নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মাকড়সার ফাঁদ

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪



“রাসু” নামেই পরিচয়। একাব্বর মাষ্টারের পালিত সন্তান। ওকালতি পড়ার জন্য ঢাকায় যাচ্ছে। যাওয়ার কালে মাষ্টারকে বলে স্যার আপনার ঋণ আমি কোনদিনই শোধ করতে পারুম না।
মাস্টার তার হাতে হাজার খানেক টাকা দিয়ে বলে, নাও, টাকাটা রাখো। মন দিয়া পড়াশোনা করবা। ঢাকায় পৌছাইয়া একটা চিঠি দিবা। আজ যদি তোমার চাচি বাঁচিয়া থাকতো তাহলে খুব খুশি হতো। থাক সেসব কথা, তোমার চাচি নাই তাতে কী? একাব্বার মাষ্টারতো আছে। সরমাইবা না, যখন যা লাগে টাকা পয়সা খবর পাঠাইবা। আমিতো এখনও মরিয়া যাই নাই। কই মা রূপা, ব্যাগ গোছানো হইছে? তাড়াতাড়ি দে। ট্রেনের সময় হইয়া গেছেতো রূপা একাব্বর মাষ্টারের ঔরষজাত কন্যা সন্তান, একাব্বর মাষ্টারের মা মরা মেয়ে। স্বপ্নে বিভোর আগামীর। ঘর বেঁধে সংসার করতে চায় রাসুর সাথে।
ব্যাগ গোছাতে গোছেতে রুপা বলে বাজান, তোমার আসলেই ধৈর্যটা একটু কম। খাওন আর ব্যাগ গুছাইতে বুঝি সময় লাগে না? এই নাও ব্যাগ আর টিফিন বাটি। অচেনা দূরের পথ। ঢাকা শহরের ব্যাপার, দে এগুলো আমার হাতে দে। আমি আস্তে আস্তে স্টেশনের দিকে আগাই বলে একাব্বর মাষ্টার রেল স্টেশনের দিকে এগুতে লাগলো।
রূপা নিজের দিকে খেয়াল রাখিস। মাষ্টার কাকার যত্ন নিস বলে স্টেশনের দিকে ধীর গতিতে হাটতে লাগলো। রুপাও পাশাপাশি হাটতে হাঁটতে বলে আমাদের চিন্তা করন লাগবো না, নিজের যত্ন নিয়েন, ব্যাগের ভিতরে মাপলারটি দিছি, মনে কইরা পইরেন। আপনেরতো একটুতেই ঠান্ডা লাগে। আমার কিচ্ছু হবে না তোর ভালোবাসা সবসময় আমাকে সকল রোগ শোক থেকে আগলে রাখবে। মাত্রতো দুইটা বছর, থাকতে পারবি না? রুপার দিকে একবার চেয়ে বলে রাসু। দেখিস দেখতে দেখতে কেটে যাবে। রুপা ভারাক্রান্ত হয়ে বলে বুকের খাঁচায় যারে বন্ধি করছি হের লাইগা দুই বছর ক্যান, ২০০ বছরও অপেক্ষা করতে পারমু। রাসু ভাই, ঢাকা শহরের লাল নীল বাতির মধ্যে এই রূপারে কী তুমি মনে রাখবা?
রাসু : তোরে ভুইলা যামু? এ কথাও মুখেও আনিস না আর । খালি ওকালতিটা পাশ করুম, তার পর তোরে ঢাকায় নিয়া যামু। আমার উপর সবার কত আশা। মাষ্টার কাকা, মজনু কাকা, তুই সবার। উকিল হইয়ায় প্রথম ক্যাইচটা করমু মজনু কাকার।
রুপা : রাসু ভাই, সারাদিন তোমারে কত জ্বালাইছি, মনে আছে? একবার আমারে সাঁতার শিখাইতে গিয়া ঢুবাইয়া পানি খাওয়াইছিলা। রাগে আমি ইটের ঢিলা মারছিলাম তোমার কপালে রক্ত আর সেকি রক্ত, কপালের দাগটা এখনও আছে। রাসু ভাই, ছোটবেলা থেকে তুমি আমারে একটা একটা শব্দ জোড়া দিয়া ভালোবাসা কারে কয় শিখাইছিলা। বিদায় বেলা একটা অনুরোধ রাখবা? তোমার পা দুইটা একটু আগাইয়া দিবা? আমি তোমারে একটু সালাম করুম।

বিঃদ্রঃ মাকড়সা নাটক ব্লগ গল্পাকারে রিপোষ্ট।
..........................চলবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাসু কী তার রেখে যাওয়া অতীতের মূল্যায়ন করতে পারবে?

