নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

অনেক সময় পোষাকে ভদ্রতার পরিচয় মিলে না

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬





কাজের সুবাধে অনেক সময় আমাকে দুপুরে বাহিরে খেতে হয়। বিগত পাঁচ বছরের মত বাহিরে খেয়ে আসছি, ঠুনকো ব্যাপারে এই রকম আচরন আমার এই প্রথম দেখা......

গতকাল দুপুরে খাওয়ার জন্য একটা পরিচিত হোটেলে প্রবেশ করি। ঐ হোটেলে প্রায় আমার খাওয়া হয়। হোটেলকে একনজর দেখি কোথাও কোন খালি সীট নাই। মনে হয় ফ্রিতে খাওয়াচ্ছে! ফ্র্যাশ হওয়ার জন্য ব্যাসিংয়ের কাছে যেতে দেখি সেখানেও ভীড়। পরিবেশটা দেখতে এমনটাই লাগছিলো যে কুলখানী খাওয়ার শেষাংশ! যদিও ব্যাসিংয়ে একত্রে ৫টি ট্যাপ আছে। ট্যাপ খালি হবার অপেক্ষায় পিছনে দাঁড়িয়ে ছিলাম, দেখলাম আমার পাশে ও পিছনে যারা খেয়ে আসছেন তারা ও যারা খাবে তারাও দাঁড়িয়ে আছেন। এক ভদ্রলোক (পোষাকে) খাওয়া শেষ করে হাত দোয়ার জন্য ব্যাসিংয়ের দিকে ছুটে আসছে সবাইকে উপেক্ষা করে। আমার পেছন থেকে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করে আসতে গিয়ে মোটামুটি দুই-তিন জনের জামায় তার অপরিস্কার হাতের ময়লা লেগেছে। আমারও জ্যাকেটের বাম হাতাটাতে লেগেছে। দ্রুত বেগে আসাতে ও যাদের জামায় ময়লা হাত লেগেছে তারা তাকে অনেক কিছু বলেছে দেখে আমি আর কিছু বলি নাই।

লোকটি পানির ট্যাপ এমন গতিতে ছেড়েছে যে, পানির ছিটকা পাশের লোকটির গায়ে পড়ছে। লোকটির এখানে নতুন এখনো এক সপ্তাহ শেষ হয় নাই এখানে উপ-প্রকৌশলী পদে বদলী হয়ে আসছেন (পরবর্তীতে জানতে পেরেছি)। পোষাকে ভদ্র লোকটি স্থানীয় (খাই খাই ছেমড়া নেতা) ও আচারনে নোংরা টাইফের ট্যাপে গোড়ায় বুঝা গেলো।

পানি গায়ে পড়ছে দেখে ভদ্রলোকটি বলে আরও আস্তে ছাড়ুন না, আসার সময় গায়ে লাগালেন এখনকি গোসল করাবেন?

গায়ে লাগাইসি মানে? আমি কী ইচ্ছে করে লাগাইছি, তুই দেখতে পাসনি কানা নাকি? তোর গায়ে লাগে কেমনে। আসার সময় সরে দাঁড়াইতে পারসনি।

আপনি স্যরি বলার পরিবর্তে এমন আচরণ করছেন কেন?

তোকে স্যরি বলবো? তুই আমায় চিনস, আমি কে?

আপনি যেই হোন না কেন, এইটা কোন ভদ্রতা নয়।

তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? গলায় টাই ঝুলিয়ে নিজেকে ভদ্র ভাবতেছোস।
বের হয়ে আয় তোকে দেখাচ্ছি। তার আচরনে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে দেখতেছিলো। কিছু বলার সাহস পাচ্ছিল না মান যাওয়ার ভয়ে। ম্যানেজারও তার সাপোর্ট করে তাকে বুঝিয়ে শুনিয়ে বিল না নিয়েই হোটেল থেকে বাহির করে দিলো।

