নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ফরিদ আহমদ চৌধুরী অথবা সনেট কবির কোন খবর কেউ জানেন?

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬




রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ ছিলেন তাঁর। এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেলেছেন। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী ব্লগ থেকে দূরে আছেন দীর্ঘ কয়েক মাস। ব্লগের ক্লান্তিকালে উনাকে হারিয়েছি। ব্লগ সুস্থ্য হওয়ার পর অনেক পুরাতন-নতুন নিক ভীড় জমাচ্ছে, ব্লগে উনাকে খুঁজে পাচ্ছি না। কেউকি উনার কোন খোঁজ জানেন?

মন্তব্য ৬৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে তাকে খুজছি।
উনি প্রতিটা ব্লগারকে নিয়ে সনেট লিখেছেন। আমাকে আর সুরভিকে নিয়েও লিখেছেন।

৮/১০ মাস আগে জানতাম উনি অসুস্থ ছিলেন। এখন কি অবস্থা জানি না।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

তারেক ফাহিম বলেছেন: আমি প্রায় উনার ব্লগে ঘুরে আসি


উনি আমাকে নিয়েও কয়েকটা সনেট লিখছেন।
খবর পেলে জানাবেন, প্রিয় রাজিব ভাই।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

বিজন রয় বলেছেন: আমি ভাবি তার কথা।

ব্লগার হাবিব স্যার জানতে পারেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১

তারেক ফাহিম বলেছেন: দাদা, ব্লগে উনাকে অনেক মিস করছি।

স্যারকে বলে দেখি।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি না আসলে ব্লগ পুরো পুরি জমে ওঠছে না। তার আগমনের প্রত্যাশায় রইলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

তারেক ফাহিম বলেছেন: সনেট কবি না আসলে ব্লগ পুরো পুরি জমে ওঠছে না।

সহমত পোষন করছি।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


উনার কি ফেইষবুক আছে?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২

তারেক ফাহিম বলেছেন: আমার জানা নেই।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: ওনার কথা আমারও প্রায়ই মনে পড়ে। ধন্যবাদ আপনাকে, ওনাকে নিয়ে এই পোস্টটি লেখার জন্য। আশাকরি, অচিরেই কেউ না কেউ ওনার সন্ধান দিতে পারবেন।
যতদূর জানি, ওনার এক মেয়েও এই ব্লগে লেখালেখি করতেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

তারেক ফাহিম বলেছেন: বিলম্বে প্রতিত্ত্যর করায় দুঃখিত জনাব।

হাবিব স্যারের সাথে সনেট কবির যোগাযোগ আছে, উনি ভালো আছে, সুস্থ্য আছে।

পোষ্টে মন্তব্য করায় কৃতজ্ঞ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

ইসিয়াক বলেছেন: Click This Link

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

তারেক ফাহিম বলেছেন: ইসিয়াক ভাই,
পূর্বের মন্তব্যটি ঢিলেক দিলাম, কিছু মনে করবেন না।
পূর্বের মন্তব্যের লিংক কাজ করছিলনা তাছাড়া স্কিনশর্টের লিখাটি ব্লগে উনার মানহানীকর মনে হয়েছে।


উনি সুস্থ্যতা আছেন জেনে ভালো লাগলো।

আপনাকেও ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম ,



রাজীব নুর বলেছেন তিনি অসুস্থ্য ছিলেন কয়েক মাস আগে।
আবার ইসিয়াক ও তাঁর খবর জানিয়েছেন।

সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ্য রাখুন!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

তারেক ফাহিম বলেছেন: জ্বি,ভাইয়া।
উনার সুস্থ্যতা কাম্য।

মন্তব্যে কৃতজ্ঞ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



উনার ব্লগবাড়ীতে ঘুরে এসে এখানে আপনার লেখাটি দেখতে পেলাম।
এর আগেও উনার পুরানো পোষ্টে গিয়ে খুঁজ খবর নিয়েছিলাম ।
দোয়া করি যেখানেই থাকুন আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন ।
মনে পরে আমার কোন এক লেখায় তিনি বলেছিলেন তাঁর এক মেয়ে
ব্লগে লেখালেখি করেন । যতদুর মনে পরে তাঁর মেয়ের পোষ্ট করা
কোন এক ছবি ব্লগে গিয়ে তার লেখা দেখেছিলান । নামটি মনে
করতে পারছিনা । সময় নিয়ে একটু খুঁজে দেখব তার ব্লগের
সন্ধান করতে পারি কিনা। সেখানে হয়ত বা সনেট কবি সম্পর্কে
কোন সংবাদ পেলেও পেতে পারি ।