সেটাই দেখতে চাই আগামী পর্বে!
অপেক্ষায় থাকলাম...

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

তারেক ফাহিম বলেছেন: আগামী পর্বের অপেক্ষায় আছেন জেনে ভালো লাগলো।


রাসু আপাতত ২ ব্ছরের জন্য ছুটিতে আছে।
অন্য কারো আগমন ঘটবে আগামী পর্বে ইনশাআল্লাহ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ সুন্দর লাগলো গল্পটি । নামকরণটিও বেশ ভালো লাগলো।

শুভকামনা প্রিয় ফাহিমভাইকে ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

তারেক ফাহিম বলেছেন: “প্রিয় ফাহিম ভাই” শুনতেও কেমন আহ্লাদী ভাব আছে।

মন্তব্যে কৃতজ্ঞ জনাব।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


লেখার ফরম্যাট ঠিক হয়নি, ডায়ালগ ও বর্ণনা মিশে একাকার হয়ে গেছে

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব,
আমি এখনো শিক্ষানবিশ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরি ,

লেখায় ভুল টুল আপনার চোখে পড়েনি? আপনারা কি পড়ছেন, নাকি গড়ে হরিবোল বলে মন্তব্য করছেন? "অকালতি" শব্দটাও তো চোখে পড়ার কথা!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

তারেক ফাহিম বলেছেন: আসলে লিখায় তাড়াহুড়ো ছিল, যার জন্য বানানগত ভুল হয়েছে।
ঠিক করে দিচ্ছি।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: আমাকে অনেকে রাসু বলে ডাকে।
রাজীবের রা আর সুরভির সু। রাসু।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

তারেক ফাহিম বলেছেন: গল্পের নায়ক নায়িকা আপনাদের করে দিবো??

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আসলে লিখায় তাড়াহুড়ো ছিল, যার জন্য বানানগত ভুল হয়েছে। ঠিক করে দিচ্ছি। "

-লেখার পর, কয়েকবার পড়ুন, তাড়াহুড়োর দরকার কি!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব, আপনার পরামর্শ মনে থাকবে।

পুণরায় মন্তব্যে পেয়ে কৃতজ্ঞ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

হাবিব বলেছেন: আহা কি মজা । অবশেষে আপনার লেখা পেলাম। এখনো পড়িনাই। তবে পড়তে ভয় লাগছে। মাকড়সার জালে যদি আটকে যাই?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

তারেক ফাহিম বলেছেন: আরে হাবিব স্যার যে,
আপনার অাজকের মন্তব্যের পীড়ায় থুক্ক প্রেরনায় ব্লগটি।

মাকড়সার জালে আটকাবেন না।

মন্তব্যে কৃতজ্ঞ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

রাকু হাসান বলেছেন:

এমন মাস্টার আমাদের হাজারো হোক । রাসু নামটি সুন্দর । +

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় রাকু হাসান।

রাসু নামটি আমারও খুব ভালো লাগে।

মন্তব্যে কৃতজ্ঞ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাসু উকিল সাব হউক। ওকালতি করুক। সবার স্বপ্ন পূরণ করুক।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞ জনাব।

