নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ও নদী

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩



ও নদী কানায় কানায় পুর্ণ তুমি কবে হলে?
রিমঝিমঝিম ক'দিন মধুর বৃষ্টি বলে?
ভেঙ্গোনা পাড় তোমার খেয়াল খুশীর ছলে,
লাগবে আঘাত আমার এই যে হৃদপাঁজরে।

দেখোওনি কি তুমি? পাড়ভাঙ্গা ওই মানুষগুলোর বেহাল দশা,
আমার চোখে রাখোনা চোখ দেখতে পাবে।

ও নদী কানায় কানায় পুর্ণ হলে কেমন করে?
উজান গাঁয়ে বিষ্টি ঝরা জলের তোড়ে?
পাড় ছাপিয়ে বান ভেসোনা ইচ্ছে মতো,
ভাসবে আমার এ হৃদয়ের সকল মানুষ।

শুনোওনি কি তুমি? বানভাসা ওই মানুষগুলোর কান্নার রোল
আমার বুকে রাখোনা কান শুনতে পাবে।

ও নদী স্রোতস্বিনী এমন তুখোড় কেমনে হলে?
বজ্রমেঘের গর্জনে এই নামলে বলে?
বান ডেকোনা বাংলা মায়ের আঁচল ভরে
আমার হৃদয় ভাসবে যে ওই ডুব সাগরে।

বাঁচাওনি কি তুমি?
তোমার ধারায় বক্ষ দু' কুল বাঁচায় যে সে কখনও কি মারতে পারে?

ও নদী শান্ত তোমার ধারায় সুর্য শীতল কর,
জুড়াও আমার তপ্তকাতর হৃদয়খানি।
জুড়াওনি কি তুমি? ফসল ভরা মাঠ সবুজের উদার জমিন,
তুমি জুড়াও বলেইতো এ বাংলা বাঁচে।


ছবি; গুগোল।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

ওমেরা বলেছেন: ছবির ঐ জায়গটাতে আমি কখনো যাইনি তবু খুব চেনা মনে হচ্ছে আর ঐ লোকটার জন্য খুব খারাপ লাগছে । ছবির সাথে আপনার কবিতাটা দারুন হয়েছে ।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

তারেক ফাহিম বলেছেন: ছবিটা গুগোল থেকে নেয়া, যদিও এখনকার নদীর পাড়ের মানুষ জন ছবির লোকটির চেয়েও ভালো নেই।

মন্তব্যে কৃতজ্ঞ।

২| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

মুক্তা নীল বলেছেন:
যমুনা নদীর গর্জন ও নদীর চরে পাড় ভাঙ্গা অনেক আগে
ছোট থাকতে স্বচক্ষে দেখেছিলাম , ভীষণ ভয়ঙ্কর।
ওই সমস্ত এলাকার মানুষ খুব সাহসী হয় ।কষ্ট লাগে
এখনো টেলিভিশনে সরাসরি দেখে।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

তারেক ফাহিম বলেছেন: নদীর পাড়ের মানুষ সত্যি অনেক সাহসী হয়। ছোট নৌকায় ঢেউ উপেক্ষা করে মাছ ধরা দেখেই বুঝা যায়।

মন্তব্যে কৃতজ্ঞ।

৩| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



এই শুনি সব নদী মরে গেছে, আবার শুনি সব ভেংগে যাচ্ছে!

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

তারেক ফাহিম বলেছেন: নদী মরে নাই ওস্তাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
নদী আমাদের বন্ধু না হয়ে শত্রু হয়ে গেল। এই দোষ অবশ্য মানুষের।

০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫১

তারেক ফাহিম বলেছেন:
ধন্যবাদ, প্রিয় ভাই।

মন্তব্যে কৃতজ্ঞ।

৫| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই ।।
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?


