯| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


সাদা কাগজ তো সাদা নেই, সেই পুরাতন প্রশ্নে ভরে গেছে, "আমি কে, আমরা কাহারা"।

এই প্রশ্নের সবাই নিজের করে নিজের কাছেই পেয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

তারেক ফাহিম বলেছেন: হা হা ভাইয়া; লিখার শুরুতেতো সাদাই ছিলো।

কবিতা লিখবো কখনো ভাবিনি, চেষ্টা করতেছি যা আসে মনে।
ছন্দের অমল ভুল বানান।

আপনাদের প্রেরণায় লেখার চেষ্টা।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার লেখনি। ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রেরণা হয়ে থাকবেন।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন একটি কবিতা। অনেক ভালো লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, আপনার ভালো লাগা জেনে অামারও ভালো লাগলো।

মন্তব্যে প্রেরণা হয়ে থাকবেন।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

কালীদাস বলেছেন:


অপার্থিব হয়ে, আমি ব্যতিক্রম।।
জানি, ব্যতিক্রম কখনো উদাহরণ হয়না,
তবে, ব্যতিক্রমই সৃষ্টি করে নতুন কিছু।।



এই লাইন তিনটা খানিকটা অন্যরকম লেগেছে।


:((

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ,
কালীদাস ভাই

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা র কথা গুলো ভালো লাগলো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

আটলান্টিক বলেছেন: পোষ্টের ছবিটা দেখে চমকে উঠলাম

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

তারেক ফাহিম বলেছেন: অপার্থিব কবিতায় আর কী ছবি দিব :-/

১৫| ০২ রা মে, ২০১৮ বিকাল ৩:২৭

এজাজ ফারিয়া বলেছেন: বাস্তববাদী কবিতা!

০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ফারিয়া ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.