রাসু উকিল সাব হয়ে কি কর্ম করে চোখ রাখুন পরের পর্বগুলোতে।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় গাজী সাহেবের একটি মন্তব্যের পরিপেক্ষিতে আবার আসা । আসলে আপনি একজন প্রবীণ গুণী ব্লগার । আপনার সিনিয়রিটি জ্ঞান ও বিচক্ষণতা থেকে যে মন্তব্য আপনি করতে পারেন বা ব্লগে যত সহজে বিচরণ করতে পারেন , আমাদের মতো অপেক্ষাকৃত নবীন বা ক্ষুব্ধ ব্লগারদের সেগুলো করাতে ভয়ানক সমস্যা আছে বলে আমার ধারণা । বাস্তবে আমার কয়েকবার বাজে অভিজ্ঞতা হয়েছে। আর পোস্ট আমি পড়ি । না পড়ে আমি কমেন্ট করি না । যদিও না পড়েও কমেন্ট করার একটি প্রবণতা আছে । ব্যক্তিগতভাবে আমি এসবের বিরোধী । ফাহিম ভাই চেষ্টা করছেন । নিশ্চয়ই একদিন আরও উন্নতি করবেন বলে আমি আশাবাদী ।

এবার অন্য একটি বিষয়ে বলি । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষার কিছু উচ্চারণের প্রভেদ আছে । ফলে ব্লগের এমনও বহু পোস্ট পায় যেগুলি কে আমি আঞ্চলিকতার কারণে ভুল বলে মনে করি না । অথচ বাস্তবে হয়তো ভুল হতেই পারে ।

ধন্যবাদ ও অভিনন্দন গাজী সাহেব ও ফাহিম ভাই দু'জনকেই ।

শুভকামনা রইল ।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই’র মন্তব্যগুলো এমনিই হয়।

উনি সিনিয়র ব্লগার, অন্যদেরকেও তার সম জ্ঞান বিচক্ষন হিসেবে ধরে নেন :(

আমি লিখবো কখনো ভাবিনি। প্রিয় প্রাঙ্গনে এসে আপনাদের মত গুনি ব্লগারদের লিখা পড়তে পড়তে লিখার ব্যার্থ প্রয়াস।

পুণরায় মন্তব্যে পেয়ে ভালোলাগা।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন কোন শব্দের মাঝে স্পেস হবে। মনদিয়া< মন দিয়া হবে।

ওকালতি হবে।

গল্পের কাহিনীটা সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

তারেক ফাহিম বলেছেন: ঠিক করে দিয়েছি জনাব।

মন্তব্যে কৃতজ্ঞ।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সর্বশেষ মন্তব্যটা মুছে দিয়েছেন না কি ?

দুটো অস্ত্র কি একসাথে ব্যবহার করা যায়? আপনার এই মন্তটা মনে এলে এখনো হাসি পায়।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

তারেক ফাহিম বলেছেন: সর্বশেষ মন্তব্যটা মুছে দিয়েছেন না কি ?

দুটো অস্ত্র কি একসাথে ব্যবহার করা যায়?
আমি চাইলেওতো মুছতে পারবো না মাইদুল ভাই।

আসলে বিষয়টি আমি এত সিরিয়াস ভাবিনি।

আমার এ মন্তব্যের জন্যই হয়তো মনে রাখছেন, আপনাকে পুণরায় আমার ব্লগে পেয়েছি।

যার পোষ্টে মন্তব্য করলাম উনি ছাড়া আমি মুছে ফেলার কোন উপায় আছে? আমার জানা নাই, প্রিয়।

পুণরায় মন্তব্যে আসায় ধন্যবাদ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

নজসু বলেছেন: আমিও রইলাম অপেক্ষায়।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

তারেক ফাহিম বলেছেন: আরে......হ্, নজসু ভা্ই যে।
কি সৌভাগ্য আমার, নজসু ভাই আমার পরবর্তী পোষ্টের অপেক্ষায় আছে।

ধন্যবাদ, প্রিয়। পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকার।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: শুরুটা মন্দ না। বানান নিয়ে আর একটু সতর্ক থাকা ভালো। যেহেতু ছোট লেখা দুই তিনবার চেক করে পোস্ট করা দরকার। বড় লেখা হলে দু চারটা বানান ভুল সমস্যার সৃষ্টি করে না।

চাঁদগাজী যেটা বলেছেন-- যতিচিহ্নের ব্যাপারেও সতর্ক হতে হবে। এখানে সংলাপে কমা, ঊর্ধ্বকমা ইত্যাদির ব্যবহারও সঠিক হওয়া চাই। তাছাড়া লেখাতে সংলাপগুলো খাপছাড়া মনে হবে। এই লেখাতে এই সমস্যাটা আছে।

শুভকামনা রইল।

মাস্টার< মাষ্টার
বিভোর < বিবোর

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।

আপনার পরামর্শ অবশ্যই মনে থাকবে।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গল্পের নায়ক নায়িকা আপনাদের করে দিবো??

