নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

সামুতে দ্বিতীয় বছর

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০



মনে পড়ে গত দু বছর পূর্বে গুগল মামুকে কি একটা নিয়ে প্রশ্ন ছুড়ে মেরেছিলাম। গুগল মামুও ভাগিনাকে নিরাস না করে কয়েকটি সাজেক্ট দিলো। সেখান থেকে সামু পরিবারের দেখা পাই। অনুসন্ধানকৃত বিষয়টি পাঠ শেষে আমার এত ভালো লাগলো যে লেখককে একটি ধন্যবাদ দেয়াই লাগে। যখনিই মন্তব্য করতে যাই- আপনাকে লগইন করতে হবে :( সেকি আমি আবার কি লগইন করবো? B-) পরে আবার মামুর সরণাপন্ন। কিরে মামু কি কয় এ বেটা #:-S আমিতো লেখককে ধন্যবাদ দিতে চাই, লগইন করার প্রক্রিয়া কী? আবার মামু পথ দেখালো, আর আমি পথ ধরে হাটতে লাগলাম। অবশেষে একাউন্ট খুলে মন্তব্য করেই ছাড়লাম। প্রতিত্ত্যরে লেখক আমাকে ব্লগার বানিয়ে খুব বিনয়ের সাথে মন্তব্য করলো। “আমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগত” বিনা দাওয়াতে কারো বাসায় যাওয়া আমি পছন্দ করি না। আর সে আমিই কি না বিনা নোটিশে কারো বাড়ি চলে গেলাম :P । যাক গেলাম কি হয়েছে গৃহস্থতো আর নিরাস হয়নি :>
নিচের দিকে যত নামতে থাকি তত দারুন দারুন সব পোষ্ট আমার সামনে। আগ থেকে আমার পড়তে ভালো লাগতো।অফ লাইনে বই পড়েতো আর কমেন্টস্ করার সুযোগ নাই, এখানে পাঠ শেষে বিষয়বস্তুর আলোকে মন্তব্য করা যায় B-) । ব্লগারদের নিয়ে তখনো আমার ধারণা ছিলো ইতিবাচক। যদিও এখন আমি মনে করে প্রতিটি ব্লগারই এক একজন বিদ্যান। যদিও তখন বুঝতাম না আসলে এটি একটি পরিবার। এখানের প্রতি সদস্যই অত্যন্ত জ্ঞানি। তাঁদের সংস্পর্শে আজ আমি সামুতে বর্ষপুর্তি পোষ্ট দেয়ার চেষ্টা করছি।

প্রথম প্রথম সামুর ধর্ম না বুঝেই অকর্ম, অখাদ্য পোষ্ট দিতাম। এমনকি লাইক, প্রিয়, এবং অভিযোগের প্রতিকও চিনতাম না। একবারতো আমি কৌতুহলবশত পতাকাতে ক্লিক করতেই একটি ধমকানো বার্তা আসলো :( আপনি এই পোস্টটির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন। ভুল অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনি কি নিশ্চিত?) X(( একদমিই ভয় পেয়ে গেছিলুম। থাক বাবা দরকার নাই, পরে যদি আবার জেল-হাজত হয় B:-)

তখনো জানতাম না কোনটা সেফ আর কোনটা জেনারেল, কোনটা ব্লক আর কোনটা ওয়াচ :-P
মডারেটর কর্তৃক বার্তা দেখলাম আমাকে নাকি তিনদিন পর্যাবেক্ষন করবে তারপর আমার পদোন্নতী হবে :> পদোন্নতী আবার কি :``>> যা পেলাম তা নিয়েতো সন্তুষ্ট, আবার কি ম্যাজিক অপেক্ষা করছে। শেষ পর্যন্ত ম্যাজিক টি আমার অযোগ্যে তা গড়ালো তিনত্রিশে

