নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯



কর্মচঞ্চল সেই সব মানুষদের কথা বলছি- যারা “কর্মই ধর্ম” নীতিতে বিশ্বাস করে তার সীমানাবদ্ধ জায়গাটুকুকেটই সবচেয়ে বেশি ভালোবাসতো। তাদের কাছে তাদের মহাশয়, সহকর্মীদের সময় দেয়াটাই যেখানে সবচেয়ে বেশি প্রাধান্যের ছিল আজ সেই সব কর্মচঞ্চল মানুষরাই তাদের অর্জিত কর্মকে চোখের অনলে দেখতে পারে না। কিন্তু কোনো এক সময় কারো কারো শত অলস বা ব্যস্ত সময়েও তাদের লগ্ন পাওয়া যেত না। কুকুরকে পাটকেল নিক্ষেপের মতোই দূর দূর করে তাড়িয়ে দিত তাদের বাল্য বন্ধু বা অতিশয় আপনজনকেও। আজ তারাই মনে করছে- কর্মচাঞ্চল্যই তাদের জীবনের সবচেয়ে বেশি ভুল ছিল।
এক অজানা শহরে পাড়ি জমিয়ে সেখানকার নবীণ বন্ধুদের প্রাধান্য দিতে গিয়ে পুরনো গ্রাম্য বন্ধুটাকে এতো বেশিই ভুলে গিয়েছিল যে, গ্রাম্য বন্ধুটার উপস্থিতির যে কোন মাধ্যমই তখন তার কাছে বিষ পানের মতো লাগতো। কিন্তু আজ অজানা শহরে নিজের অজান্তে কৃত পাপগুলোর কথা শেয়ার করছে পুরনো সেই গ্রাম্য বন্ধুটাকেই। অজানা শহর এখন কারো কাছে এতো বেশিই তিক্ততার যে, পারলে বুলডোজার দিয়ে শহরটাকে মুহূর্তেই উড়িয়ে দিতো।
কোনো এক সময় হুলস্থূল সেই যুবকটার গতিও আজ অনেক বেশি নিথর হয়ে গেছে। যেখানে তড়িৎ গতিতে চলাফেরার করার কারণে তার সম্মুখপানে কে পড়তো সেটাই তার অজানা ছিল। আজ অজানা সেই ব্যক্তিগুলোর কাছেই হুলস্থূল গতির ব্যক্তিটার আগমন অনেক বেশি মন্থর গতিতে। কারণ আজ সে আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে- তার পথচলাটাও খুব বেশি সন্তোষজনক নয় তার মহলে।
আপনার জীবনে দুঃখ, কষ্ট নাও থাকতে পারে বা আপনি যেগুলোকে আপনার অপূর্ণতা হিসেবে ভাবছেন সেটা নিছক অপূর্ণতা নয় অন্য কারো কাছে। কারণ এর চেয়ে খারাপ কিছুও হতে পারতো। আপনি হয়তো হাসি-তামাশায় পথ চলতে অভ্যস্ত। তাই বলে কারো দুঃখ, কষ্ট বা আক্ষেপগুলোকে আপনি হাসি-ঠাট্টা করে উড়িয়ে দিবেন এটা বোধ হয় ঠিক না। কারো গুরুতর কোনো সমস্যার বিষয়ের ব্যক্তিটিকে দেখে আপনি সহসাই হেসে ফেললেন এটার কোনো মানে থাকতে পারে না। কেননা আপনার জীবনেও এমন অনেক ঘটনা থাকতে পারে বা আসতে পারে যেটাকে সিন্ডিকেট করে কোনো এক সময় অন্যরাও আপনার সম্মুখপানে আপনার চেয়ে উচ্চ গতিতে হাসতে শুরু করবে। কারণ আপনার স্বভাব-সুলভ হাসিটা একদিন কারো গুরুতর বিষয়টাতেও নিয়ন্ত্রণ করতে পারেননি।
অনিচ্ছা সত্ত্বেও বৈষম্য সৃষ্টি করে যে আউটপুট আপনি পেতে চেয়েছিলেন আজ সেই আউটপুট-টাই লোকমুখে বার বার প্রচারিত। যেখানে আপনার সেই আউটপুটটা এখন কাউকে বার বার মিথ্যা বলে ঠেকাতে হচ্ছে।