ধন্যবাদ তাঁকে নিয়ে এই পোষ্টটি দেয়ার জন্য।

শুভেচ্ছা রইল



০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

তারেক ফাহিম বলেছেন: সনেট কবিকে অনেক দিন ব্লগে দেখতে না পেয়ে প্রায় উনার ব্লগ ঘুরে আসতাম।

হাবিব স্যারের নিকট থেকে জানতে পারলাম উনি সুস্থ্য আছেন।

মন্তব্যে কৃতজ্ঞ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫০

বাকপ্রবাস বলেছেন: শান্ত শীতল বড় ভাই এর খবর চাই

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

তারেক ফাহিম বলেছেন: বড় ভাই সুস্থ্য আছেন, ভালো আছেন- বার্তা প্রেরক হাবিব স্যার।

মন্তব্যে কৃতজ্ঞ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০১

আরোহী আশা বলেছেন: আলহামদুল্লিাহ, সনেট কবি ভালো আছেন। সনেট কবির সাথে আমি কয়েকদিন আগে ফোনে কথা বলেছি। ব্লগ যখন বাংলাদেশ থেকে স্বাভাবিক ভাবে ঢোকা যেত না তখন। কবি বলেছেন ব্লগ চালু হবার পর আবার আসবেন ব্লগে। সনেট কবিকে আজকে আবার ফোন করবো। আর কবি কিন্তু নিয়মিত ফেসবুকে লিখেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

তারেক ফাহিম বলেছেন: আপনার সাথে কবির কথা হয়েছে জেনে ভালো লাগলো।

যোগাযোগ হলে একটু বলবেন, তাঁহার ছোট ভাই (দেশীয় ভাই) অনুরোধ করছে ব্লগে পোষ্ট দেয়ার জন্য।

মন্তব্যে কৃতজ্ঞ।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

হাবিব বলেছেন: সনেট কবি ভালো আছেন। ওনি ব্লগে লিখেন না যে কেন জানিনা। ওনার সাথে ফেসবুকে কথা হয়েছিলো। আমি আবার যোগাযোগ করবো।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

তারেক ফাহিম বলেছেন: সনেট কবি ভালো আছেন জেনে ভালো লাগছে, প্রিয় স্যার।

যোগাযোগ করলে আমার সালাম জানাবেন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই উনি ব্লগে আসবেন। এটা আমার বিশ্বাস। যারা ব্লগিং করেন, তারা ব্লগে না এসে পারবে না।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

তারেক ফাহিম বলেছেন: যারা ব্লগিং করেন, তারা ব্লগে না এসে পারবে না।

সামুর মায়া কাটানো এত সহজ না।

আমিও বিশ্বাস করি উনি ফিরবেন ইনশাআল্লাহ।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মানুষটাকে আমি খুঁজছি। পোস্টে ওনার নাম উল্লেখ করেছিলাম, মন্তব্যেও লিখে ছিলাম। ইসিয়াক ভাই লিংক দিয়ে ভালো করেছেন। আমি খুব মিস করি উনাকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

তারেক ফাহিম বলেছেন: আমিও আপনার মত মিস করছি উনাকে।

ইসিয়াক ভাইর লিংক দেয়াতে ভালো হয়েছে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফরিদ ভাইয়ের ইমোতে ট্রাই করেছিলাম
তিনি অফ লাইনে ছিলেন। আজ আবার
ট্রাই করবো। ফরিদ ভাই গাজীসাবের
খুব ভক্ত এনিয়ে আমি তাবে একটু
কড়া মিঠা বলেছিলাম। উনি মাইন্ড
করেন নাই। অত্যন্ত ভদ্র লোক।
আমাদের জেলার ঝালকাঠিতে
থাকতেন পরিবার নিেয়ে। আমি
তার সুস্থ্যতা কামনা করছি। ফিরে
আসুন ফরিদ ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

তারেক ফাহিম বলেছেন: ফরিদ ভাই আমারও অনেক পছন্দের।

ব্লগে অনেকেই উনাকে মিস করছে।

তার সুস্থ্যতা কাম্য।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় নুরু ভাই।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

মলাসইলমুইনা বলেছেন: যাক ভালো লাগলো সনেট কবি ভালো আছেন জেনে । বছর দুয়েক আগেও একবার বেশ অসুস্থ্য হয়ে অনেক দিন ব্লগে আস্তে পারেন নি ।তাই আবারও সেই ধরণের কিছু হলো কিনা সেটা নিয়ে একটু ভাবনায় হচ্ছিলো। সনেট কবি আবার দ্রুত ব্লগে লেখা শুরু করবেন সেই আশা করছি ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