প্রথম বছরটাতে সহজে সহব্লগারদের ভালো করে আপন করতে পারি নাই। অন্যের পোষ্ট দেখে হিংষে হতো। কেমনে এত সুন্দর পোষ্ট দেয়। প্রথম বছরে যাদের সহযোগিতা সর্বদায় পেয়েছি তারা হলেন- ব্লগার ফরিদ আহম্মদ চৌধুরী, ব্লগার চাঁদগাজী, ব্লগার কালিদাস, ব্লগার সেলিম আনোয়ার, ব্লগার ধ্রুবক আলো, ব্লগার সনেট কবি, ব্লগার শাহরিয়ার কবির, ব্লগার ওমেরা, ব্লগার জাহিদ অনিক, ব্লগার নতুন নকিব, ব্লগার অর্ক, ব্লগার, খায়রুল আহসান, ব্লগার ডাঃ এম আলী, ব্লগার শাহাদাত হোসেন (সত্যের ছায়া), ব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন, ব্লগার মনিরা সুলতানা, ব্লগার আখোনাটেন, ব্লগার ভ্রমরের ডানা, ব্লগার মোঃ মাইদুল সরকার, ব্লগার বিলিয়ার রহমান, ব্লগার প্রামনিক, ব্লগার সায়মাসহ আরও অনেকেই যাদের কথা এখন মনে করতে পারছি না তাদের সহযোগিতায় আমি ব্লগে প্রথম বছর পার করলাম আনন্দের সাথেই

দেখতে দেখতে কখন যেপ্রথম বছরের বর্ষফুর্তির পোষ্টটি।

সামুতে দুই বছর দুই দিন পার করলাম টেরই পেলাম না। লগইন করে পোষ্ট পড়তে ব্যস্ত হয়ে পড়ি, এ দিকে নিজের আয়ু পুরাচ্ছে সেদিকটার লক্ষ্য করলাম না। বাস্তব জীবনেও এমনটি হয়ে আসছে। প্রতিদিন সূর্য নিয়ম করে উঠে নিয়ম করে অস্ত যায়, আর একটা করে দিন জীবন থেকে পার হয়।

আজ সকালে লগনই করতে আমার এখানে তিনটি নোটি দেখাচ্ছিল। জানতাম ক্লিক করলেই শূণ্য দেখাবে। এমনটি হয়ে আসছে আমার প্রোফাইলে। কার কেমন জানি না। এ নিয়ে একটি পোষ্টও দিলাম প্রথম বছরে। আমার পোষ্টে নতুন একটি মন্তব্য দেখতে পেয়ে নিজে নিজে লজ্যা পাচ্ছি আর মন্তব্যকারী ব্লগারকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। ব্লগার ব্লগার স্রঞ্জিসে আমাকে দ্বিতীয় বছরের শুভেচ্ছা জানিয়ে এলার্ট করার পর বুঝতে পারছি যে, আমিতো বুড়ো হচ্ছি। জীবনের শেষ মুহুর্তেও যদি কেউ এসে আমাকে এলার্ট করতো- এই তোমারতো এখানে থাকার সময় শেষ। পরপারের জন্য রেডি হও। পোষ্টের মাধ্যমে ব্লগার স্রঞ্জিসেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ব্লগে দ্বীতীয় বছরেও আমি এ ব্লগে অনেক অনেক রত্ন পেয়েছি যাদের নাম না বললেই নয় যাদের সহযোগিতায় ব্লগে পথচলা সুন্দর ও সুগম হয়েছে তারা হলেন ব্লগার নজসু, ব্লগার হাবিব স্যার, ব্লগার কাউসার চৌধুরী, ব্লগার মাইদুল সরকার, উনি অবশ্য পুরাতন, ব্লগার ল, ব্লগার রাকু হাসান, ব্লগার নিজাম উদ্দিন মন্ডল, ব্লগার তারেক মাহমুদসহ আরও অনেকেই যাদের সহযোগিতায় আমি সামুতে ২য় বছর সুন্দর করে পার করতে পারছি।

ব্লগে অলস ব্লগার থাকলে আমিই। লিখার চেয়ে পড়তে বেশি ভালোবাসি। আপনারা লিখতে থাকে আমি পড়তে থাকি। বিগত বছরে সংকলনে আমার দুটি পোষ্ট আসলো মাকড়সার ফাঁদআজও মোগল সম্রাজ্যের স্মৃতি বহণ করে আসছে বজরা শাহী মসজিদ।

সকল সহব্লগারদের জানাই, আন্তরিক ভালোবাসা।

লিখায় বানান ভুল আমার বরাবরই ছিলো, এ পোষ্টেও থাকতে পারে।

মন্তব্য ৯২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, আপনাকে।

আপনারও মঙ্গল কামনা করি।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা। লেখালেখি চলুক।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

তারেক ফাহিম বলেছেন: সাজ্জাদ ভাই,

আপনার জন্যও শুভকামনা।

লেখালেখি চলুক আর না চলুক সামুর সাথেই আছি ইনশাআল্লাহ।

মন্তব্যে কৃতজ্ঞ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: কেকু কই :-B
২ বছরের শুভেচ্ছা B-))

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় আর্কিওপটেরিক্স

কেকু খাবেন-- ভালো ভালো, সাথে আর কিছু কিন্তু চলে ?