বিশেষ বলতে ওই ব্যক্তিকেই বুঝাবে যেখানে কোনো একজন ব্যক্তিকে অনেকে স্মরণ করার পরেও সে শুধুমাত্র আপনাকেই স্মরণ করে। অথচ আপনি এমন কারো জন্য সেই ব্যক্তিটাকে ভুলে গেলেন বা আপনি যার জন্য সাময়িকভাবে তার সঙ্গ পরিত্যাগ করলেন সে ব্যক্তিটিও আপনাকে স্মরণ করার আগে তাকেই স্মরণ করেছিল। যদিও সেই ব্যক্তিটার ভালোবাসার মূল্যায়ন আপনার কাছে ওতটুকুই তার কাজে কথা দেওয়া সত্ত্বেও আপনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। যেখানে আপনার থাকার কথা ছিলো না সেখানেই আপনাকে থাকতে হলো। কিন্তু আপনার প্রতিটা কাজেই অন্য সবার চেয়ে তার উপস্থিতির হার শতভাগ ছিলো। বিশেষ ভালোবাসা আজ মনে হয় এমনই রূপ ধারণ করতে শুরু করেছে যেখানে পূর্ব-পর, একবার-শতবার কোনো কিছুই আপনার দ্বারে প্রাধান্য পাচ্ছে না।
সচরাচর আপনি যে কাজগুলো করে থাকেন অন্য কারো সংস্পর্শে গেলে ওই কাজগুলো আপনার আর স্মরণে থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঐ সচরাচর কাজগুলো আপনারই সৃষ্টি। একটি নির্দিষ্ট সময় হলেই যেখানে আপনার বার বার সময়ের কাঁটার দিকে তাকাতে হয়, আপনার প্রস্থানের সময় হয়ে যায় ঠিক সেই সময়টাতে অন্য কারো উপস্থিতি আপনার বার বার দৃষ্টি দেওয়া সময়ের কাঁটার কথা আর মনে করিয়ে দেয় না।
আপনি যেখানে অন্যের কাজ নিয়ে অহেতুক ব্যস্ত, সেখানে আপনার গুরুতর কাজ নিয়েই অন্যকে ব্যস্ত হতে হচ্ছে। কেউ আপনাকে স্বেচ্ছায় কিছু বললো ভেবে আপনার কাছে হয়তো বর্তমান সময়ে তার কোনো মূল্য নাও থাকতে পারে। কিন্তু এমনও সময় আসতে পারে আপনার কারো প্রতি স্বেচ্ছাচারিতার কোনো মূল্যও আপনি পাবেন না।
কোনো বিষয়ে যখন প্রাইভেসিই অবলম্বন করবেন- তখন সেটা এমনভাবে করা উচিত যাতে ওই প্রাইভেসি বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ জানতে না পারে। এমন কোনো প্রাইভেসি অবলম্বন করা উচিত না যেখানে আপনি নিজেই আপনার স্বার্থে এর কিছু অংশ কারো সাথে করলেন।
স্বীয় স্বার্থ পরিহার করে ত্যাগী হওয়ার মানসিকতা নিজের মধ্যে লালন করুন। কেননা- আপনার সাময়িকের ত্যাগগুলোই কোনো একদিন অন্যেরা আপনার এহেন মনোভাবের জন্য তাদের মধ্যে পোষণ করবে। দৃষ্টিভঙ্গি বদলান। কারো প্রতি আপনার কৃত আচরণ তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেটাই প্রকাশ করে।
এই হচ্ছে আমাদের প্রাত্যহিক পথ চলাগুলো। আমরা সবাই নিখুঁত বলেই দাবী করি আমাদের পথচলার পর্যায়গুলোকে। এমনকি কেউ কিছু বলার আগেই হুংকার করে বলে থাকি- আমার পথচলা প্রশ্নবিদ্ধ নয়।
সর্বোপরি একটা কথাই বলবো- অত্যাবশ্যকীয়তা বলতে কিছুই নেই। সবকিছুই আপনার নিজের কাছে। অত্যাবশ্যকীয় হলো সেটাই- “পাপ ছাড়া চিরস্থায়ী অন্ধকারের অবস্থানকে স্বীকার করে নেওয়া”।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