- ধন্যবাদ তারেক ফাহিম ভাই, অনেক দিন পর সম্ভবত আপনার পোস্ট পেলাম। কবিতায় লাইক+++

০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩

তারেক ফাহিম বলেছেন: অনেক ভালোলাগার গানটি।


আপনি ঠিক ধরছেন অনেক দিন পর পোস্ট দিলাম।

মন্তব্যে কৃতজ্ঞ।

৬| ১০ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: নদী বড়ই রহস্যে ঘেরা। এ কূল ভাঙ্গে ও কূল গড়ে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৭

তারেক ফাহিম বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: নদীর কাইজ হল ভাঙ্গা গড়া।

যে নদী জীবনের জন্য উপকারী তা আবার জীবন কেড়েও নেয়।

++++

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় স্যার,
আশা করছি ভালো আছেন।
যে নদী জীবনের জন্য উপকারী তা আবার জীবন কেড়েও নেয়। ঠিক বলছেন।


মন্তব্যে কৃতজ্ঞ।

৮| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: নদী হলো শাখের করাত। আবার মানুষের বরাতও।

বন্ধু তুমি শত্রু তুমি। এককেবারেই মানুষ মার্কা।

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০০

তারেক ফাহিম বলেছেন: নদী হলো শাখের করাত। আবার মানুষের বরাতও।

একেবার খাটি বলছেন, মানুষ মার্কা B-)

মন্তব্যে কৃতজ্ঞ।

৯| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: হা হা মানুষ আমি আমার কেনো নদীর মত মন !!!!!!!!!! :P

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: ওই যে শাখের করাত, মানুষের বরাত :P

১০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এবং ছবিটা দেখে নদীর পাড় ভাঙার মতই পাঠকের হৃদয় ভাঙার উপক্রম হয়!

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়, আপনাকে মন্তব্যের কলামে পেয়ে প্রেরনাবোধ করছি।

নদীর পাড় ভাঙার মতই পাঠকের হৃদয় ভাঙার উপক্রম হয়! স্বার্থকতা মনে করছি।

মন্তব্যে ‍কৃতজ্ঞ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কাম্য সবসময়।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: নদীতে ঘর ভাংগা লোকটার জন্য অসীম মমতা তারেক ফাহিম। অনেক সুন্দর করে তুলে ধরেছেন তার কষ্টের কথা।
+

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

তারেক ফাহিম বলেছেন: পোস্টে মন্তব্য ও প্লাসে প্রানিতবোধ করছি।

মন্তব্যে কৃতজ্ঞ।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:




নদী ভাঙ্গনের ভিকটিম মানুষগুলো কতো অসহায় !
খুবই কষ্টদায়ক ছবি এবং কবিতা ।
নদী নিয়ে একটি প্রিয় গান ।







০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

তারেক ফাহিম বলেছেন: নদী ভাঙ্গনের মানুষগুলো সত্যি অসহায়।
নদীর পাড়ে ঘুরতে গেলে তাদের অসহায়ত্ব চোখে পড়ে।
গানটি আমারও পছন্দের।

পাঠ ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞ।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

তারেক ফাহিম বলেছেন: আপু, এটা কবিতা না ছাই।

আপনিতো কলম ধরলেই কবিতার বই বের হয়।

আপনার মুখে প্রশংশা পেয়ে আপ্লুত হলাম।
কৃতজ্ঞ, আপু।


১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

আখেনাটেন বলেছেন: নদী ব্যবস্থাপনায় নিদারুন অবহেলা ও দুূর্নীতি ছবির মতো কত মানুষের কপালে যে হাত দিতে বাধ্য করছে বছর বছর....কয় ছর আগে শরিয়তপুরের নড়িয়াতে অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার দরুন কয়েকটি গ্রাম সাথে উপজেলার অনেক অবকাঠামো নদীতে বিলীন হতে দেখেছি....অথচ সঠিক পরিকল্পনা এই দুর্ভোগ পুরোপুরি না হলেও অনেকাংশে কমাতে পারত....

লেখা ভালো হয়েছে......।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

তারেক ফাহিম বলেছেন: কয় ছর আগে শরিয়তপুরের নড়িয়াতে অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার দরুন কয়েকটি গ্রাম সাথে উপজেলার অনেক অবকাঠামো নদীতে বিলীন হতে দেখেছি অত্যন্ত দুঃখজনক।

মন্তব্যে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.