নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

কে নেবে দায়িত্ব এই উন্মত্ত লাশের

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯

মিছিলের সামনে এগিয়ে চলে টগবগে তরুন-
বুকে তার দেশ প্রেম,
মুখে তার মাতৃভাষা বাংলা চাই।
কাদের যেন গুলি, গ্রেনেডের তুমুল বিষ্ফোরনে
ছিন্নভিন্ন করে দেয় অামার ভাইয়ের বুক, অামার প্রানের ভাষা অ-অা-ক-খ।
লুটিয়ে পড়ে টগবগে তরুন রাজপথে।
কে নেবে দায়িত্ব এই উন্মত্ত লাশের,
বায়ান্ন, একাত্তর সে বিজয়ের দেশে?
দিবসে দিবসে গান অার পুস্পস্তবক দিয়েই দায়িত্ব শেষ!
যে পতাকায় খচিত রয়েছে লাল রঙ
যে পতাকায় খচিত রয়েছে লক্ষ শহিদের রক্ত,
যে পতাকায় খচিত রয়েছে মাতৃত্বের গভীর সবুজ,
যে পতাকায় খচিত রয়েছে দেশমাতৃক অনাবিল ভালোবাসা, রক্তাক্ত স্নেহজাল।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১০

নেওয়াজ আলি বলেছেন: ভাষা তোমাকে ভালোবাসা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

তারেক ফাহিম বলেছেন: ভাষাকে ভালোবাসতে কয় জনে জানে।

আমরা দিন দিন বাংলিশ হয়ে যাচ্ছি।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪

তারেক ফাহিম বলেছেন: অটুট থাকুক, যুগ যুগান্তর।


মন্তব্যে ভালোবাসা ভালো লাগা।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৪র্থ লাইনে শুধু বিস্ফোরণ হবে।

১০ নং লাইনে লালের সাথে যে কোন একটি শব্দ যোগ করতে হবে। যেমন- লাল রং বা লাল রক্ত।

ভাষার মাসে ভাষার কবিতায়++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ স্যার।

সংশোধন করে নিলাম।
আশা করছি পরিবারবর্গ নিয়ে ভালোই আছেন।

পাঠ, মন্তব্যে ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৪০

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: সুন্দর কাব্য

২৩ শে মে, ২০২০ দুপুর ২:০০

তারেক ফাহিম বলেছেন:

সামুতে পাঠক পরিচয়টাও ধরে রাখতে পারিনি, তাই অনেকটা পিছিয়ে পড়ছি।
মন্তব্যে প্রানিত হলাম, ধন্যবাদ।

৫| ০১ লা জুন, ২০২০ রাত ১০:১৩

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০৬

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম,প্রিয় ভাই কেমন আছেন?

৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: অনেকদিন ধরে লিখছেন না, লিখুন।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০৭

তারেক ফাহিম বলেছেন: জ্বি, লকডাউনে আমার মগজও ডাউন হয়ে পড়ল :((

পাঠক পরিচিতিটাও ধরে রাখতে পারছিনা।

৭| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন দেখা নেই প্রিয় ফাহিম ?

নতুন পোস্ট নেই ?

করোনার কি পরিস্থিতি নোয়াখালীতে ?

ভাল থাকা হয় যেন।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭

তারেক ফাহিম বলেছেন: স্যার, মনে রাখছেন দেখে কৃতজ্ঞ।

করোনা নোয়াখালীতেতো বেড়েই চলছে।

সচেতনতার অভাব।


আপনিও স্বপরিবারে ভালো থাকবেন।

৮| ১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪০

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় ভাই আমার। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
সব সময় অনলাইনে থাকলেও অন্যদিকে ব্যস্তততার কারণে খুব কম সময়ই ব্লগে উঁকি দিচ্ছি ভাই।
আপনাদের ভালোবাসার টানে লগডইন হয়ে থাকি। পোষ্ট দেয়ার মতো সময় এখন পাচ্ছিনা ভাই।
ইনশায়াল্লাহ দেয়ার ইচ্ছা রইলো। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা অটুট থাকবে।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫০

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম,

আপনিও আশা করছি ভালো আছেন।

হুম, আপনার পোস্টের অপেক্ষায় আছি।
আমিও তেমন একটা ব্লগে সময় দিতে পারনিা, লিখাও হচ্ছেনা।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০

তারেক ফাহিম বলেছেন: কৃতজ্ঞ, আপুনি।

পুরাতন পোস্টে আপনার মন্তব্য পেয়ে সত্যি ভালো লাগছে।

১০| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

খায়রুল আহসান বলেছেন: কত শত লাশের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এ মাতৃভাষার অধিকার, সম্মান! এ ভাষায় লিখতে, পড়তে পারার জন্য আমরা বংশানুক্রমে তাদের প্রতি কৃতজ্ঞতাপাশে আবদ্ধ!

১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

তারেক ফাহিম বলেছেন: বিলম্ব প্রতিত্তরে লজ্জিত, শ্রদ্ধেয়।

পুরাতন পোস্টে আপনার মন্তব্য পেয়ে সত্যি ভালো লাগা।

কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.