'এলোমেলো ভাবনাগুলো' চমৎকার ভাবে সাজিয়েছেন। ভাল লাগলো, তারেক ফাহিম ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: অনকে ধন্যবাদ প্রিয় কাওসার ভাই।

প্রথম মন্তব্যে আপনার কাছ থেকে পেয়ে ভালোলাগলো।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় লেখক।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

মন্তব্যে প্রেরনা আসলো।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

সাগর শরীফ বলেছেন: সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ।

মন্তব্যে কৃতজ্ঞ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ফাহিম ভাই এই লেখার সারমর্ম কি?

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

তারেক ফাহিম বলেছেন: এলোমেলো ভেবে শুধু শুধু নিজেই হতাশ হই।

নিজের হতাশা নিজের কাছেই থাক।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় লেখক।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ফাহিম ভাই এই লেখার সারমর্ম কি?

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

তারেক ফাহিম বলেছেন: ঐ যে, আগেরটা ;)

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাকু হাসান বলেছেন: ভালো বলেছেন । সুন্দর এলোমেলো ভাবনা ।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ রাকু ভাইয়া।

আমার ভাবনা এলামেলো হলেও আপনার কাছে সুন্দর লাগলো জেনে আনন্দিত।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয়।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

নীল আকাশ বলেছেন: দারুন লিখেছেন। আমাদের মন মনাষিকতার পরিবর্তন না করলে কিছুই ঠিক হবে না।
ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয়
মন্তব্যে কৃতজ্ঞ।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদের মতো দেশে, মানুষের জীবনটা কিভাবে কেটে যায়, মানুষ টেরও পায় না; কোন কিছু শোধরানোর সময় নেই

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব।

মন্তব্যে কৃতজ্ঞ।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এলোমেলো ভাবনা - চমেৎকার এলোমেলো ভাবনা। মনে হয় সবকিছু বাস্তবতার আলোকে লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: বাস্তবতাতো একটু আকটু থাকবেই B-)

মন্তব্যে কৃতজ্ঞ জনাব।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

মহসিন ৩১ বলেছেন: প্রত্যেকটা মুহূর্তই তো মানুশকে তারা করে, কয়জনাতে এটা জানে !! যখন নিজেই সেটা না দেখে-----। নিজের তাড়া বুঝতে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে --কেন ? --- সুসময়ে ও অনেক অনেক অসম বন্ধু আছে যারা তাদের এই উপেক্ষার তাড়ার বদলা নেবার জন্য প্রস্তুতি নেয়, মানুষ আজকাল যে এতটাই মূর্খ। অকর্মা ধাড়ি। সন্ত্রস্থ জীবনে বদলা নেয়া , হুমকি, প্রতিশোধ , এবং পাল্টা পালটি অবস্থান --- আজকের যুগে এসবই বাস্তব; অনেক অনেক ব্যস্ত তাতেও মানুষ অপমান ভুলে না। ---মানুষ শুধু শুধুই বয়স্ক হচ্ছে ! কারন, এখন তো মানুষের কাজ কামেরই মূল্যায়ন হচ্ছে না আর। ভোট ব্যাংক গুলো এতদিন পেট ব্যাংক হয়ে থাকতে পারলেও তারাও বদলে যাচ্ছে --'ভেট ব্যাংক'। এদেশটা খুবই pathetik হয়ে গেছে কেন যেন; জানিনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

তারেক ফাহিম বলেছেন: অল্প কথায় সুন্দর মন্তব্য রেখে গেলেন জনাব।


আমার ব্লগে স্বাগতম আপনাকে।

মন্তব্যে কৃতজ্ঞ।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর লেখা। খুব ভালো লাগল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রামনকি ভাই।

মন্তব্যে কৃতজ্ঞ।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

আখেনাটেন বলেছেন: ভাবনাগুলোকে মোটেও এলোমেলো মনে হয় নি।

কিছু বাক্য তো চিরন্তন।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া

মন্তব্যে কৃতজ্ঞ।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

আকতার আর হোসাইন বলেছেন: এলোমেলো ভাবনার গোছালো লিখা।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ হোসাইন ভাইয়া।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

পবন সরকার বলেছেন: ভাবনাগুলো খারাপ নয় ভালোই লাগল।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ সরকার ভাই।

ভাবনাগুলো আপনার ভালো লাগলো জেনে আমারও ভালোলাগা।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নজসু বলেছেন: শিরোনামে এলোমেলো; লেখাটা অত্যন্ত গোছানো।
কিছু কিছু বাক্য আমার কাছে অত্যন্ত দামী মনে হলো।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

তারেক ফাহিম বলেছেন: অনেক ধন্যবাদ নজসু ভাইয়া।

কিছু কিছু বাক্য আমার কাছে অত্যন্ত দামী মনে হলো
জেনে আনন্দিত হলাম।

আমার ব্লগে স্বাগতম আপনাকে।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবনার সাগরে ভেগে গিয়ে
তুমি কি পেয়েছ তারে
যারে পাওয়ার জন্য করেছ অবহেলা এই আমারে
....................................................।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

তারেক ফাহিম বলেছেন: দুঃখিত জনাব।
আসলে গত শুক্রবার থেকে ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত সময় পার করলাম।

ব্লগে নিয়ম করে আসা হয়নি।

কেমন আছেন আপনি?