একজন লেখকের এই ক্ষমতা আমাকে মুগ্ধ করে।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

তারেক ফাহিম বলেছেন: রজিব ভাই, পুণরায় মন্তব্যে পেয়ে খুশি হলুম।

গল্পের শেষে রাসু প্রতারক বেসে পাঠকের মত ঠায় পাবে, আমি চাই না, রাজীব ভাই এমনটি হোক ;)

সুরভি ভাবিরও এত কষ্ট সহ্য হবে না মনে হচ্ছে :D

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

নজসু বলেছেন:

মন পড়ছে, একবার পাঠ করে গেছিলাম। কমেন্ট ছিল দায়সারা গোছের।
সম্ভবতঃ সময় কম ছিল।

গল্পটা পুনরায় পাঠ করলাম। পরের পর্বগুলো পর্যায়ক্রমে পাঠ করবো।
রাসু একাব্বর মাষ্টারের পালিত সন্তান। পালিত পিতা-মাতাকে মা বাবা বলেই সম্বোধন করা উচিত সাধারণত।
কত বছর হতে রাসু আশ্রিত সেটা উল্লেখ নাই। সাঁতার শেখানোর কথা যখন উল্লেখ করা হয়েছে সেহেতু কিছুটা আন্দাজ করা যায়
ছোটবেলা হতেই।

ধরে নেই বুদ্ধি হবার পর হতে রাসু আশ্রিত। একাব্বর মাষ্টারকে স্যার ডাকাটা আমার কাছে বেমানান লেগেছে।
মাষ্টারের মেয়ে রূপা। গল্পপাঠে এগিয়ে না গেলেও বোঝা যাচ্ছিলো এই চরিত্রটি হবে রাসুর প্রেমিকা।
হতে পারে মাষ্টারকে বাবা ডেকে নায়িকার সাথে ভাই-বোনের সম্পর্ক তৈরি করতে চায়নি।
গল্পটি যদি মিলনাত্মক হয় তাহলে রাসু বিয়ের পর রূপার বাবাকে কি স্যার বলে ডাকবে?

গল্পের এক স্থানে রাসু মাষ্টার সাহেবকে মাষ্টার কাকা বলে সম্বোধন করেছেন। মাষ্টার সাহেব তার স্ত্রীকে রাসুর চাচী বলে উল্লেখ করেছেন।

কাকা-চাচা, কাকি-চাচি সবই এক তারপরেও লিখতে গিয়ে একটু সতর্ক হলে ভালো হতো না কি? কারণ সম্বোধনে স্যার ডাকটাও এসেছে।

গল্প গল্পই। কেউ যদি বলেন এতো বাছ বিচার করে লাভ কি?
আমি শুধু বলবো, গল্পগুলোকে ইচ্ছে করলে বাস্তবতায় রূপ দেয়া যায়।

ভাই, আপনি কি আমার কমেন্টে বিরক্ত হচ্ছেন? আমার এমন কমেন্টে যদি বিরক্ত হন তাহলে পরের পর্বগুলোতে শুধু সাধারন মন্তব্য করবো।
মাঝে মাঝে আমার মজা করে কমেন্ট করতে ভালো লাগে।

আপনি ব্লগের অন্য গল্পগুলোতে আমার করা বোকার মতো কমেন্টগুলো দেখতে পাবেন।

সংলাপগুলো সাধু চলিত আর আঞ্চলিকতায় মিশ্রিত।

বানান ভুলের বিষয়টা উঠে এসেছে।
কিছু শব্দের যদি আঞ্চলিক উচ্চারণ তুলে ধরেন তাহলে আমার কোন মন্তব্য নেই।