মন্তব্যে কৃতজ্ঞ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

ভুয়া মফিজ বলেছেন: পড়ুয়া ব্লগার ভালো, সামুতে এদের দরকার আছে! ;)

যতো পড়বেন, ততো জ্ঞানার্জন হবে। :)

পড়া চালিয়ে যান, আর এর ফাকে ফাকেই দারুন সব পোষ্ট উপহার দেন; আমাদেরকেও পড়ুয়া বানান।
আশাকরি সামুতে আপনার পথচলা চলতেই থাকবে। শুভেচ্ছা জানবেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,

আপনার আন্তরিকপুর্ণ মন্তব্য আমায় প্রফুল্য করল।

পাঠক বেশেই আছি সামুতে।

শুভকামনা জানবেন সবসময়।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

আরোগ্য বলেছেন: অভিনন্দন, অভিনন্দন !!
নোটিফিকেশনের কথা কিছু বলার নেই। X(

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও অভিনন্দন প্রিয় ভাই।

আশা করি নোটির সমস্যা সহজেই আরোগ্য হবে ;)

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রিয়।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

আপনি কিসব বিষয়ের উপর লিখতে ভালোবাসেন?
ভোটর কোন পক্ষ জয়ী হবে?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

তারেক ফাহিম বলেছেন: প্রিয় গাজী ভাই,
ভালোবাসা জানবেন।


পোষ্টটি লিখতে লিখতে আপনার কথা প্রায় মনে পড়ল। জেনারেল থেকে সেফ করার আপনাদের অবদানই ছিলো অনেক বেশি।

আর আমি নির্দিষ্ট কিছু নিয়ে লিখতে পারিনা।

আর রাজনীতি আমার খুব অপছন্দ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয়।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন তারেক ফাহিম ভাই। দ্বিতীয় বর্ষ পূর্থিতে শুভেচ্ছা রইলো। আপনার চমৎকার লিখনীর নিয়মিত পাঠক আমি। ভাবছিলাম ব্লগ ডে'তে আপনাকে পাব! কিন্তু আশার গুড়েবালি। সামনের দিনগুলোতে নিশ্চয়ই দেখা হবে। আপনার ব্লগের পথচলা যুগযুগ ধরে চলুক এই প্রত্যাশা রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক ফাহিম বলেছেন: প্রিয় কাওসার ভাই,
আপনি হলেন সামু ব্লগের রত্ন।

আপনাদের সাথে একই ফ্ল্যাটপর্মে ব্লগিং করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ব্লগডেতে অনেক ইচ্ছা থেকেও আসতে পারিনি। অনেক আশা করছিলাম আপনাদের দেখা পাবো কিন্তু দূরের পথ তাছাড়া ব্যস্ততাও ছিল।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় ভাই।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নজসু বলেছেন:




প্রিয় ফাহিম ভাই।
ব্লগে আপনার দুই বছরে পদার্পণ আমাকে উৎফুল্ল করলো।
কতোখানি ভালোবাসা থাকলে এভাবে ব্লগে এগিয়ে যাওয়া যায়।
আমি নতুন হিসেবে যতদূর জানি, আপনি খুবই বন্ধু বৎসল।
আপনার আন্তরিকতাই আমাদেরকে আপনার কাছে টেনে নিয়ে গিয়েছে।

নতুন হিসেবে আপনি যেমন সমস্যায় পড়েছিলেন, আমিও সমস্যার মুখোমুখি হয়েছিলাম।
পোষ্ট হওয়া পোষ্ট ড্রাফট হয়ে যেত আর নোটিশ আসতো।
আমি ভয়ে পোষ্ট করাই ছেড়ে দিয়েছিলাম।

যাইহোক ভাই, ব্লগে পথ চলা অবিরাম থাকুক।
এই ভালোবাসা অটুট থাক।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,
সালাম জানবেন।