মন্তব্যের কলামে আপনাকে পেয়ে কৃতজ্ঞ।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল। আপনি ?

নামাজ ও খাওয়ার পর বাকি কথা হবে ।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো।

নামজ ও খাওয়া শেষ করে নিন।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও ব্যস্ততায় ততটা সময় দিতে পারছিনা ব্লগে।

দিনকাল কেমন যাচ্ছে ?

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

তারেক ফাহিম বলেছেন: আগে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিত্ত্যরে দেরি হওয়াতে।

যাচ্ছে এক রকম।

সামুতে ভালোমানের লিখা পোষ্ট দিতে পারছি না, তাই একটু খারাপ লাগছে।

আমার অবসরের সঙ্গি প্রিয় এ প্রাঙ্গন।
কুশল জানতে চাওয়ায় কৃতজ্ঞ জনাব।

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা রইলো।।।সুন্দর ভাবনা।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

মন্তব্যে কৃতজ্ঞ।

২০| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! এলোমেলো মনের ভাবগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। +++

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

তারেক ফাহিম বলেছেন: প্রভা +++ গুলো লিখার প্রেরনা আসলো।

মন্তব্যে কৃতজ্ঞ।

২১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার এ এলোমেলো ভাবনাগুলো।
মানুষ শুধু শুধুই বয়স্ক হচ্ছে - মহসিন ৩১ এর ১০ নং মন্তব্যের এ অংশটুকুও ভাল লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

ভাবনাগুলো আপনার ভালোলাগলো জেনে লেখাটি স্বার্থক মনে হচ্ছে।

মহসিন ৩১
অল্প কথায় সুন্দর মন্তব্য করে গেলেন। তার মন্তব্য আমারও অনেক ভালোলাগলো।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

ওমেরা বলেছেন: এলো মেলো ভাবনা তাই এত গুছিয়ে লিখেছেন ! গোছানো ভাবনা কি ভাবে লিখবেন ?

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে পেয়ে প্রথমে ধন্যবাদ জানাই।

আমার কাছে অগোছালো মনে হলো, তাই শিরোনামটি এলোমেলো দিলাম B-)
গোছনা ভাবনা আমার অলস মগজে কখনোই পয়দা হবে না :(
সামুতে অতি কাচা ব্লগার থাকলে এই আমি।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


জাতি হিসেবে, বাংগালীরা এনালাইটিকেল নন।

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

তারেক ফাহিম বলেছেন: তাতো অবশ্যই।

অপ্রিয় হলে সত্যি।

পুণরায় মন্তব্যে পাওয়ায় ধন্যবাদ প্রিয় লেখক।

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২

হাবিব বলেছেন: এলোমেলো ভাবনা আপনার কলমের ছোঁয়ায় সুন্দর সাজিয়েন। ঠিক যেমন বিয়ের কনেকে সাজানো হয়। ভালো লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

তারেক ফাহিম বলেছেন: ঠিক যেমন বিয়ের কনেকে সাজানো হয়। একটু বাড়িয়ে বললেনা স্যার-)

পাশে থেকে ব্লগিং করতে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞ জানবেন জনাব।

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬

হাবিব বলেছেন: ভাই রে! আর কতকাল অপেক্ষা করবো? নতুন লেখা দেন না কেন?

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

তারেক ফাহিম বলেছেন: স্যার, সামু ব্লগে অলস কেউ থাকলে এ আমি একজন।

ভাবনায় ভালো কিছু আসে না।
তাছাড়া আপনাদের এমন ভালো ভালো পোষ্ট পড়ে আমার মগজ থেকে আগত ভাবনা লজ্জায় দৌড়ে পালায় :((

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ইসিয়াক বলেছেন: বেশ ভালো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।


আমার ব্লগে আপনাকে স্বাগতম, পাশে আছি পাশে থেকে ব্লগে পথচলতে সহায়তা করবেন আশা করি।

মন্তব্যে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.