তারেক ফাহিম বলেছেন: আমারও ভালো লাগলো উনার সুস্থতার খবর পেয়ে।

সনেট কবি পুণরায় ব্লগে ফিরে আসুক, কামনা।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

হাবিব বলেছেন: আজকে সনেট কবির সাথে কথা হলো। ব্লগে সিম দিয়ে ঢোকা যাচ্ছে না বলে উনি আসছেন না ব্লগে। আশাকরি অচিরেই আসবেন। আমি বলেছি এই পোস্টের কথা। কবি বললেন, তিনিও আমাদের মিস করেন। সামনে সনেট কবি একটা বই বের করবেন সেটা নিয়েও ব্যাস্ত আছেন। সনেট কবি সবার কাছে দোয়া প্রার্থী

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় স্যার।

সনেট কবি ব্লগে ফিরবেন জেনে ভালো লাগছে।

উনার বইয়ের জন্য শুভকামনা।

পুণরায় মন্তব্যের কলামে পেয়ে কৃতজ্ঞ।


আমাদের সুজন ভাইয়াটা আছে কেমন?












১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সনেট কবি ভালো আছেন : জেনে ভাল লাগল
......................................................................
আশাকরি অচিরেই তার নূতন সনেট দেখতে পাব ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

তারেক ফাহিম বলেছেন: সনেট কবি ভালো আছেন জেনে আমারও ভালো লাগলো।

হুম, সেটাই আশা করছি।

মন্তব্যে কৃতজ্ঞ।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



সনেট কবি ভাল আছেন শুনে ভাল লাগল।
সংবাদটি জানানোর জন্য ধন্যবাদ।
উনার সাথে যোগাযোগ হলে
আমার ছালাম ছালাম
জানাবেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

তারেক ফাহিম বলেছেন: সনেট কবি ভালো আছেন জেনে আমিও খুশি।

জ্বি অবশ্যই উনার সাথে যোগাযোগ হলে
আপনার সালাম জানাবো।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় গুনি ভাই।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

ওমেরা বলেছেন: উনি ভালো আছে জেনে ভালো লাগল , আশা করি ব্লগে ও ফিরে আসবেন ।

আপনাকে ধন্যবাদ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

তারেক ফাহিম বলেছেন: জ্বি, উনি ভালো আছেন।

আমিও আশা করছি উনার নতুন সনেট পাবো।

হাবিব স্যারের মাধ্যমে জানতে পারলাম উনি বই বের করা নিয়ে ব্যস্ত আছেন, ব্লগে ফিরবেন কিছুদিনের মধ্যে।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে আমিও মোবাইল নেট দিয়ে ঢুকতে পারি না। ব্রডব্যান্ডে ওপেন করে মোবাইল নেটে ভজকট করে রেখেছে। এটা তো ওয়েলকাম সিনেমার সেই ঘরের খুঁটি কাটার মত হয়ে গেল। অর্ধেক কাজ হয়েছে।

যাকগে, শ্রদ্ধেয় ফরীদ চৌধুরী ভাল আছেন জেনে নিশ্চিন্ত হলাম। তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসুন এই কামনাই করি!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

তারেক ফাহিম বলেছেন: মোবাইল দিয়ে ব্লগ চালাতে আমিও অভ্যস্থ নই।

জ্বি, শ্রদ্ধেয়র খবর পেয়ে আমারও ভালো লাগছে।

মন্তব্যে কৃতজ্ঞ প্রিয় ভাই।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: ইয়েস উনি আসবেন। তবে সামুর সমস্ত ব্লগাদের কাছাকাছি থাকার জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

তারেক ফাহিম বলেছেন: জ্বি, উনি আসবেন জেনে আমিও আনন্দিত।

তবে সামুর সমস্ত ব্লগাদের কাছাকাছি থাকার জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত।

কিছু একটা কি করবেন জানাবেন অবশ্যই।

পুণরায় মন্তব্যে ধন্যবাদ, প্রিয় ভাই।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


যাঁরা উনার সাথে কথা বলেন, তাঁরা জেনে নিন, উনি এখনো চাকুরী করেন, নাকি রিটায়ার করেছেন?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

তারেক ফাহিম বলেছেন: ফেবুর লিংক দেয়া আছে, যারা চাকুরী করেন তারা ব্লগে থাকতে নাও পারে।

লিংক থেকে সরাসরি জিজ্ঞাস করতে পারেন।

ধন্যবাদ।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক মোটামুটি খবর পাওয়া গেল।