আমার সর্বশেষ পোষ্ট মাকড়সার ফাঁদে যেমন করে আপনি নিয়মিত পাঠক ছিলেন, যেভাবে সহযোগিতা করলেন এমন করে কোন ব্লগারই করেনি।

আপনার উপস্থিতি সর্বদায় অন্যরকম অনুভুতি হয়।

কৃতজ্ঞতা জানবেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: দ্বীতিয় বছর পুর্তির অভিনন্দন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক ফাহিম বলেছেন: প্রিয় জুন,

অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্যে কৃতজ্ঞ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: ফাহিম ভাই ভালোবাসা নিরন্তর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

তারেক ফাহিম বলেছেন: প্রিয় রাজীব ভাই,


আপনাদের সহযোগিতায় সামুতে পথচলা সচল হচ্ছে।

আপনিও ভালোবাসা জানবেন।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় ভাই।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মাহমুদুর রহমান বলেছেন: সর্বদা ভালো থাকুন,সুখী হোন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক ফাহিম বলেছেন: প্রিয় রহমান ভাই,

আপনার প্রতিও ভালোবাসা।

মন্তব্যে কৃতজ্ঞ।

ভালোথাকুন নিরন্তন।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

হাবিব বলেছেন: প্রিয় তারেক ভাই আসেন এই খুশিতে একটু কোথাও বেড়াতে যাই

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় হাবিব স্যার,

বেড়াতে যাওয়ারতো ইচ্ছে আমার অনেক আগ থেকেই।
কিন্তু সময়-সুযোগ আর টাকা কোনটাই একসাথে মেলেনা :(

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় স্যার।

ভালো থাকুন নিরন্তন।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

কালীদাস বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল। চলুক ব্লগিং আনন্দময়ভাবে !:#P

বাইদ্যাওয়ে, অলস ব্লগার ক্যাটাগরিতে আমি মনে হয় আপনার চেয়েও বেশি অলস B-))

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: প্রিয় কালী দাস ভাই,

আপনার জন্যও শুভকামনা।

আপনাকে রেগুলার পেলে হয়তো আপনার নিকট থেকে রান্নার রেসিপি শিখতে পামু ;)

আপনি এক ব্লগেই সারা বছরের টা পুসিয়ে নেন আমি কি আপনার মত হতে পারি :P

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: দু বছরের দীর্ঘ ব্লগিং জীবন অতিক্রান্ত হওয়ার জন্য শুভেচ্ছা রইল। আগামী দিনেও সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ব্লগবাসিকে আরও সমৃদ্ধ করুণ - কামনা করি।

শুভকামনা ও ভালোবাসা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী,

দু বছরের দীর্ঘ ব্লগিং জীবন অতিক্রান্ত হওয়ার জন্য শুভেচ্ছা রইল।

দু বছরতো কোনদিক দিয়ে কেটে গেলো টেরই পেলাম না :((

আপনাদের মাঝে যুগ যুগ পাঠক হয়ে থাকতে চাই।

আপনার জন্যও শুভকামনা ও ভালোবাসা।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয়।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মৌরি হক দোলা বলেছেন: অভিনন্দন :)

প্রার্থনা করি সামুতে আপনি দিন দিন আরো বৃদ্ধ হয়ে উঠুন :D

নোটিফিকেশনের সমস্যা টা নিয়ে আমিও খুব বিরক্তবোধ করতাম। একপ্রকার মেজাজ গরম হইয়া যাইত X((

কিন্তু সেদিন কা ভা ভাইয়ের মুখ থেকে সরাসরি সমস্যাটা শুনে এখন দুঃখবোধ করলেও অন্তত রেগে নেই :) আশা করি আমাদের সামু এই সমস্যাসহ আরো বিভিন্ন সমস্যা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবে.....

