নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মাকড়সার ফাঁদ

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২



প্রথম পর্ব

একাব্বার মাস্টার রাসুকে বিদায় দিয়ে স্কুলের আঙ্গিনায় আসতেই চেয়ারম্যানের সাথে দেখা। যে কিনা অশিক্ষিত, তিনবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পদাধিকার বলে সেকেন্দার আলী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। স্কুলের নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণে ষড়যন্ত্রে ব্যস্ত।মাস্টারকে দেখে- কই মাস্টার কই যান?
মাস্টার : আসসালামুআলাইকুম,
চেয়ারম্যান : ওয়ালাইকুম, তা কেমন চলছে স্কুল?
মাস্টার : জ্বি তা, ভালোই।
চেয়ারম্যান : ভালো অইলেই ভালো। সব ভালো যার, শেষ ভালো তার। না কি মাস্টার?
মাস্টার : তা- আপনি আজ হঠাৎ?
চেয়ারম্যান : আইসা পড়লাম, সময় ঠিকমত পাই না। চারদিকে রাস্তা আর রিলিফের মেলা কাইজ কাম। তবে দায়িত্ব বলে
কথা। সবাই মিল্লা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বানাইয়া দিলো, নাও করতে পারলাম না। যাইক সে সব কথা, আমার পোলা সরাপত নাকি ফ্যাইল মারছে?
মাস্টার : জ্বি, অংক আর ইংরেজীতে অনেক কাঁচা।
চেয়ারম্যান: তাতে কী? বাংলায়তো পাশ করছে। পোলাপান মানুষ, কান্দাকাটি করে, প্রমোশনটা দিয়া দিয়েন। আর যেন কি কইতে আইছি? ও হে মনে পড়ছে, কাইল স্কুল বন্ধ।
মাস্টার : কাল স্কুল বন্ধ! আর আমি কিছুই জানলাম না?
চেয়ারম্যান: এখনতো জানলেন, ঘটনাটা অইতাছে গিয়া আমার ছোড মাইয়াটার আকিকা, বাড়ীতে এত মানুষের জায়গা কই? তাই ভাবলাম স্কুলেই কামটা সাইরা লই। তো আপনি আইসা চাইরটা খাইয়া যাইয়েন আর কি।
মাস্টার : না মানে কাইল থেইক্যাতো পোলাপানের ফ্রিটেষ্ট পরীক্ষা।
চেয়ারম্যান : একটু অসুবিধাতো অইবোই। আর পোলাপানের পাশের যে রেজাল্ট সেটাতো আমি জানি।
মাস্টার : এটা ভুল ধারণা। পাশের উপর লেখাপড়ার মান নির্ভর করে না। ক্লাশ আর কয়দিন পায়। সারা বছরতো আপনাগো সবার অনুষ্ঠান লাইগাই আছে।
চেয়ারম্যান: মাস্টার, আমি স্কুলের সভাপতি, আমার টেকায় আপ্নাগো বেতন চলে। আমি ব্যাবসা বুঝি। ট্যাকা নিবেন, আর পাশ গইন্যা বুঝাই দিবেন। স্কুলের মাষ্টার রাখছিতো সে জন্যই।
মাস্টার : মাফ করবেন, জনাব। স্কুল জ্ঞানের জন্য। ব্যবসা অন্য জিনিস। আমার দাদা সেকান্দর মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা। স্কুলতো এক বিঘার উপরে, বাকি চার বিঘা গেলো কই?
চেয়ারম্যান : ধ্যুর মিয়া, সবসময় খালি একই প্যাচাল। কবে কোন আমলে ঘি খাইছেন- এখনও তুড়ি শেষ অয় না। দেখেন গিয়া কত জমিদারের নাতী পুতি রাস্তায় রাস্তায় ঘুইরা বেড়ায়। লেখা পড়া না করলেও শিক্ষার মর্ম আমি বুঝি।
আর বুঝি বইলাই- আপনারে স্কুলের চাকুরিটা দয়া করে দিছি। আর হুনেন, একটু পরেই ডেকোরেশনের লোক আইবো। স্কুলের তালাটা খুইলা দিয়া যাইয়েন।

বিঃদ্রঃ কোলনগুলো স্পেস দিয়ে সমানে লিখার চেষ্টা করছি। পোষ্ট প্রিভিউতে এমনটি দেখায়।
এ বিষয়ে বিজ্ঞদের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

আখেনাটেন বলেছেন: মাস্টারকে দেখে- 'কই মাস্টার কই যান?'

লেখা ভালো হয়েছে।

*স্পেস না দিলেও চলবে।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।
মন্তব্যে প্রানিত হলাম।

২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: লেখাটি বাস্তবধর্মী।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।

মন্তব্যে কৃতজ্ঞ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পোষ্টে কি নাটকের সংলাপ?

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

তারেক ফাহিম বলেছেন: জ্বি ভাই, আপনি ঠিক ধরেছেন।

পূর্বে পোষ্ট করা মাকড়সা নাটকের সংলাপ।

মন্তব্যে কৃতজ্ঞ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভালই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

মন্তব্যে কৃতজ্ঞ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।
মন্তব্যে কৃতজ্ঞ।

ভালো থাকুন।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

তারেক ফাহিম বলেছেন: পুণরায় মন্তব্যে পেয়ে ভালোলাগা প্রিয় রসিক/সুখি রাজীব ভাই।

আজকের ডায়রীর পাতাটা পড়া হয়নি, সময় করে পড়ে আসবো।


৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

নজসু বলেছেন:



মাকড়সার ফাঁদ দ্বিতীয় অংশ পাঠ করলাম।
কাহিনি এগিয়ে যাচ্ছে।
সেকেন্দার মাষ্টারের চরিত্র উপভোগ করলাম।
কমেডিয়ান খল চরিত্রের প্রবেশ যখন ঘটল কাহিনি জমজমাট হবে নিশ্য়চই।

প্রথম পর্বের প্রতিমন্তব্য খুব ভালো লেগেছে।
আপনাকে আগেই বলেছি আঞ্চলিক শব্দের খাতিরে বানানের পরিবর্তণ ধরা যাচ্ছে না।

তবে, ব্যস্ত বানানটা ঠিক করতে হবে। পোস্টে আছে ব্যাস্ত।

এভাবে আসবে ন্যস্ত, ব্যয়, ব্যক্ত, ব্যক্তি, ব্যগ্র, ব্যঙ্গ, ব্যঞ্জনা, ব্যতিক্রম, ব্যতিরেকে, ব্যতিব্যস্ত ইত্যাদি।
ভালো থাকবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

তারেক ফাহিম বলেছেন: বানান ঠিক করে দিয়েছি জনাব।
প্রথম পর্বের প্রতিমন্তব্য খুব ভালো লেগেছে।
আপনাকে আগেই বলেছি আঞ্চলিক শব্দের খাতিরে বানানের পরিবর্তণ ধরা যাচ্ছে না।

আঞ্চলিক শব্দের সঠিক বানান যেমনটি হওয়া দরকার হয়ত তেমনটি হচ্ছেও না।

আশা করছি পরের পর্বগুলোতেও আপনার মুল্যবান মন্তব্য পাবো।

মন্তব্যে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.