আরো বিস্তারিত জানলে যারা ফোন নাম্বার জানেন, জানিয়ে বাধিত করবেন আশা করি।
আমি লিটন ভাইয়ের এক বন্ধুর মাধ্যমে খোঁজ করতে রিকু করেছি। আপডেট পেলে জানাব ইনশাল্লাহ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

তারেক ফাহিম বলেছেন: ভৃণ্ড দা,

সবার মাঝে আপনাকে খুঝছিলাম, অবশেষে পেলাম।

সনেট কবির খবর পেয়ে আমার কাছেও ভালো লাগছে।

মন্তব্যে কৃতজ্ঞ জনাব।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি খোজ লাগিয়েছি ভৃগুদা।
আশা করছি উনি সুস্থ্য আছেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩

তারেক ফাহিম বলেছেন: উনি সুস্থ্য আছেন জেনে ভালো লাগলো।

ধন্যবাদ লিটু ভাইয়ু।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

ফয়সাল রকি বলেছেন: কেমন আছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২

তারেক ফাহিম বলেছেন: জ্বি, আমি ভালো আছি।

যাকে নিয়ে পোষ্ট করলাম তিনিও ভালো আছে।

আপনিও নিশ্চয় ভালো।

মন্তব্যে কৃতজ্ঞ।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম ফাহিম ভাই।
আমি খুব মিস করছি তাকে।
অনেকদিন আগে থেকেই তিনি অনিয়মিত।
মহান আল্লাহ তাকে সুস্থ ও সবল রাখুন। আমিন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩২

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম, আশা করছি স্ব পরিবারে ভালো আছেন।
আমিও মিস করছিলাম, আপনাকেও।


আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।


২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: যারা বললেন ওনার সাথে যোগাযোগ আছে, তারা যেন ওনাকে অনুরোধ করেন ব্লগে আসতে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

তারেক ফাহিম বলেছেন: জ্বি, আমারও একই নিবেদন।

ধন্যবাদ, দা।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

আমি তুমি আমরা বলেছেন: আশা করি উনি ভাল আছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব।

মন্তব্যে কৃতজ্ঞ।

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ‍ওনি ফেবুতে একটিভ ছিলেন এখন ফেবুতেও দেখি না। মনে হয় বই প্রকাশ নিয়ে কাজ করছেন।

ওনাকে জিজ্ঞেস করেছিলাম সামুতে দেখিনা কেন ? উনি বলেছিল সামুতে ঢুকতে পারে না।

পোস্টের জন্য ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় স্যার,
আশা করছি ভালো আছেন।
প্রবল ইচ্ছা থাকার পরও ব্লগডে তে উপস্থিত হতে পারিনি।
পূর্বের নির্ধারিত তারিখ থাকলে হয়তো সম্ভব হতো।
২৫ তারিখ আমার অন্য একটি কাজ পূর্ব নির্ধারিত ছিল।

সনেট কবি ভালো আছেন জেনেছি।

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও যেতে পারিনি। কক্সবাজারে ছিলাম বলে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

তারেক ফাহিম বলেছেন: কি বলেন! আমিতো ভাবলাম আপনার সাক্ষাৎ এবারও মিস করলাম

আমাদের নদী ভ্রমনের তারিখ পূর্বে নির্ধারিত ছিল ২৫ তারিখ, তাই যেতে পারিনি।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন দেখা হবেই। আশা রাখি।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

তারেক ফাহিম বলেছেন: ইনশাআল্লাহ,
একদিন দেখা হবে।

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক দিন পর ব্লগে ঢুকতে গিয়ে দেখি তারা বলছে পুরনো পাস ওয়াডে কাজ হবে না। নতুন পাস ওয়াড ই-মেইলে দেওয়া হয়েছে। কিন্তু কোন ই-মেইল দিয়ে ব্লগ খুলে ছিলাম তা’ আমার মনে নেই। কিছু দিন আগে ই-মেইল তো পেলাম। কিন্তু এখন ই-মেইলে ঢুকতে পারছি না। ই-মেইলের ভেরিফিকেশন কোড যে নাম্বারে পাঠানো হয়েছে, আমার সে মোবাইল হারিয়ে গেছে। আর সে মোবাইলের সীম আমাকে একজন দিয়েছিল যে আমার নিকট থেকে চলে গেছে। সুতরাং সীম তুলতে পারছি না, ই-মেইলে ঢুকতে পারছি না। নতুন পাস ওয়ারড পাচ্ছি না। সুতরাং ব্লগে ঢুকতে পারছি না। মহাজাগতিক চিন্তা নামে একটা নতুন ব্লগ খুলে ছিলাম। সামু সেটা সেফ করছে না। সুতরাং এখন ব্লগে ঢুকে কমান্ড করছি। আপনার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.