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় মৌরি হক দোলা,
প্রথমে ব্লগিং শুভেচ্ছা।

আপনাকে আমার ব্লগে স্বাগতম।

আপনার সাথে ব্লগিং মন্তব্যের ঘরে পরিচয় না হলেও গেট টুগেদার ছবি ব্লগে আপনাকে চিনে রেখেছি। কনিষ্ট ব্লগার B-)

ব্লগার ব্লগারই, হোক সে বায়োজৈষ্ঠ্য কিংবা কনিষ্ট।
নোটি নিয়ে সমস্যা ছিলো, আছে, থাকলেও কোন আপত্তি নাই :P
আমার ব্লগের সাথে মানিয়ে নিয়েছি। ঠিক হয়ে গেলে হয়ত সাইড এফেক্ট থাকতে পারে :P ভয়ও কাজ করে। B-)

আপনার মাধ্যমে প্রিয় মডুর আশা পেয়ে আশ্বস্ত হলাম।

মন্তব্যে কৃতজ্ঞ।
পাশে আছি, পাশে থেকে ব্লগিং করতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

কিশোর মাইনু বলেছেন: শুভকামনা আপনার পথচলায়।
বয়স বাড়ুক শরীরে, মন থাকুক চিরসবুজ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় কিশোর মাইনু,

বয়স বাড়ুক শরীরে, মন থাকুক চিরসবুজ।
সুন্দর দোয়া রেখে গেছেন।

আপনার জন্যও শুভকামনা।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩২

আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।


পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪১

বলেছেন: দ্বীতীয় বছর পুর্তির অভিনন্দন ও শুভ কামনা।


চির সবুজ ব্লগার ফাহিম ভাই।

ধন্যবাদ নিরন্তর।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,
ধন্যবাদ জানবেন।

সর্বদা পাশে থেকে ব্লগিং করতে সহযোগিতা করায় কৃতজ্ঞ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আর শুভ ২য় ব্লগীয় জন্ম দিন।
নতুন একটা গল্প লেখা শেষ, ভাবছিলাম কালকে দিব। আপনার জন্মদিন উপলক্ষে আজকেই........উৎর্সগ আর কাকে করতে পারি বলুন? আমার গল্পের শেষ থেকে এখানেই তুলে দিলাম.....
উৎর্সগ: ব্লগার তারেক ফাহিমকে Click This Link তার ব্লগে ২য় জন্মদিন উপলক্ষে। উনি আমার সব গল্পের একজন গুনমুগ্ধ পাঠক, প্রায় প্রতিটা গল্পেই উনার চমৎকার মন্তব্য আমাকে মুগ্ধতার আবেশে অনেক দিন পর্যন্ত জড়িয়ে রাখে.........
ভালো থাকুন আর শুভ কামনা রইল!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

তারেক ফাহিম বলেছেন: শুভ সকাল প্রিয়।
নতুন একটা গল্প লেখা শেষ, ভাবছিলাম কালকে দিব। আপনার জন্মদিন উপলক্ষে আজকেই........উৎর্সগ আর কাকে করতে পারি বলুন? আমার গল্পের শেষ থেকে এখানেই তুলে দিলাম.....
উৎর্সগ: ব্লগার তারেক ফাহিমকে Click This Link তার ব্লগে ২য় জন্মদিন উপলক্ষে


অনেক বড় প্রেরণা দিলেন প্রিয়। আমাকে উৎসর্গ করে ব্লগে কেউ পোষ্ট দিয়ে থাকলে আপনি।
একটু দাঁড়ান ঘুরে আসছি।
উনি আমার সব গল্পের একজন গুনমুগ্ধ পাঠক, প্রায় প্রতিটা গল্পেই উনার চমৎকার মন্তব্য আমাকে মুগ্ধতার আবেশে অনেক দিন পর্যন্ত জড়িয়ে রাখে.........
আপনার গল্পগুলোতে বাস্তবতার চোঁয়া মেলে। ভালোলাগে আপনার গল্পগুলো পড়তে।

আন্তরিকপূর্ণ মন্তব্যে অনেক অনেক ভালোলাগা।
মন্তব্যে কৃতজ্ঞ।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন ফাহিম ভাই, সামুতে আসার পর থেকেই আপনার সাথে পরিচয়, এবার ব্লগ ডে তে দেখা হল না আশাকরি কোন একদিন দেখা হয়ে যাবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,

আশা করছি ভালো আছেন।
ব্লগডেতে আসতে পারিনি বলে নিজে নিজে অনেক ব্যাথিত হয়েছি।

আশা করছি আগামীতে আপনাদের সাক্ষাত মেলবে।

সর্বদায় পাশে থেকে ব্লগিং করতে সহযোগিতা করায় কৃতজ্ঞ।

ভালো থাকুন সবসময়।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে আন্তরিক অভিনন্দন। যুগ যুগ ধরে দাপটের সংগে সামুর পথে চলতে থাকুন!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও অভিনন্দন।

যুগ যুগ ধরে দাপটের সংগে সামুর পথে চলতে থাকুন!