পরবর্তীতে আশপাশের লোকজনের বলা-বলিতে বুঝলাম সে খাই খাই নেতা ।


আমি ফ্র্যাশ হয়ে খেতে বসছি, কিছুক্ষন পর দেখলাম ভদ্রলোকটিও অসহায় মুখে আমার পাশেই এসে বসল এবং হোটেল বয়কে খাওয়ার অর্ডার দিলো। খেতে খেতে তার সাথে পরিচয় হল। তার গ্রামের বাড়ী কুষ্টিয়ায়। এখানে প্রকৌশলী পদে এলজিইডিতে আসছেন এখনো একসপ্তাহ যায় নি। এখানকার সব কিছুই তার কাছে নতুন। আমায় জিজ্ঞাস করলো ভদ্র লোকটি, ঝামেলা করা লোকটিকে চিনি কিনা। আমি তার চোখে মুখ দেখে বুঝছি সে হয়ত লোকটিকে উচিত শিক্ষা দিবেন সে জন্য পরিচয় জানতে চেয়েছেন। আমি ভালো করে চিনি নাই বিধায় হোটেল ম্যানেজারকে (পরিচিতি) ডেকে জিজ্ঞাস করলাম লোকটির সম্পর্কে ম্যানেজার উত্তরে বলেন স্থানীয়। ছাত্রলীগের সাথে জড়িত। অল্পতেই মানুষের সাথে ঝগড়া করা তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। একে ছাত্র বললে ছাত্রকে কী বলবে আমি আশ্চার্য হয়ে বলি! ম্যানেজার চলে যাওয়ার পর আমি তাকে পরামর্শ দিই, ঠিকাদারগণতো লাভের আশায় আপনার পিছু ঘুরে স্থানীয় একজন ঠিকাদার দিয়ে তাকে সহজে শিক্ষা দিতে পারবেন। যারা আপনার পিছু ঘুরে, এসব খাই খাই নেতা তাদের পা ছাটা গোলামের মত।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি দেশকে ডুবায়ে দিয়েছে

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

তারেক ফাহিম বলেছেন: লীগ যত করছে দল মনে হয় ওতটা না।


২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিদেশে কামলা খাটি বলেছেন: এই সব পচা জিনিস বন্ধ করা হোক। নইলে আম জনতা হাতে লাঠি নিবে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তারেক ফাহিম বলেছেন: মান- ইজ্জতের ভয়ে অনেকে কিছু বলে না।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

আমি তুমি আমরা বলেছেন: দুঃখজনক।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক হলেও সত্যি।

পাঠ ও মন্তব্য ধন্যবাদ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: অসহনীয় অভিজ্ঞতা। পরিবার এবং প্রাথমিক শিক্ষকদের ব্যর্থতা!

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

তারেক ফাহিম বলেছেন: পরিবেশ আর সঙ্গ দোষও কম কিসের।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

শীত কেমন উপভোগ করছেন শ্রদ্ধেয়?


৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ওমেরা বলেছেন: ভাল তো ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

তারেক ফাহিম বলেছেন: অাপনার কাছে ভালো মনে হল?


অবশ্য অাপনাকেতো এসব ঝামেলা পোহাতে হয় না স্বদেেশর মাটিতে এরকম সমস্যা প্রায় হয়।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ওমেরা বলেছেন: আরে না , আমি বুঝাতে চেয়েছি আপনার ভাল একটা অভিজ্ঞতা হল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: অাচ্ছা, তাহলে অামিই নিজেই ভুল।

ভালো অভিজ্ঞতা কিন্তু খারাফ দিক :((

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭

কোলড বলেছেন: You taught me some bizarre expression!. I thought people go to hotel to stay the night but you went to eat! Though some hotels have onsite restaurant but I'm sure you were talking about a stand alone restaurant.