মাপলার, অকালতি, বন্ধি আরো দু'একটা থাকতে পারে।

যত কথাই হোক গল্প কিন্তু আমার ভালো লাগছে।
পরের পর্বপাঠে আবার কথা হবে।

রাসু আর রূপার জন্য শুভকামনা।



১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

তারেক ফাহিম বলেছেন: প্রথমে ক্ষমা চয়ে নিচ্ছি প্রতিত্ত্যরে দেরি হওয়াতে।

ব্লগটিতে পুণরায় মন্তব্যের কলামে আপনার মন্তব্য পড়ে আপনাকে পাঠক হিসেবে আমার পক্ষ থেকে গোল্ডেন-৫ দিলাম।

রাসু একাব্বর মাষ্টারের পালিত সন্তান। পালিত পিতা-মাতাকে মা বাবা বলেই সম্বোধন করা উচিত সাধারণত।
কত বছর হতে রাসু আশ্রিত সেটা উল্লেখ নাই। সাঁতার শেখানোর কথা যখন উল্লেখ করা হয়েছে সেহেতু কিছুটা আন্দাজ করা যায়
ছোটবেলা হতেই।
পরের পর্বগুলোতে রাসুর পরিচয় পাওয়া যাবে। রাসুকে মাস্টার কুড়িয়ে পেয়েছে এক ঝড়ের রাত্রে, যেমনটি বাংলা ছবিতে কোন কোন সময় আমরা দেখতাম ;)

একাব্বর মাষ্টারকে স্যার ডাকাটা আমার কাছে বেমানান লেগেছে।
মাস্টারের হাতের খড়ি ছিল রাসু, পরের পর্বগুলো পড়লে বুঝতে পারবেন আশা করি।

গল্প গল্পই। কেউ যদি বলেন এতো বাছ বিচার করে লাভ কি?
আমি শুধু বলবো, গল্পগুলোকে ইচ্ছে করলে বাস্তবতায় রূপ দেয়া যায়।
একেবারেই সত্য কথা বলছেন, ইচ্ছে থাকলে গল্পে বাস্তব রূপ দেওয়া যায়। আমিও চেষ্টা করে যাচ্ছি, আশা করছি পরের পর্বে আপনার মুল্যবান মন্তব্য পাবো।

আমার ব্লগে এত বিশ্লেষনধর্মী মন্তব্য একমাত্র আপনারটাই আমার চোখে পড়লো।

ভাই, আপনি কি আমার কমেন্টে বিরক্ত হচ্ছেন? আমার এমন কমেন্টে যদি বিরক্ত হন তাহলে পরের পর্বগুলোতে শুধু সাধারন মন্তব্য করবো।
মাঝে মাঝে আমার মজা করে কমেন্ট করতে ভালো লাগে।
কিযে বলেন প্রিয়। আপনাকে পুণরায় মন্তব্যে পেয়ে আমার অনেক অনেক ভালো লাগছে। বিরক্ত হওয়ার কোন কারনই নাই। প্রকৃত পাঠক এমনটিই হওয়া চাই। আপনি রসিক মানুষ, অনেক পোষ্টে আপনার এ রকমের মন্তব্য লক্ষনিয়।

সবশেষে বলবো, সামুতে আমি যুগ যুগ ধরে ব্লগিং করলেও আমি সহব্লগারের ছাত্রই থাকবো, ছাত্র হয়েই থাকতে চাই।

মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞ, জনাব।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: শুরু থেকে পড়া শুরু করলাম ....

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

তারেক ফাহিম বলেছেন: জ্বি আপুমনি।

শুরু থেকে পড়তে শুরু করলেন জেনে ভালোলাগছে।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: শুরুটা ভালই হয়েছে। আমাদের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে রাসু-রূপার মত এমনি কত প্রেম লুকিয়ে থাকে!
চাঁদগাজী, আখেনাটেন এবং নজসু এর মন্তব্যগুলো আমলে নিলে উপকৃত হবেন।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: অনেক আগের পোষ্ট শ্রদ্ধেয়।

মনে রাখায় কৃতজ্ঞ।

পরের পর্বগুলোতে মাথায় রেখে পোষ্ট দিলাম।

আশা করছি পরের পর্বগুলোতেও আপনার দৃষ্টিগোচর হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.