আপনাদের পোষ্টের মাধুর্যের কাছে আমার দাপট দেখা যাবে? B-)

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

সামিয়া বলেছেন: অভিনন্দন

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

তারেক ফাহিম বলেছেন: অনেক ধন্যবাদ।

মন্তব্যে কৃতজ্ঞ।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিনন্দন! ‘আলস্য’ ব্লগিংয়ের জন্য উপকারী। তাতে লেখবেন কম, ভাববেন বেশি।
নতুন বছরের শুভেচ্ছা....

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: ‘আলস্য’ ব্লগিংয়ের জন্য উপকারী।

আরে ভাই দেখি মনের কথা কয়ে দিলেন ;)

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রিয়।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

আরো অনেক দূর যাবেন বলে আশারাখি।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

তারেক ফাহিম বলেছেন: প্রিয় বিজন দা,



আপনারা পাশে থাকলে সামুতে যুগ যুগ ধরে থাকতে রাজি।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রিয়।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ফয়সাল রকি বলেছেন: ব্লগ লিখেছি: ২ বছর ২ দিন
আলসেমির কারণে কি ২ দিন বেশি গেলো?

দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় রকি ভাই,


ব্লগ লিখেছি: ২ বছর ২ দিন এত অলস যে আমার বর্ষফুর্তির খবর অন্য ব্লগারের নিকট থেকে শুনতে হয় :(( জাতি আমাদের কাছে কি বা আশা করে B-)

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: দেখতে দেখতে ব্লগে দুই বছর পার, দ্বীতিয় বছর পুর্তির অভিনন্দন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় প্রামনিক দা,

দেখতে দেখতে দুই বছর শেষ হয়ে গেলো, আপনাদের দেখার সুযোগ থাকার পরও দেখতে পারলাম না।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: সামুতে আপনার ২বছরের অভিজ্ঞতা পড়ে ভালো লাগল। ভালো লিখেছেন। +।

অভিনন্দন !! শুভকামনা রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুমন দা,


আশা করছি ভালো আছেন।

অভিজ্ঞতা আপনার ভালো লাগলো জেনে আমারও ভালোলাগা।
আপনারা পাশে থাকলে সামুতে যুগ যুগ পার করে দিবো।

মন্তব্যে ধন্যবাদ।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

ফয়সাল রকি বলেছেন: আমার ব্লগ থেকে ঘুরে আসলে বুঝবেন আমি কতটা অলস!
তবে জাতি নিশ্চয় আপনার থেকে অনেক কিছু আশা করে।
লিখতে থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ফয়সাল ভাই,
শুভ সকাল, পুণরায় মন্তব্যের কলামে পেয়ে আনন্দিত।

জাতি নিশ্চয় আপনার থেকে অনেক কিছু আশা করে হা হা

জাতিতো সবার কাছ থেকেই আসা করে, আমরাতো দিতে পারিনা, হা হা।

অবশ্যই আপনার ব্লগ থেকে ঘুরে আসবো, এখনি আসছি।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন এবং নিরন্তর শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

তারেক ফাহিম বলেছেন: শুভ সকাল প্রিয় সেলিম আনোয়ার।

ব্লগার আহমেদ জিএস থেকে শুনছি আপনি নাকি মাটির মানুষ B-) মাটির মানুষরা দেখি রাত জেগে ব্লগিং করে।


আপনাকেও নতুন বছরের আগাম শুভেচ্ছা।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:




প্রিয় ভাই, আপনার মতো অমায়িক আর বন্ধু বৎসল লোক খুব কমই পাওয়া যায়।
আপনার আন্তরিকতা আমাদেরকে আপনার আপন করে নিয়েছে। ♥ ♥ ♥ ♥

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই।
আপনার মতো অমায়িক আর বন্ধু বৎসল লোক খুব কমই পাওয়া যায়।

বন্ধু বৎসল লোকতো আপনারাই বানালেন ;) আপনারা হাত বাড়ালেন আগে, আপনাদের হাতে হাত রেখে ব্লগিং চালাতে গিয়ে বন্ধু বৎসল না হয়ে পারা যায়? B-)

