নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

হায়......... এ তুই কি করিলি

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫




অদ্যকল্য ঘুম হইতে জাগ্রত হইয়া, প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়া খেয়াল করিলুম, আমার পাদুকা জোড়ার চারি পাশে অশালীনসুরে কতোক মশা গীত গাহিতেছে। উক্ত রূপ দেখিয়া আমি বুঝিতে পারিয়াছি যে, উহারা আগে থেকে উক্ত স্থানে ওৎপেতে আছে। বাড়ীর গিন্নিদের ঝাড় ফু-কের অবহেলায় বদ মশা আজি আমার ত্যাগেরক্ষনে প্রকৃত সুখ অনুভবে ব্যাঘাত ঘটাইয়াছে!
বেহায়া, লম্পট, দুশ্চরিত্র উক্ত মশাগুলোর মারাত্মক বিষাক্ত আদর-আদরীতে আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক লালছে আকারসহ চুলকানিমুলক ব্যাথা অনুভব হইয়াছে। উহাদিগ হইতে অজ্ঞাত নামা বড় আকৃতির মশা আমার শরীরের স্পর্শকাতর স্থানে চুমা-চুমি করিয়া মারাত্মকভাবে শ্লীলতা হানী ঘটায়।

বহু কষ্টে উক্ত লম্পটকে আটক করিয়া শিকড় দ্বারা বেঁধে রাখিয়াছি।
আশা রাখিয়াছি আসছে কাল উহাকে জেলা শহরের সুনামধন্য দাতব্যালয় আনিয়া উহাতে কোন প্রকার এডিস আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করাইবো।

কিরূপ চিকৎসকের নিকট গেলে উক্ত কিটের সঠিক লিংগ পরিচয় পাওয়াসহ এডিস সনাক্ত করা যাবে, পাঠকগণ মন্তব্যাকারে পেশ করিবেন আশা রাখি।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০০

তারেক_মাহমুদ বলেছেন: আজ সকালে আমিও একটা মশার কামড় খেয়েছি সেই থেকে ভয়ে আছি ওটা এডিস মশা কিনা।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০২

তারেক ফাহিম বলেছেন: মশা থেকে সতর্কমুলক বার্তাগুলো পাওয়ার পর মশা দেখলে আতংকে উঠি!

মন্তব্য ধন্যবাদ, প্রিয় ভাই।

২| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১০

ভুয়া মফিজ বলেছেন: বানান, সাধু-চলিত রীতিতে সমস্যা আছে......তবে প্রচেষ্টা ভালো হয়েছে।

আপনার জানা আছে কিনা জানিনা, আমাদেরকে যেসব মশা কামড়ায়......এরা সবই স্ত্রী-মশা। আদর-সোহাগ বেশী করলে কিন্তু সমস্যা আছে। =p~

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৩

তারেক ফাহিম বলেছেন: আপনার জানা আছে কিনা জানিনা, আমাদেরকে যেসব মশা কামড়ায়......এরা সবই স্ত্রী-মশা। আদর-সোহাগ বেশী করলে কিন্তু সমস্যা আছে

জানি বলেই নিজে চিকিৎসকের কাছে না গিয়ে মশাকে নিয়ে যাচ্ছি, ভুলে বালে যদি পুরুষ মশা হয়, তাহলেতো বাঁচা গেল B-)

৩| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৩

মা.হাসান বলেছেন: মশাদের জন্মনিয়ন্ত্রনের সামগ্রি খুঁজিতেছি। উহা কি খোকন সাহেবের বাসায়? নাকি জাহিদ সাহেবের বাসায়?

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৬

তারেক ফাহিম বলেছেন: মশাকে জনসচেতনতা বাড়াতে শিক্ষা দিতে হবে।

জন্মনিয়ন্ত্রনের সামগ্রীর দরকার হবে না আর।

৪| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক দেশেই এডিস মশার কোষে উবাকিয়া ব্যাকটেরিয়া ঢুকিয়ে চিকনগুনিয়া, ডেঙ্গুর..... মতো ভাইরাসজনিত রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাংলাদেশের কর্তাব্যক্তিরা আজ ছয় মাস ধরে চিন্তাভাবনা করতেছে, এটা (উবাকিয়া ব্যাক্টেরিয়া) কাজ করবে কিনা?! কিন্তু দুঃখের বিষয় হইলো, তারা কোনপ্রকার সিদ্ধান্তে পৌছুতে পারতেছে না। এই ফাকে ডেঙ্গুর কল্যাণে দেশের বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলো লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

গতকাল দেখলাম, এক রোগী এডিস মশার কামড়ে মারা যাওয়ার পূর্বের ২২ ঘন্টা স্কয়ারে ছিলো। এই ২২ ঘন্টায় চিকিৎসা বিল এসেছে ১ লাখ ৮৬ হাজার +। এই হলো দেশের অবস্থা।

(পড়ে মজা পেলাম।)

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: গতকাল দেখলাম, এক রোগী এডিস মশার কামড়ে মারা যাওয়ার পূর্বের ২২ ঘন্টা স্কয়ারে ছিলো। এই ২২ ঘন্টায় চিকিৎসা বিল এসেছে ১ লাখ ৮৬ হাজার +। এই হলো দেশের অবস্থা।

দুঃখজনক।

দেশের প্রাইভেট হসপিটাল গুলোর ব্যবসা চাঙ্গা।

৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩১

নীল আকাশ বলেছেন: লেখা পড়া মজা লেগেছে। যেহেতু মশা স্ত্রী প্রজাতির, এদের কাছাকাছি সূর্যের আলো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে লাইগেশ্ন করে ছেড়ে দিন।উপ্যক্ত শাস্তি দেয়া হবে। স্বজাতী রেখে কেন পরপুরুষকে আদর সোহাগ করেছে এটা তার শাস্তি।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩৪

তারেক ফাহিম বলেছেন: লাইগেশ্ন করে ছেড়ে দিন :P

৬| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৯

নজসু বলেছেন:




মহিলা মশকের চুম্বনে বিষ রহিয়াছে।
শুধু মশককুলের দোষ দিয়াই বা কি করিবো?
মা খালা ব্যতিত সকল মহিলার আদর হইতে সাবধান। :-B

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

তারেক ফাহিম বলেছেন: আপনার আগমনের অপেক্ষায় ছিলাম,
ব্যতিক্রম মন্তব্য পড়বে ধারনা করছিলাম।

মা খালা ব্যতিত সকল মহিলার আদর হইতে সাবধান। হাহা

৭| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: হার‌পিক দি‌য়ে ডেঙ্গু দূরের ফর্মুলা দেয়া মানুষ‌দের মাথা হারপিক দি‌য়ে ধোয়া দরকার। গু, গোবর যাই পা‌বে ফেসবু‌কে, ভাইরাল কর‌তে হ‌বে?

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

তারেক ফাহিম বলেছেন: হার‌পিক দি‌য়ে ডেঙ্গু দূরের ফর্মুলা দেয়া মানুষ‌দের মাথা হারপিক দি‌য়ে ধোয়া দরকার।

ঠিক ঠিক।

কিন্তু গু, গোবর যাই পা‌বে ফেসবু‌কে, ভাইরাল কর‌তে হ‌বে?

ফেবু এখানে কোত্থেকে আসলো?

৮| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৩

বলেছেন: স্ত্রী প্রজাতি হইতে সাবধান।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: হাহা, তাহলেতো সর্বদা লিংগ নির্ণয়করন যন্ত্র সাথে রাখতে হবে B-)

৯| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: গুজব ফেসবুকের মাধ্যমেই ছড়ায়। ব্লগের মাধ্যমে নয়।

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৪

তারেক ফাহিম বলেছেন: গুজব ফেসবুকের মাধ্যমেই ছড়ায়। ব্লগের মাধ্যমে নয়।

জ্বি, ভাই।

১০| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০

আরোগ্য বলেছেন: ফাহিম ভাই,
আমি তো ভাবছিলুম কোন গল্প হইবে । তাই তো সময় নিয়ে আসলুম। দোয়া করি যাতে নারীর বিষক্রিয়া না হয়।

নজসু ভাইয়ের মন্তব্যে লাইক।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৫

তারেক ফাহিম বলেছেন: ভাইয়া, গল্প লিখার জন্য এমন সময় হয়ে উঠেনা। :(

ব্লগে পাঠক পরিচিতিটাও ধরে রাখতে পারছিলাম না।

অখাদ্য, কুখাদ্য একটা কিছু দিয়ে হাজিরা দেয়ার চেষ্টা!


নজসু ভাই’র মন্তব্যগুলো সর্বদায় ব্যতিক্রমধর্মী হয়।
উনার মন্তব্যটি আমারও অনেক ভালো লাগছে।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ জানবেন, প্রিয় ভাই।

পোষ্ট দেয়ার পর থেকে শরীর তেমন একটা ভালো যাচ্ছে না, মশাকুল সম্ভবত এডিস ঢালিয়া দিলো!!!!!

১১| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭

আখেনাটেন বলেছেন: হা হা হা

এডিস বাবাজি মনে হয় হামলা চালিয়েছে ব্যাক ফ্রন্টে। ঢাল তলোয়ারবিহীন এই যুদ্ধে ক্ষয়ক্ষতি না হলেই হয়। :P

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় আথেনাটেন,

অসম্ভব সুন্দর মন্তব্য রেখে গেলেন। (ঢাল তলোয়ার বিহীন এই যুদ্ধে ক্ষয়-ক্ষতি না হলেই হয়) অংশটি পড়ে একেবারে গড়া-গড়ি হাসি :P

পাঠ ও মন্তব্য কৃতজ্ঞ।

১২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হায় তুই একি করিলি
মোরে কামরাইলি

মশা তোকে মারিব
বংশ ধ্বংশ করিব।
+++++++++++

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০১

তারেক ফাহিম বলেছেন: স্যার, সালাম জানবেন।


মশা তোর বিচার আল্লাহ হাকিমে করিবে!!!!!!!!!

১৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাইনীজরা একটি দুর্লভ বস্তু তৈরি করেছে তাতে মশা মেরে যেই আনন্দ তা আমার জীবনে না শুনেছি না কখনো দেখেছি - মশা মারার ইলেকট্রিক চার্জ ব্যাট। না থাকলে একটি ব্যাট সংগ্রহে রাখুন।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৩২

তারেক ফাহিম বলেছেন: পকেটে রাখার ব্যবস্থা আছে, যাতে ছোট ঘরে যাওয়ার সময়ও সাথে রাখা যায় :P


চাইনীজরা সবসময় দুর্লভ কিছু করে দেখায়।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: যাক, শীত আসছে আসছে করছে। ডেঙ্গুর দিনগুলো বুঝি শেষ হতে চলেছে।
রম্য পোস্ট ভাল লেগেছে। তবে এ পোস্টে সবচেয়ে ভাল লেগেছে আখেনাটেন এর চমৎকার উইটী মন্তব্যটি, তারপরে নজসু এর সেই আপ্তবাক্যটি - মা খালা ব্যতিত সকল মহিলার আদর হইতে সাবধান!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: সময়মত নোটি দেখতে না পারায় প্রতিত্ত্যর করতে দেরি হল, জনাব।

শীত এসেছে ডেঙ্গুরন দিন শেষ শেষ হয়েও শেষ হয়নি।

উল্লেখিত দু’টি মন্তব্যই আমার কাছে ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.