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

তারেক ফাহিম বলেছেন: হোটেলটি জেলা শহরজুড়ে খাওয়ার জন্য খ্যাতি অর্জন করেছে।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে খাই খাই নেতার অভাব নাই যাকে বলে পাতি নেত।

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

তারেক ফাহিম বলেছেন: সোহেল ভাই ঠিকিই বলেছেন এ দেশে পাতি নেতার অভাব নাই।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: এইসব কারনে আমার এই দেশে থাকতে ইচ্ছা করে না।

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

তারেক ফাহিম বলেছেন: ইচ্ছে না করলেও থাকতে বাধ্য হচ্ছি।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

আটলান্টিক বলেছেন: দোষটা তো পাবলিকেরই।এতোজন লোক যদি ওই লোকটাকে ধরতো তাহলে পরবর্তীতে নিজেকে নেতা পরিচয় দেওয়ার আগে দশবার ভাবতো

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক ফাহিম বলেছেন: আমি ধরলে আমার মান যাবে, ও ধরলে ওর মান যাবে এই ভেবে কেউ কিছু বলে নাই।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এধরনের লোক নেতা হলে দেশ তেনা্ হয়ে যাবে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

তারেক ফাহিম বলেছেন: ঠিক বলছেন জনাব।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: এসব পাতি নেতাদের ব্যবহারের কারণে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

তারেক ফাহিম বলেছেন: সত্য কথা বলছেন।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: হ্যা আসলেই দুঃখজনক হলেও সত্যি। শুভকামনা প্রিয় লেখক।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ জানবেন।

লেখক হতে পারছি অার কই?


সামু পরিবারের সাথে দুই চার কথা শেয়ার করা অার কী।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দুঃখজনক।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: হুঁম, সত্যি দুঃখজনক।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

আবু তালেব শেখ বলেছেন: আপনার বুদ্ধি দেওয়া টা সঠিক ছিল

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

শামচুল হক বলেছেন: পাতি নেতাদের দুর্ব্যবহারের কারণে দলের বদনাম।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

তারেক ফাহিম বলেছেন: সব নেতা না শুধু খাই খাই নেতা :(

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখজনক !!! এখন সবাই নেতার ভাব ধরে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

তারেক ফাহিম বলেছেন: সত্যি দুঃখ জনক নেতাদের কাছে সাধারণ জনতা অসহায় :((

মন্তব্যে ধন্যবাদ জানবেন।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

কালীদাস বলেছেন: এই বেজন্মার বাচ্চাগুলার অভিজ্ঞতা পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখতে পারব। এগুলার মায়েদের উচিত ছিল এগুলারে এবরশন করে ফেলে দেয়া জন্মের আগেই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

তারেক ফাহিম বলেছেন:
বেজন্মার বাচ্চাগুলোর অভিজ্ঞতা পৃষ্ঠা পৃষ্ঠা লিখা যাবে শুনে খারাফ লাগল।


মন্তব্যের প্রতিত্যত্তর দিতে গিয়ে প্রথম কয়েকবার প্রতিত্তরের পজিশন পাই নাই, তাই একটু লেট হল।



১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

আটলান্টিক বলেছেন: নতুন কিছু লিখুন ভাইয়া

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

তারেক ফাহিম বলেছেন: অামি পড়ার জন্য ব্লগিং করি,

বড্ড অলস ব্লগারগো অামি |-)
অাপনারাই লিখুন অামি নাহয় পাঠক হয়েই থাকি ;)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আমি সেফ হওয়ার পর আপনাকে পাইনি একবার ও, কতগুলো পোষ্ট দিলাম আপনার মন্তব্য নেই। সেফ হওয়ার আগে আপনি প্রথম কমেন্ট করেছিলেন আমার পোষ্ট এ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

তারেক ফাহিম বলেছেন: সেফ হলেন জেনে অভিনন্দন জানবেন।

আসলে একটু বিপাকে অাছি তাই।
ঘুরে আসলাম আপনার অভিযোগ শুনে তার পর প্রতিত্যত্তর দিলাম, সময় মিলিয়ে নিলে, বুঝতে পারবেন।

ধন্যবাদ জানবেন।

২১| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

নিয়াজ সুমন বলেছেন: এই সব কিছু উন্নয়নের লক্ষণ-- হা হা হা
ফাহিম ভাইয়া,,,

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: হঁম আমরাতো ভাই মধ্যম আয়ের দেশে পৌছে গেলুম এসব করে করে :D

প্রতিত্ত্যরের প্রজিশনটি সঠিক সময়ে ছিলো না তাই, প্রতিত্ত্যরে একটু দেরি হল সুমন ভাই।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.