আমি মনে করি আমার চেয়ে আপনি অনেকটা আন্তরিক ব্লগারদের প্রতি।
আমার প্রোফাইলে ঘুরে যেভাবে আমায় প্রেরণা দিয়ে যাচ্ছেন, কোন দিন ভুলার নয়।

আপনারা যেভাবে প্রেরণা দিয়ে যাচ্ছেন, আমিতো ঋণি হয়ে যাচ্ছি।

অনেক বড় প্রেরণা দিলেন প্রিয় সুজন ভাই
অনেক অনেক ভালোবাসা প্রিয় সুজন ভাই।

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তি' র শুভেচ্ছা !!!
আনন্দময় ব্লগিং দীর্ঘায়ু হোক।


হ্যাপি নিউ ইয়ার।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা প্রিয় আপু।

মন্তব্যে কৃতজ্ঞ।

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:






দু বছর পূর্তিতে ট্রিট দেন । জায়গা বলেন । নিজ দায়িত্বে পেট নিয়ে হাজির হয়ে যাবো ।

ভাল থাকবেন ।

শুভ কামনা রইল ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: দু বছর পূর্তিতে ট্রিট দেন । জায়গা বলেন । নিজ দায়িত্বে পেট নিয়ে হাজির হয়ে যাবো ।

সময় ওভার হল B-)

নতুন ইংরেজী বর্ষের শুভেচ্ছা।

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,

আপনাকেও নতুন ইংরেজী বর্ষের শুভেচ্ছা।

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

পবন সরকার বলেছেন: দুই বছর পুর্তির অভিনন্দন

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।

ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: নোটিফিকেশন সমস্যা আমারও আছে ।

শুভেচ্ছা আপনাকে

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় নীলপরি।
আশা করছি নোটির সমস্যা সমাধান হবে শিঘ্রই।


মন্তব্যে ধন্যবাদ।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

আখেনাটেন বলেছেন: দ্বিতীয় বছরের জন্য এক গামলা শুভেচ্ছা ব্লগার তারেক ফাহিমকে। :D


আপনি কিন্তু ভালো লেখেন যদিও কম। চারপাশের ঘটে যাওয়া জীবনের ঘটনাবলী কিংবা অভিজ্ঞতার ভাণ্ডার নিয়েও লিখতে পারেন। এগুলো এক সময় বুড়ো বয়সে সম্পদ মনে হবে। B-)

যুগ যুগ জিও ।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

তারেক ফাহিম বলেছেন: প্রিয়,
দ্বিতীয় বছরের জন্য এক গামলা শুভেচ্ছা ব্লগার তারেক ফাহিমকে। আমার গামলাতো শুভেচ্ছায় পরিপূর্ণ হয়ে গেল সে কত আগেই, একটু দাঁড়ান এখনি শুভেচ্ছাগুলো নিয়ে আপনাকে হালকা করছ।




আপনি কিন্তু ভালো লেখেন যদিও কম। চারপাশের ঘটে যাওয়া জীবনের ঘটনাবলী কিংবা অভিজ্ঞতার ভাণ্ডার নিয়েও লিখতে পারেন। এগুলো এক সময় বুড়ো বয়সে সম্পদ মনে হবে।


আমি ভালো লিখি একটু বাড়িয়ে বললেনা প্রিয়। আপনার মন্তব্য প্রেরণা হয়ে কাজ করবে, সামুতে।
;)
যুগ যুগ জিও ।

আপনি নিজেও



৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

এম ডি মুসা বলেছেন: অনেক দিন পর পারলাম
অভিনন্দন

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

তারেক ফাহিম বলেছেন: কি পারলেন মুসা ভাই?

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক দূর এগিয়ে যান ,আশা করি ।

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

তারেক ফাহিম বলেছেন: আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ্।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রিয়।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: শুভ কমানা থাকলো আপনার জন্য

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ বোরহান ভাই।


আপনিও ভালো থাকুন নিরন্তন।

৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভকামনা !!
ব্লগে আপনার পথ চলা মসৃন হোক।
ভালো থাকবেন প্রিয়। অভিনন্দন আপনাকে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সৌরভ ভাই,

আপনাদের সহায়তায় ব্লগের পথ চলা মসৃন হয়।


পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

সিগন্যাস বলেছেন: কি অবস্থা ভায়া?

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

তারেক ফাহিম বলেছেন: আরে সিগন্যাস ভাই যে,

কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ্ ভালো।

সামুতে পাঠক বেশে দিনাতিপাত করিতেছি B-)

৪২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

সিগন্যাস বলেছেন: তাতো দেখতেই পাচ্ছি ভায়া। পাঠক হিসেবে সুখেই আছেন।কিছু লিখুন

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

তারেক ফাহিম বলেছেন: সুখ যেখানে সেখান ছেড়ে যাওয়া যায় B-)

৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়ফাহিমভাই ,

বহুদিন হয়ে গেল কোন পোস্ট দিচ্ছেন না। 25 শে ডিসেম্বরের পর আজকে এত দিন হয়ে গেল অথচ কোনো পোস্ট নেই !!!!

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,
আশা করি ভালোই আছেন।

বহুদিন হয়ে গেল কোন পোস্ট দিচ্ছেন না। 25 শে ডিসেম্বরের পর আজকে এত দিন হয়ে গেল অথচ কোনো পোস্ট নেই !!!! আমার জন্য সত্যি লজ্যার ব্যাপার।

ভাবনায় ভালো কিছু আসে না :( ব্যস্ততায় সময় পার করছি।

লগইন করে প্রিয় ব্লগারদের পোষ্টগুলোতে একার চোখ বুলাই।

কুশল জানতে চাওয়ায় ভালোলাগা।

৪৪| ১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০১

নজসু বলেছেন:




প্রিয় ফাহিম ভাই।
ব্লগে আসতে পারছেন কি?
আমি এতোদিন ব্লগে ঢুকতেই পারিনি।
আশা করি ভালো আছেন।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৩

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,
আপনার সাজেক্ট মতে আজই আসতে পারলাম।
কিন্তু মন্তব্য দেখা যাচ্ছে না!!
প্রথমবার মন্তব্যই হয়নি !!!

আশা করছি এখন থেকে হবে।

আমাকে মনে রাখছেন দেখে সত্যি কৃতজ্ঞ প্রিয়।
ভালো থাকুন নিরন্তন।

৪৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: একটু দেরীতেই আসলাম আপনার দ্বিতীয় বর্ষপূর্তির এ পোস্টে --- আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা!!
মন্তব্য পাওয়ার চেয়ে মন্তব্য করেছেন আপনি তিনগুণেরও অধিক। এটা আপনার ব্লগিং এর একটি অত্যন্ত ইতিবাচক পরিসংখ্যান।
এ পোস্টে দেয়া লিঙ্ক ধরে আপনার প্রথম বর্ষপূর্তির পোস্টটাও আরেকবার ঘুরে এলাম এবং সেখানে একটি মন্তব্যও রেখে এলাম। :)

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০২

তারেক ফাহিম বলেছেন: তিনগুণেরও অধিক
জ্বি, পাঠক হিসেবে আরও বেশি হওয়ার দরকার ছিল।

দেরি করলেও সমস্যা নাই, আমার জন্য প্রতিটি মন্তব্যই সদ্য ;) তাছাড়া বছরের আগা মাথায় পোষ্ট দি। :``>>

মন্তব্যে কৃতজ্ঞ, শ্রদ্ধেয়।

৪৬| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছাত্র এদিকে পাশ করিয়া ২য় ক্লাশে উঠেছে আর স্যারের খবর নেই ! কি লজ্জা !

তা ছাত্র আমার বেশ-স্যারের নাম দুইবার নিয়েছে। এই আনন্দে একসাথে মিষ্টি খাওয়া যেতে পারে।

ব্লগের অনন্ত পথ চলা সুন্দর হোক।
+++++++++

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

তারেক ফাহিম বলেছেন: সালাম জানবেন প্রিয় স্যার,

বিলম্বে প্রতিত্ত্যর করাতে দুঃখিত জনাব।

তা ছাত্র আমার বেশ-স্যারের নাম দুইবার নিয়েছে। এই আনন্দে একসাথে মিষ্টি খাওয়া যেতে পারে।
স্যারের পথ অনুসরন করে এতদূর আসছি, নাম ভুলে গেলে চলবে!! :D

শুক্রবারে চট্টগ্রাম জুম্মার নামাজ আদায় করার পরিকল্পনা আছে, দেখা যাক মিষ্টি খাওয়া যায় কি না।
ভাবির হাতের মেজবানি আশা করা যায়? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.